in ,

ওয়ানডে বিশ্বকাপে শচীন টেন্ডুলকারের যত রেকর্ড

ওয়ানডে বিশ্বকাপে শচীন টেন্ডুলকারের যত রেকর্ড
ওয়ানডে বিশ্বকাপে শচীন টেন্ডুলকারের যত রেকর্ড

ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকদের নিয়ে লিখতে গিয়ে মনে হল শচীন টেন্ডুলকারকে নিয়ে আলাদাভাবে লেখা দরকার। ১৯৮৩ সালে কপিল দেব ভারতের হয়ে প্রথম বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেছিলেন। কপিলকে দেখে অনুপ্রাণিত শচীন স্বপ্ন দেখতেন একদিন তিনিও বিশ্বকাপ শিরোপা স্পর্শ করবেন। সেজন্যই কিনা ভারতের এই গ্রেট ব্যাটসম্যান বিশ্বকাপের জন্য যেন নিজের সেরা খেলাটা বাঁচিয়ে রাখতেন।

ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ

রেকর্ডের বরপুত্র শচীন টেন্ডুলকার খেলেছেন ৬টি ওয়ানডে বিশ্বকাপ (১৯৯২-২০১১)। টেন্ডুলকারের সমান ৬টি বিশ্বকাপ আর মাত্র একজনই খেলেছেন। তিনি পাকিস্তানের জাভেদ মিয়াদাদ (১৯৭৫-১৯৯৬)।

ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ান গ্রেট রিকি পন্টিং। একটি ম্যাচ কম খেলে টেন্ডুলকার ঠিক পন্টিং এর পেছনে আছেন।

প্লেয়ার সময়কাল ম্যাচ
রিকি পন্টিং ১৯৯৬-২০১১ ৪৬
শচীন টেন্ডুলকার ১৯৯২-২০১১ ৪৫
মাহেলা জয়াবর্ধনে ১৯৯৯-২০১৫ ৪০
মুত্তিয়া মুরালিধরন  ১৯৯৬-২০১১ ৪০
গ্লেন ম্যাকগ্রা ১৯৯৬-২০০৭ ৩৯

বিশ্বকাপে সবচেয়ে বেশি রান 

ওয়ানডে বিশ্বকাপে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করা একমাত্র ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। ৬ বিশ্বকাপে ৪৪ ইনিংসে ৫৬.৯৫ গড়ে শচীন করেছেন ২,২৭৮ রান। শচীনের এই রেকর্ড কত দিন টিকবে সেটি সময়ই বলে দেবে। কিন্তু এখনো ক্রিকেট খেলছেন এমন প্লেয়ারদের মধ্যে এক সাকিব আল হাসান আছেন টেন্ডুলকারের পিছনে। ওয়ানডে বিশ্বকাপে সাকিবের রান ১,১৪৬।

প্লেয়ার ইনিংস রান গড় ১০০ ৫০
শচীন টেন্ডুলকার ৪৪ ২,২৭৮ ৫৬.৯৫ ১৫
রিকি পন্টিং ৪২ ১,৭৪৩ ৪৫.৮৬
কুমার সাঙ্গাকারা ৩৫ ১,৫৩২ ৫৬.৭৪
ব্রায়ান লারা ৩৩ ১,২২৫ ৪২.২৪
এবি ডি ভিলিয়ার্স ২২ ১,২০৭ ৬৩.৫২
ক্রিস গেইল ৩৪ ১,১৮৬ ৩৫.৯৩
সনাৎ জয়সুরিয়া ৩৭ ১,১৬৫ ৩৪.২৬
জ্যাক ক্যালিস ৩২ ১,১৪৮ ৪৫.৯২
সাকিব আল হাসান ২৯ ১,১৪৬ ৪৫.৮৪ ১০
তিলাকারত্নে দিলশান ২৫ ১,১১২ ৫২.৯৫

ছয় বারের প্রচেষ্টায় স্বপ্নের বিশ্বকাপ ট্রফি ছুঁতে পেরেছিলেন ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকার
ছয় বারের প্রচেষ্টায় স্বপ্নের বিশ্বকাপ ট্রফি ছুঁতে পেরেছিলেন ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকার

বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি

ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মা। বিশ্বকাপে রোহিত ও টেন্ডুলকারের সেঞ্চুরির সংখ্যা ৬টি। ৫টি সেঞ্চুরি করে এর পরেই আছেন রিকি পন্টিং ও সাঙ্গাকারা। পরিসংখ্যান যে সব সময় প্রকৃত চিত্র তুলে ধরে না, তারই বড় প্রমাণ হল এই সেঞ্চুরি সংখ্যায় রোহিত ও সাঙ্গাকারার নাম। রোহিত শর্মা ২০১৯ বিশ্বকাপেই করেছেন ৫টি সেঞ্চুরি, সাঙ্গাকারা এক ২০১৫ বিশ্বকাপেই করেছেন ৪টি সেঞ্চুরি।

অন্যদিকে শচীন প্রায় প্রতিটি বিশ্বকাপেই ছিলেন ধারাবাহিক। কেবল ১৯৯২ ও ২০০৭ বিশ্বকাপে সেঞ্চুরির দেখা পান নি তিনি। ১৯৯৬ বিশ্বকাপে ২টি, ১৯৯৯ বিশ্বকাপে ১টি, ২০০৩ বিশ্বকাপে ১টি, ২০১১ বিশ্বকাপে ২টি সেঞ্চুরির হাঁকিয়েছিলেন শচীন।

