T20 বিশ্বকাপে সবচেয়ে বেশি রান কে করেছে এই হিসেব রাখা বেশ মুশকিলই বটে। ব্যবসায়িক স্বার্থ ও ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর জন্য আইসিসি প্রতি দুই বছর পরপর T20 বিশ্বকাপ আয়োজন করে। তাই খুব দ্রুতই টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ড পাতা এলোমেলো হয়ে যায়।
চলুন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে T20 বিশ্বকাপের রেকর্ড পাতায় চোখ বুলিয়ে নেই।
T20 বিশ্বকাপে সবচেয়ে বেশি রান
T20 বিশ্বকাপে সবচেয়ে বেশি রান মাহেলা জয়াবর্ধনের। T20 মানেই যে মারমার কাটকাট ব্যাটিং নয়, ক্রিকেটের ব্যাকরণ মেনেও যে দ্রুত বেগে রান তোলা যায় সেটি সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন এই শ্রীলঙ্কান গ্রেট। জেনে অবাক হবেন যে, এখন পর্যন্ত T20 বিশ্বকাপে দিলশান, রোহিত শর্মা, বিরাট কোহলিদের চেয়ে জয়াবর্ধনের স্ট্রাইক রেট বেশি।
পাঠকদের সুবিধার্থে T20 বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকা ধারাবাহিকভাবে তুলে ধরছি।
মাহেলা জয়াবর্ধনে (রান- ১,০১৬)
T20 বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় জয়াবর্ধনের নাম দেখে অনেকেই হয়তো চমকে গেছেন। জয়াবর্ধনে ২০০৭ থেকে ২০১৪ পর্যন্ত ৫টি T20 বিশ্বকাপে অংশ নিয়েছেন। এই ৫ বিশ্বকাপে মোট ৩১ ম্যাচ খেলে তিনি করেছেন ১,০১৬ রান। গড় ৩৯.০৭, স্ট্রাইক রেট ১৩৪.৭৪, সেঞ্চুরি ১টি, হাফ সেঞ্চুরি ৬টি। এখন পর্যন্ত T20 বিশ্বকাপে এক হাজার রান পূর্ণ করা একমাত্র ব্যাটসম্যানও জয়াবর্ধনে।
২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের কাছে হারলেও, ২০১৪ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে একমাত্র টি-২০ বিশ্বকাপ জয়ের আনন্দ পেয়েছিলেন জয়াবর্ধনে।
ক্রিস গেইল (রান- ৯৬৫)

নিজেকে “ইউনিভার্স বস” বলে দাবি করা ক্রিস গেইল যেন T20 নামটিরই সমার্থক। চার-ছক্কায় দর্শকদের বিনোদন দেয়ার জন্য ক্রিস গেইলের বিকল্প তেমন একটা নেই ক্রিকেটে। ক্যারিবিয়ান এই গ্রেট T20 বিশ্বকাপে ৩৩ ম্যাচ খেলে করেছেন ৯৬৫ রান। গড় ৩৪.৪৬, স্ট্রাইক রেট ১৪২.৭৫, সেঞ্চুরি ২টি, হাফ সেঞ্চুরি ৭টি।
অবধারিতভাবেই T20 বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড ক্রিস গেইলের দখলে। ৩৩ ম্যাচে গেইলের ছয়ের সংখ্যা ৬৩। বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩টি ছয় মেরেছেন যুবরাজ সিং, যা কিনা ইউনিভার্সে বসের চেয়ে ৩০টি কম!!!
তিলাকারত্নে দিলশান (রান- ৮৯৭)

শ্রীলঙ্কান ওপেনার দিলশান T20 বিশ্বকাপে ৩৫ ম্যাচ খেলে ৩০.৯৩ গড়ে করেছেন ৮৯৭ রান। স্ট্রাইক রেট ১২৪.০৬, ফিফটি ৬টি। দিলশান ও জয়াবর্ধনের ব্যাটিং নৈপুণ্যেই শ্রীলঙ্কা ২০০৯ T20 বিশ্বকাপের ফাইনাল খেলেছে, জিতেছে ২০১৪ T20 বিশ্বকাপ।
রোহিত শর্মা (রান- ৮৪৭)

ভারতের “হিট ম্যান” রোহিত শর্মা টি-২০ বিশ্বকাপে ৩৩ ম্যাচ খেলে করেছেন ৮৪৭ রান। গড় ৩৮.৫০, স্ট্রাইক রেট ১৩১.৫২, ফিফটি ৮টি। আর এক-দুটি টি-২০ বিশ্বকাপ খেলে রোহিত নিজেকে যে আরও উপরে নিয়ে যাবেন সেটির পক্ষে বাজি ধরাই যায়।
বিরাট কোহলি (রান- ৮৪৫)

