সংসার – হুমায়ূন আহমেদ
শোন মিলি।
দুঃখ তার বিষমাখা তীরে তোকে
বিঁধে বারংবার।
তবুও নিশ্চিত জানি,একদিন হবে তোর
সোনার সংসার ।।
উঠোনে পড়বে এসে একফালি রোদ
তার পাশে শিশু গুটিকয়
তাহাদের ধুলোমাখা হাতে – ধরা দেবে
পৃথিবীর সকল বিস্ময়।
আরও পড়ুন – হুমায়ূন আহমেদের অন্যান্য কবিতা।
আরও পড়ুন – হুমায়ূন আহমেদের প্রেমের উক্তি।