প্লেয়ার ইনিংস ১০০
রোহিত শর্মা ১৭
শচীন টেন্ডুলকার ৪৪
কুমার সাঙ্গাকারা ৩৫
রিকি পন্টিং ৪২

সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে রোহিত শর্মা ভাগ বসালেও, সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির রেকর্ডটি টেন্ডুলকারের একার দখলে। বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৫টি ফিফটি শচীনের। ১০টি ফিফটি নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

শচীন টেন্ডুলকার ১৯৯২ বিশ্বকাপে ৩টি, ১৯৯৬ বিশ্বকাপে ৩টি, ২০০৩ বিশ্বকাপে ৬টি, ২০০৭ বিশ্বকাপে ১টি, ২০১১ বিশ্বকাপে ২টি ফিফটি পেয়েছিলেন।

আমরা যদি ৫০+ ইনিংস সবচেয়ে বেশি কারা খেলেছে সেই হিসেব করি তাহলে টেন্ডুলকারের ধারের কাছেও কেউ নেই। ১৫টি ফিফটি ও ৬টি সেঞ্চুরি নিয়ে মোট ২১বার ৫০+ ইনিংস খেলেছেন শচীন। দ্বিতীয় অবস্থানে যৌথভাবে আছেন কুমার সাঙ্গাকারা ও সাকিব আল হাসান। তাদের ৫০+ ইনিংস ১২টি।

প্লেয়ার ইনিংস ১০০ ৫০ ৫০+
শচীন টেন্ডুলকার ৪৪ ১৫ ২১
কুমার সাঙ্গাকারা ৩৫ ১২
সাকিব আল হাসান ২৯ ১০ ১২
রিকি পন্টিং ৪২ ১১
এবি ডি ভিলিয়ার্স ২২ ১০
হার্শেল গিবস ২৩ ১০
জ্যাক ক্যালিস ৩২ ১০

বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রান

ওয়ানডে বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ড শচীন টেন্ডুলকারের দখলে। ২০০৩ বিশ্বকাপে ব্যাট হাতে অবিশ্বাস্য রকম ধারাবাহিক ছিলেন তিনি। ২০০৩ বিশ্বকাপে ১১ ম্যাচ খেলে শচীন করেছিলেন ৬৭৩ রান। এই বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলা টেন্ডুলকারের ৯৮ রানের ইনিংসটিকে অনেকেই ক্লাসিক ইনিংস বলে বিবেচনা করেন।

২০০৭ বিশ্বকাপে ম্যাথু হেইডেন টেন্ডুলকারের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। ১০ ম্যাচ খেলে হেইডেন করেছিলেন ৬৫৯ রান। ২০১৯ বিশ্বকাপে রোহিত শর্মা ও ডেভিড ওয়ার্নারও এই রেকর্ডটি ছোঁয়া থেকে নিঃশ্বাস দূরত্বে গিয়ে ফিরে এসেছিলেন।

প্লেয়ার আসর ইনিংস রান গড় ১০০ ৫০
শচীন টেন্ডুলকার ২০০৩ ১১ ৬৭৩ ৬১.১৮
ম্যাথু হেইডেন ২০০৭ ১০ ৬৫৯ ৭৩.২২
রোহিত শর্মা ২০১৯ ৬৪৮ ৮১.০০
ডেভিড ওয়ার্নার ২০১৯ ১০ ৬৪৭ ৭১.৮৮
সাকিব আল হাসান ২০১৯ ৬০৬ ৮৬.৫৭
২০০৩ বিশ্বকাপে টুর্নামেন্ট সেরার পুরস্কার হাতে শচীন টেন্ডুলকার
২০০৩ বিশ্বকাপে টুর্নামেন্ট সেরার পুরস্কার হাতে শচীন টেন্ডুলকার

বিশ্বকাপের এক একটি আসরে শচীন টেন্ডুলকারের রান

শচীন টেন্ডুলকার যে ছয়টি ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন, এর মধ্যে দুটি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ১৯৯৬ বিশ্বকাপে ৭ ম্যাচে ৫২৩ রান ও ২০০৩ বিশ্বকাপে ১১ ম্যাচে ৬৭৩ রান করে এই দুটি  টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন তিনি। এছাড়া নিজের শেষ বিশ্বকাপে ৪৮২ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। ২০১১ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছিলেন তিলাকারত্নে দিলশান।

আসর ম্যাচ রান গড় ১০০ ৫০
১৯৯২ ২৮৩ ৪৭.১৬
১৯৯৬ ৫২৩ ৮৭.১৬
১৯৯৯ ২৫৩ ৪২.১৬
২০০৩ ১১ ৬৭৩ ৬১.১৮
২০০৭ ৬৪ ৩২.০০
২০১১ ৪৮২ ৫৩.৫৫

শচীন টেন্ডুলকারের এত সব রেকর্ড কোন ব্যাটসম্যান ভাঙতে পারে বলে আপনি মনে করেন?

আরও পড়ুন- ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা দশ ব্যাটসম্যান