in

ভালোবাসা নিয়ে হুমায়ূন ফরিদীর উক্তি

ভালোবাসা নিয়ে হুমায়ূন ফরিদীর উক্তি
ভালোবাসা নিয়ে হুমায়ূন ফরিদীর উক্তি

হুমায়ূন ফরিদীর উক্তি আজও অন্তর্জালে আলোড়ন তোলে। এ কথা বলা যেতে পারে, বাংলাদেশের কিংবদন্তী অভিনেতা হুমায়ূন ফরিদী শুধুমাত্র অভিনয় গুণে নয়, বরং ভক্তদের মাঝে আজও জীবিত আছেন ভালোবাসা নিয়ে তার বিখ্যাত কিছু উক্তির মধ্য দিয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র ফরিদী যেন আপাদমস্তক একজন শিল্পী, অভিনয় শিল্পী। তাই তার জীবন দর্শনও যে শিল্পীদের মতো হবে তাতে অবাক হওয়ার কিছু থাকে না।

এখনো হুমায়ূন ফরদীর বিখ্যাত উক্তি মন্ত্রমুগ্ধের মতো সবাই শোনে। বিশেষ করে হুমায়ূন ফরিদীর ভালোবাসার উক্তি। ফরিদীর মতো এত সুন্দর করে ভালবাসাকে ব্যাখ্যা করা সবার কাজ নয়। হুমায়ূন ফরিদীর ভালোবাসা নিয়ে উক্তি শুনলে, প্রেম-ভালোবাসাকে অপার্থিব মনে হয়। মনে হয় যেন, প্রেমের মতো সত্য-সুন্দর আর কিছু নেই।

বাংলাদেশের আরেক বিখ্যাত অভিনয় শিল্পী সুবর্ণা মোস্তফার সাথে হুমায়ূন ফরিদীর প্রেম-বিয়ে-ডিভোর্স পুরো বাংলাদেশেই আলোচনার খোরাক জুগিয়েছিল। কিন্তু তাদের ভালোবাসা এতটাই পোক্ত ছিল যে, ডিভোর্সের পরে কেউ কারো নামে খারাপ কিছু বলেছে এমন উদাহরণ কেউ দিতে পারবেন না।

ভালোবাসা নিয়ে হুমায়ূন ফরিদীর উক্তি নিয়ে আজকের এই লেখাটি সাজানো হয়েছে। দেখে নিন আপনার ভালোবাসার সংজ্ঞার সাথে ফরিদীর সংজ্ঞা মেলে কিনা।

হুমায়ূন ফরিদীর উক্তি

“প্রেমের মধ্যে কোন স্বার্থ থাকতে পারবেনা, একজন অন্য জনের কেয়ার করবে, একজন অন্য জনকে ছাড় দেবে, রেসপেক্ট থাকতে হবে আর ভালোবাসাতো মাস্ট”।

“প্রেম বলতে আমরা বুঝি একটা ছেলে আর একটা মেয়ে, ব্যাপারটা কিন্তু সেরকম না। আমাদের নবীর সাথে আল্লাহর যে প্রেম সেটি কেউ কি করে ব্যাখ্যা করবে! এটি ব্যাখ্যা করা সম্ভব না। এটি মন থেকে অনুভব করতে হয়। প্রেম হচ্ছে সেরকম। ”

“প্রেমের ব্যথার মতো মিষ্টি ব্যাথা পৃথিবীতে আর নেই, মনে হয় যেন প্রজাপতি পেটের উপর নাচছে। ”

“প্রেমের অনুভূতি একদম অন্যরকম। এটি এক এক জনের কাছে এক এক রকম। কেউ কাউকে বলে বোঝাতে পারবেনা। ”

“বহুবার প্রেমে পড়েছি, প্রেমে পড়ার মতো আনন্দ যেন আর কিছুতে নেই৷ কিন্তু, একটি জিনিস মাথায় রাখতে হবে। কাউকে কষ্ট দিয়ে প্রেমে পড়ার মতো ঘৃণিত কাজ যেন পৃথিবীতে আর নেই। ”

“তুমি যখন কাউকে ভালোবাসবে, একবুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে। তানাহলে সে প্রেমের কোন অর্থ নেই। ”

হুমায়ূন ফরিদী ভালোবাসাকে মেনেছেন অপার্থিব, বেঁচে ছিলেন আপাদমস্তক শিল্পী মন নিয়ে।

“কেন প্রেমে পড়লাম, কেন ভালোবাসলাম এর কারণ যদি তুমি খুঁজতে যাও দেখবে যে কিছুই খুঁজে পাচ্ছনা। একটা কালো বেড়াল অন্ধকার ঘরে তুমি খুঁজে বেড়াচ্ছ যেটা ঐ ঘরে নাই, প্রেমটা হচ্ছে ঐ রকম। ”

“কিছু কিছু জিনিস আছে যেটি প্রতিরোধ্য না। তুমি চাইলেও সেটিকে বন্ধ করতে পারবেনা৷ সেটি তোমার জীবনের সাথে এমনভাবে জড়িয়ে গেছে তুমি চাইলেও ছাড়তে পারবেনা৷ ”

“মৃত্যুর দিকে ক্রমাগত এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। এই এগিয়ে যাওয়াতে অনেক কিছু ঘটে। অনেক আনন্দঘন পরিবেশ যায়, অনেক বেদনার সময় যায়। অনেক লজ্জার সময় যায়। এই জার্নিটায় হচ্ছে জীবন। ”

“মৃত্যুর মতো এতো স্নিগ্ধ, এত গভীর সুন্দর আর কিছু নেই৷ মৃত্যু অনিবার্য। তুমি যখন জন্মেছ তোমাকে মরতেই হবে। এটা যদি তোমার মাথায় থাকে তুমি পাপ করতে পারবেনা। যেটা অনিবার্য তাকে ভালোবাসাটাই শ্রেয়৷ তাকে যদি ভয় পাও সেটা এক ধরনের মূর্খতা। ”

“তুমি জ্ঞানী, তুমি শিক্ষিত৷ তাহলে তুমি মৃত্যুকে কেন ভয় পাবে। মৃত্যুকে বরণ করে নাও, আলিঙ্গন করে নাও, তাহলে দেখবে জীবন অনেক সুন্দর।”

হুমায়ূন ফরিদী বেঁচে ছিলেন মাত্র ৬০ বছর। জন্ম ১৯৫২ সালের ২৯ মে। মৃত্যু ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারী। হুমায়ূন ফরিদী আজ নেই, কিন্তু নিজের অভিনয়, জীবন দর্শনের প্রভাবে তিনি এখনো দর্শক মনে বেঁচে আছেন, সামনেও থাকবেন। তবে হুমায়ূন ফরিদীর উক্তি দিয়েই নতুন প্রজন্ম তাকে জানছে, শিখছে ভালোবাসার মর্মার্থ।

আরও পড়ুন– 

মাত্র ৫০ লাখে শ্যুটিং, পাইরেসিই শাপেবর হয়েছিল ‘অজ্ঞাতনামা’র ক্ষেত্রে

অভিনেতা হল কাদামাটির মত, পরিচালকের হাতেই সব কারিগরি: চঞ্চল চৌধুরী