ক্রিকেটের সব ফরম্যাটে সমানতালে রান করেন বিরাট কোহলি। ভারতের এই ব্যাটিং জিনিয়াস এখন পর্যন্ত টি-২০ বিশ্বকাপে মাত্র ২১ ম্যাচ খেলে করেছেন ৮৪৫ রান। গড় ৭৬.৮১ (!!!), স্ট্রাইক রেট ১২৯.৬০, ফিফটি ১০টি।
T20 বিশ্বকাপে সবচেয়ে বেশি রান সংগ্রাহক যারা
নাম | ম্যাচ | রান | গড় | স্ট্রা.রেট | ১০০ | ৫০ |
---|---|---|---|---|---|---|
মাহেলা জয়াবর্ধনে | ৩১ | ১০১৬ | ৩৯.০৭ | ১৩৪.৭৪ | ১ | ৬ |
ক্রিস গেইল | ৩৩ | ৯৬৫ | ৩৪.৪৬ | ১৪২.৭৫ | ২ | ৭ |
দিলশান | ৩৫ | ৮৯৭ | ৩০.৯৩ | ১২৪.০৬ | – | ৬ |
রোহিত শর্মা | ৩৩ | ৮৪৭ | ৩৮.৫০ | ১৩১.৫২ | – | ৮ |
বিরাট কোহলি | ২১ | ৮৪৫ | ৭৬.৮১ | ১২৯.৬০ | – | ১০ |
T20 বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রান
T20 বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ড বিরাট কোহলির দখলে। ২০১৪ টি-২০ বিশ্বকাপে কোহলি করেছিলেন ৩১৯ রান।
টি-২০ বিশ্বকাপের প্রতি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকা তুলে ধরছি।
২০০৭ টি-২০ বিশ্বকাপ (ম্যাথু হেইডেন, রান-২৬৫)
২০০৭ টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছিলেন অস্ট্রেলিয়ান বাঁহাতি ওপেনার ম্যাথু হেইডেন। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের প্রথম আসরে ৬ ম্যাচ খেলে হেইডেন করেছিলেন ২৬৫ রান। গড় ৮৮.৩৩, স্ট্রাইক রেট ১৪৪.৮০, ফিফটি ৪টি।
হেইডেনের এমন বিধ্বংসী ব্যাটিং এর পরেও অস্ট্রেলিয়া সেমিফাইনালে ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।
২০০৯ টি-২০ বিশ্বকাপ (তিলাকারত্নে দিলশান, রান- ৩১৭)
২০০৯ টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছিলেন তিলাকারত্নে দিলশান। দিলশানের ব্যাটে ভর করে শ্রীলঙ্কা পৌছেছিল ফাইনালে। ৭ ম্যাচে ৫২.৮৩ গড়ে দিলশান করেছিলেন ৩১৭ রান। স্ট্রাইক রেট ১৪৪.৭৪। ফাইনালে দিলশানের ব্যাট না হাসায় পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরেছিল শ্রীলঙ্কা।
২০১০ টি-২০ বিশ্বকাপ (মাহেলা জয়াবর্ধনে, রান- ৩০২)
ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ২০১০ টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান মাহেলা জয়াবর্ধনের। মাত্র ৬ম্যাচে জয়াবর্ধনে করেছিলেন ৩০২ রান। গড় ৬০.৪০, স্ট্রাইক রেট ১৫৯.৭৮।
২০১২ টি-২০ বিশ্বকাপ (শেন ওয়াটসন, রান- ২৪৯)
২০১২ টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন। ৬ ম্যাচে ৪৯.৮০ গড়ে ওয়াটসন করেছিলেন ২৪৯ রান। স্ট্রাইক রেট ছিল ঠিক ১৫০।
২০১০ টি-২০ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক মাহেলা জয়াবর্ধনে এই টুর্নামেন্টেও অসাধারণ ব্যাটিং করেছিলেন। ২৪৩ রান করে তিনি হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
২০১৪ টি-২০ বিশ্বকাপ (বিরাট কোহলি, রান- ৩১৯)
বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৪ টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি ৩১৯ রান করেছিলেন বিরাট কোহলি। যেটি কিনা এখন পর্যন্ত এক বিশ্বকাপে করা সবচেয়ে বেশি রান। এই টুর্নামেন্টে বিরাটের গড় ছিল ১০৬.৩৩(!!!), স্ট্রাইক রেট ১২৯.১৪, ফিফটি ৪টি।
২০১৬ টি-২০ বিশ্বকাপ (তামিম ইকবাল, রান- ২৯৫)
ভারতে অনুষ্ঠিত ২০১৬ টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বেশ রান করেছিলেন তামিম ইকবাল। ৬ ম্যাচে ৭৩.৭৫ গড়ে তামিম করেছিলেন ২৯৫ রান। স্ট্রাইক রেট ১৪২.৫১। এই টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে প্রথম টি-২০ ফরম্যাটে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তামিম।
২০২১ টি-২০ বিশ্বকাপ (বাবর আজম, রান-৩০৩)
২০২১ টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ৬ ম্যাচে বাবরের রান ৩০৩, গড় ৬০.৬০, স্ট্রাইক রেট ১২৬.২৫, ফিফটি ৪টি।
ফাইনাল পর্যন্ত না পৌছালেও ক্রিকেট বোদ্ধাদের বেশ সুনাম কুড়িয়েছে বাবরের দল। সেই সাথে বিশ্বকাপে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে বাবররা।
T20 বিশ্বকাপের প্রতি আসরে সবচেয়ে বেশি রান
আসর | নাম | রান | গড় | স্ট্রা.রেট |
---|---|---|---|---|
২০০৭ | ম্যাথু হেইডেন | ২৬৫ | ৮৮.৩৩ | ১৪৪.৮০ |
২০০৯ | দিলশান | ৩১৭ | ৫২.৮৩ | ১৪৪.৭৪ |
২০১০ | জয়াবর্ধনে | ৩০২ | ৬০.৪০ | ১৫৯.৭৮ |
২০১২ | শেন ওয়াটসন | ২৪৯ | ৪৯.৮০ | ১৫০.০০ |
২০১৪ | বিরাট কোহলি | ৩১৯ | ১০৬.৩ | ১২৯.১৪ |
২০১৬ | তামিম ইকবাল | ২৯৫ | ৭৩.৭৫ | ১৪২.৫১ |
২০২১ | বাবর আজম | ৩০৩ | ৬০.৬০ | ১২৬.২৫ |
আরও পড়ুন- ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকা (১৯৭৫-২০১৯)
আরও পড়ুন- টি টোয়েন্টি বিশ্বকাপ কে কতবার নিয়েছে?
আরও পড়ুন- ১১ বছরে ৯টি ক্রিকেট বিশ্বকাপ!!!