in

ভাবসম্প্রসারণঃ রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে

ভাবসম্প্রসারণঃ রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে
ভাবসম্প্রসারণঃ রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে

রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। কথাটি শুনতে সহজ মনে হলেও এর অন্তর্নিহিত তাৎপর্য অনেক গভীর। কেউই যদি ভালোভাবে কথাটির মানে বুঝে থাকে তাহলে সে জীবনে হতাশ হবে না, ভেঙ্গে পড়বে না।

রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে ভাবসম্প্রসারণ

মূলভাবঃ দিন ও রাতের ভারসাম্যের কারণেই এই পৃথিবী সুশৃঙ্খলভাবে চলছে। দিনের শেষে যেমন রাত নামে ঠিক তেমনি মানুষের জীবনে সুখের পরে দুঃখ আসে,দুঃখের পর সুখ। এই নিয়েই আমাদের জীবন।

সম্প্রসারিত ভাবঃ দিন ও রাত যেন একটি মুদ্রারই এপিঠ ওপিঠ। সুখ ও দুঃখ ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। মানুষের জীবনের সাথে সুখ-দুঃখ ওতপ্রোতভাবে জড়িত। মানুষের জীবনে যদি দুঃখ না থাকতো তাহলে সে সুখের মূল্যায়ন করতে পারতো না। দুঃখ আছে বলেই মানুষ সুখ খোঁজে। আবার কেবলমাত্র শুধু সুখ থাকলে জীবন তার বৈচিত্র্য হারাতো। দুঃখ মানুষকে সুখের স্বপ্ন দেখায়, বাঁচতে শেখায়। দুঃখ আছে বলেই মানুষ অন্যের প্রতি সহানুভূতিশীল হয়। এক ঘেয়ে সুখে থাকলে হয়তো মানুষের একে অপরের প্রতি সহানুভূতি জন্মাতোই না।

মানুষের জীবনে যখন দুঃখ আসে তখন অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়ে, ধৈর্য্য হারায়। কিন্তু প্রকৃতপক্ষে বিপদের সময় শান্ত থেকে সেই বিপদ মোকাবেলা করা উচিত। দুঃখ মানুষকে শক্তিশালী করে। মানুষের জীবনে দুঃখ দুর্দশা আসে বলেই, মানুষ সংগ্রামী হয়, পরিশ্রমী হয়। দুঃখের অমানিশা কেটে গেলেই মানুষের সুখের দেখা পায়। দুঃখ কষ্ট পেলে মানুষ অনেক সময় ভাবে হায় আমার বুঝি সব শেষ হয়ে গেল। অনেকেই হা হুতাশ করে, ভেঙে পড়ে। কিন্তু সত্যিটা হলো যতই দুঃখ, কষ্ট আসুক না কেন এর পরে সুখের সোনালি দিন ফিরে আসবেই। জীবন যতদিন আছে ততদিন মানুষকে সুখ দুঃখ নিয়েই বাঁচতে হবে। দুঃখ ভোগ না করলে মানুষ সুখের পিছনে ছুটতো না। মানুষ কখনোই চায় না জীবনে দুঃখ থাকুক, কষ্ট থাকুক। কিন্তু দুঃখ কষ্ট না থাকলে সে জীবনে কি আর সুখের আনন্দ থাকতো? দুঃখের যাতনা মানুষের মনকে প্রভাবিত করে। মানুষ অপরের দুঃখে, কষ্টে তার পাশে দাঁড়ায়। মানুষের বিপদে পাশে দাঁড়ালে, এতে পরস্পরের মধ্যে একটা বন্ধন তৈরি হয়। সমাজে সম্প্রীতির একটি পরিবেশ বজায় থাকে।

জীবনে দুঃখ কষ্ট আসলে সেই কঠিন সময়টা হতাশায় না কাটিয়ে ধৈর্য্যের সাথে পেরিয়ে আসতে হবে।  আমাদের মনে রাখতে হবে, দুঃখ যতই গভীর হোক না একটা সময়ে দুঃখের অবসান ঘটবেই, উঁকি দিবে সু্খের সোনালী দিন। অনেক মানুষ দুঃখ কষ্ট সহ্য করতে পারে না বলে তারা জীবনের অনেক ক্ষেত্রে সফলতার দেখা পায় না। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ইতিহাসে যারা স্মরণীয় ও বরণীয় হয়েছেন, তাঁরা জীবনে অনেক দুঃখ কষ্ট ভোগ করে তারপরেই সফল হয়েছেন। আমাদেরও জীবনে সফল হতে হলে দুঃখ কষ্ট ভোগ করতে হবে, কষ্ট সহিষ্ণু হতে হবে। তবেই তো সফলতা আসবে।

আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছোটবেলা থেকে অনেক দুঃখ কষ্ট ভোগ করে বড় হয়েছিলেন।দুঃখ কষ্ট ভোগ করেছিলেন বলেই তো তিনি হতে পেরেছিলেন বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি। এ সফলতা কিন্তু এমনি এমনি আসে নি। যিনি কষ্টের সময়, বিপদের সময় ধৈর্য্য নিয়ে সব বাধা বিপত্তি মোকাবেলা করতে পারেন, তিনিই তো সফল। জীবনে সুখ দুঃখের পালা বদল চলবে। সুখ দুঃখ না থাকলে জীবনে অনুভূতি বলে কিছুই থাকবে না। জীবনে দুঃখ কষ্ট আসবে,আমাদের সেই দুঃখ কষ্ট সহ্য করে সামনে এগুতে হবে। আমাদের এটা মনে রাখতে হবে রাতের অন্ধকার শেষে যেমন দিনের আলোয় চারিদিক আলোকিত হয়, ঠিক তেমনি দুঃখের কালো মেঘ কেটে গেলে সুখের দেখা মিলে। তাই বিপদের সময় হতাশ না হয়ে ধৈর্য্য ধরে সব বিপদ মোকাবেলা করতে হবে। বিপদে হতাশ হয়ে পড়লে সেই বিপদ মোকাবেলা করা মুশকিল হয়ে দাঁড়ায়। সুখের দেখা তো মিলবে, তবে দুঃখের অমানিশা যদি দূর হয়।

মন্তব্যঃ সুখ দুঃখ জীবনে ঘুরে ফিরে আসবেই। সুখের সময়টাকে যেমন আমরা অনেক আনন্দ নিয়ে কাটাই ঠিক তেমনি দুঃখের সময়টাও  আমাদের অসীম ধৈর্য্য নিয়ে পার করতে হবে। কারণ দুঃখ যতই তীব্র হোক না কেন, একটা সময় পর দুঃখের দিন শেষ হবে, সুখের সূর্য দেখা দিবে।

গুরুত্বপূর্ণ সকল ভাবসম্প্রসারণ-

১। ভাবসম্প্রসারণঃ পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি

২। ভাবসম্প্রসারণঃ একতাই বল

৩। ভাবসম্প্রসারণ: কীর্তিমানের মৃত্যু নেই / মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়

৪। ভাবসম্প্রসারণঃ ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ

৫। ভাবসম্প্রসারণঃ দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপস্বরূপ

৬। ভাবসম্প্রসারণঃ দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য

৭। পরের অনিষ্ট চিন্তা করে যেই জন

৮। ভাবসম্প্রসারণ: সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই

৯। ভাবসম্প্রসারণঃ সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত

১০। ভাবসম্প্রসারনঃ আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে..

১১। ভাবসম্প্রসারণঃ অর্থই অনর্থের মূল

১২। ভাবসম্প্রসারণঃ পুষ্প আপনার জন্য ফোটে না।

১৩। ভাবসম্প্রসারণঃ গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন

১৪। ভাবসম্প্রসারণঃ লোভে পাপ, পাপে মৃত্যু

১৫। ভাবসম্প্রসারণঃ ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল

১৬। ভাবসম্প্রসারণঃ এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।

১৭। ভাবসম্প্রসারণঃ যে সহে সে রহে

১৮। ভাবসম্প্রসারণঃ গতিই জীবন, স্থিতিতে মৃত্যু

১৯। ভাবসম্প্রসারণঃ একবার না পারিলে দেখ শতবার

২০। ভাবসম্প্রসারণঃ যেমন কর্ম তেমন ফল

২১। ভাবসম্প্রসারণঃ যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পার অমূল্য রতন

২২। ভাবসম্প্রসারণঃ ইচ্ছা থাকলে উপায় হয়

২৩। ভাবসম্প্রসারণঃ জ্ঞানহীন মানুষ পশুর সমান