in ,

১১ বছরে ৯টি ক্রিকেট বিশ্বকাপ!!!

১১ বছরে ৯টি ক্রিকেট বিশ্বকাপ!!!
১১ বছরে ৯টি ক্রিকেট বিশ্বকাপ!!!

সদ্যই শেষ হলো ২০২১ টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। কিন্তু এক বিশ্বকাপের রেশ শেষ হতে না হতেই আইসিসি আরও আটটি টুর্নামেন্টের ও আয়োজক দেশের নাম ঘোষণা করেছে। অর্থাৎ ক্রিকেট ভক্তরা ২০৩১ সাল পর্যন্ত প্রতি বছরই কোন না কোন আইসিসি আয়োজিত টুর্নামেন্ট উপভোগ করার সুযোগ পাবে।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ তো পূর্ব নির্ধারিতই ছিল। নতুন করে ২০২৪ সাল থেকে ২০৩১ সাল পর্যন্ত যুক্ত হয়েছে ২টি ওয়ানডে বিশ্বকাপ, ৪টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২টি চ্যাম্পিয়নস ট্রফির সূচী।

আয়োজক দেশের তালিকায় ভারতের জয়জয়কার। ভারত সর্বোচ্চ ৪টি টুর্নামেন্ট আয়োজন করার সুযোগ পেয়েছে। বাংলাদেশ ভারতের সাথে যৌথভাবে ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে।

ক্রিকেট বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক দেশের তালিকা

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়া এককভাবে এই টুর্নামেন্ট আয়োজন করার দায়িত্ব পেয়েছে। ২০২২ T20 বিশ্বকাপ শুরু হবে ২০২২ সালের ১৬ অক্টোবর থেকে। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।

২০২৩ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। আইসিসি বড় ইভেন্টগুলোর দায়িত্ব সচরাচর একাধিক দেশের মধ্যে বন্টন করে দেয়। কিন্তু ২০২৩ বিশ্বকাপ এককভাবে ভারত আয়োজন করবে। ২০২৩ বিশ্বকাপ শুরু হবে ২০২৩ সালের অক্টোবর মাস থেকে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। আইসিসির সহযোগী দেশগুলোকে উৎসাহিত করতে ও যুক্তরাষ্ট্রে ক্রিকেটকে জনপ্রিয় করার অংশ হিসেবে আইসিসি এই উদ্যোগ নিয়েছে।

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানে। দুই বছর পরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চার বছর পরপর ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের চাপে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টটি বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এই সিদ্ধান্ত বদল করে আবারো এই টুর্নামেন্টটি ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে আইসিসি। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আবারো পাকিস্তানে আয়োজিত হবে ক্রিকেটের বড় কোন টুর্নামেন্ট। সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। আগামী ১০ বছরে শ্রীলঙ্কা শুধুমাত্র এই একটি বিশ্বকাপের আয়োজক দেশ।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল ২০০৩ সালে। সেবার এই দুটি দেশের পাশাপাশি আয়োজক হিসেবে ছিল কেনিয়া।

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।

২০২৯ চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে ভারতে। টুর্নামেন্টটি ভারত এককভাবে আয়োজন করবে।

২০৩০ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে। ইংল্যান্ড সর্বশেষ আইসিসি ইভেন্ট আয়োজন করেছিল ২০১৯ সালে।

২০৩১ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও বাংলাদেশে। ২০১১ বিশ্বকাপও ভারত ও বাংলাদেশ যৌথভাবে আয়োজন করেছিল। বাংলাদেশ ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এককভাবে আয়োজন করার সুযোগ পেয়েছিল।

Photo Credit: আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)
Photo Credit: আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)

আরও পড়ুন- ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকা (১৯৭৫-২০১৯)

আরও পড়ুন- টি টোয়েন্টি বিশ্বকাপ কে কতবার নিয়েছে?

আরও পড়ুন- আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি কে কতবার নিয়েছে?

আরও পড়ুন- এশিয়া কাপ চ্যাম্পিয়ন লিস্ট

আরও পড়ুন- আইপিএল চ্যাম্পিয়ন লিস্ট (২০০৮-২০২১)