in ,

জীবনানন্দ দাশের প্রকৃতি নিয়ে কবিতাঃ সন্ধ্যা হয় – চারিদিকে

জীবনানন্দ দাশের প্রকৃতি নিয়ে কবিতাঃ সন্ধ্যা হয় - চারিদিকে
জীবনানন্দ দাশের প্রকৃতি নিয়ে কবিতাঃ সন্ধ্যা হয় - চারিদিকে

জীবনানন্দ দাশ প্রকৃতি নিয়ে অসংখ্য কবিতা লিখেছেন। জীবনানন্দ দাশের প্রকৃতি নিয়ে কবিতার মধ্যে “সন্ধ্যা হয় – চারিদিকে” উল্লেখযোগ্য। এই কবিতাটি জীবনানন্দ দাশের “রূপসী বাংলা” কাব্যগ্রন্থের অন্তর্গত।

সন্ধ্যা হয় – চারিদিকে : জীবনানন্দ দাশ

সন্ধ্যা হয়- চারিদিকে শান্ত নীরবতা;
খড় মুখে নিয়ে এক শালিখ যেতেছে উড়ে চুপে;
গোরুর গাড়িটি যায় মেঠো পথ বেয়ে ধীরে ধীরে;
আঙিনা ভরিয়া আছে সোনালি খড়ের ঘন স্তূপে;

পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে;
পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে;
পৃথিবীর সব প্রেম আমাদের দু’জনার মনে;
আকাশ ছড়ায়ে আছে শান্তি হয়ে আকাশে আকাশে।

আরও পড়ুন- জীবনানন্দ দাশের অন্যান্য কবিতা