যে সহে সে রহে ভাবসম্প্রসারণ
মূলভাবঃ ধৈর্যশীল ও সহনশীল হওয়ার মাধ্যমে জীবনে সফলতা অর্জন করা সম্ভব। যে সহে সে রহে। ধৈর্যশীল মানুষ নিজের আত্মশক্তিতে বলীয়ান হয়। ফলে তারা জীবনের যে কোনো সমস্যা অন্যের সাহায্য ছাড়া নিজের বুদ্ধি, বিবেচনা ও দৃঢ়তা দিয়ে সমাধান করতে পারে।
সম্প্রসারিত ভাবঃ বিশাল এই পৃথিবীতে সবাইকে কষ্ট করে জীবন ধারণ করতে হয়। জীবনের প্রতিটি ধাপে মানুষকে কঠোর পরিশ্রম করে, শত প্রতিকূলতার সাথে যুদ্ধ করে সামনে এগিয়ে যেতে হয়। জীবনে সফলতা অর্জনের জন্যই আমরা অক্লান্ত পরিশ্রম করি। কিন্তু চূড়ান্ত সফলতা অর্জনের জন্য পরিশ্রমই কেবল শেষ কথা নয়। পরিশ্রমের পাশাপাশি প্রয়োজন অসীম ধৈর্য ও সহনশীলতা। অপরিসীম ধৈর্যশীল এবং সহনশীল মানুষই কেবল জীবনে অগ্রগতির চূড়ান্ত লক্ষ্যে উন্নীত হতে পারে।
আমাদের চলার পথ কখনোই মসৃণ নয়। পথে পথে কাঁটা বিছানো আমাদের সফলতার দীর্ঘ পথ। তাই ধীরে সুস্থে বিচার বিবেচনা করে আমাদের সামনে এগোতে হয়। ধৈর্যশীলতা, সহনশীলতা, অধ্যবসায় এমন কিছু গুণ যা আমাদের চলার পথকে সহজ করে। ধৈর্য নিয়ে যত্ন সহকারে কোন কাজ করলে, কাজটি সর্বাঙ্গ সুন্দরভাবে সুসম্পন্ন করা সম্ভব হয়। যেসব মানুষ জীবনে ধৈর্যশীল এবং দৃঢ়তা সহকারে কাজ করার প্রচেষ্টা চালিয়ে যায় তাদের জীবনে সফলতা অর্জন নিশ্চিত। অপরপক্ষে যে সব মানুষ কাজ করার শুরুতেই হার মেনে নেয় এবং অধৈর্য, অসহনশীল হয়ে মাঝ পথে হাল ছেড়ে দেয়, তারা জীবনে কখনোই সফলতার মুখ দেখতে পারে না। অধৈর্য ও অস্থিরতাসম্পন্ন মানুষ নিজের জীবনের লক্ষ্যে কখনোই স্থির থাকতে পারেন না। তাদের অস্থিরতা তাদের জীবনে বয়ে নিয়ে আসে অসম্পূর্ণতা, অসফলতা। তাদের চাঞ্চল্য এবং অস্থির স্বভাবের জন্যই তারা যে কোন কাজে অংশগ্রহণ করলে, কাজটি অসম্পূর্ণ বা অর্ধ সম্পন্ন হওয়ার মাঝেই ফল লাভের আশায় অস্থির হয়ে ওঠেন। অথবা সামান্যতেই বিরক্ত হয়ে সিদ্ধান্ত পরিবর্তনের চেষ্টায় রত থাকে। জীবনে বড় বড় সিদ্ধান্ত নিতে তারা লক্ষ্যচ্যুত হয়। যার ফলস্বরূপ জীবনে মেনে নিতে হয় পরাজয়, হতাশা।
মনীষীদের জীবন পর্যালোচনা করলে আমরা সহজেই বুঝতে পারি, তারা ছিলেন অসীম ধৈর্যশীল। সহিষ্ণুতায় পরিপূর্ণ ছিল তাদের সমগ্র জীবন। তারা তাদের সুদীর্ঘ জীবনের প্রতিটি ক্ষেত্রে দিয়ে গেছেন ধৈর্যশীলতা, সহিষ্ণুতা এবং অধ্যবসায় এর পরিচয়। তারা তাদের জীবনের অনেক ক্ষেত্রেই ব্যর্থতার মুখোমুখি হয়েছেন। কিন্তু এতে তারা দমে যান নি। বরং আগের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্দীপনায় ও নতুন উদ্যোমে নতুন কিছু করার প্রচেষ্টা অনবরত চালিয়ে গেছেন। তারা ব্যর্থতার গ্লানি বয়ে বেড়ান নি, বরং আগের থেকে দ্বিগুণ শক্ত মনোবল নিয়ে কাজ করে সফলতা অর্জন করেছেন। ধৈর্যশীলতা ও সহিষ্ণুতার এক অভূতপূর্ব উদাহরণ হল রাজা রবার্ট ব্রুস। তিনি পরপর সাতবার শত্রু পক্ষের বিপক্ষে যুদ্ধ করেন এবং শেষ পর্যন্ত হেরে যান। কিন্তু এতে তিনি ধৈর্য না হারিয়ে অষ্টমবারের মতো যুদ্ধ করে বিজয় অর্জন করেন। যার ফলস্বরূপ পুনরায় স্কটল্যান্ড জয় করেছিলেন তিনি। এছাড়াও আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আজীবন অভাব-অনটনের সাথে কঠিন লড়াই করে গেছেন। তিনি দারিদ্রতাকে তার প্রতিভা বিকাশের পথে প্রতিবন্ধকতা হতে দেন নি বরং তিনি নিজে উন্মুক্ত চিন্তাধারায় নিজের প্রতিভাকে বিকশিত করেছেন সুস্থির এবং ধৈর্যশীল হয়ে। যার ফলস্বরূপ আমরা পেয়েছি তার হাজার-হাজার অনবদ্য কবিতা-গান। সহনশীলতার সর্বোৎকৃষ্ট উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যখন আমাদের মহানবীকে (সাঃ) শত্রুরা ক্রমাগত পাথরের আঘাতে রক্তাক্ত করেছিল, তখন তিনি তাদের অভিশাপ না দিয়ে ক্ষমা করে দিয়েছিলেন। তাদের হেদায়েত দানের জন্য আল্লাহতালার কাছে সুপারিশ পর্যন্ত করেছিলেন।
মানব জীবনে যে যত বেশি সফলতা লাভ করতে চায়, তাকে ততবেশি ধৈর্যশীল এবং সুস্থির হতে হবে। সহিষ্ণুতা ছাড়া মানব জীবনে কেউ কখনো সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারে না। যার চরিত্র যত বেশি সহনশীল তিনি তার জীবনে ততবেশি অনন্য কীর্তি স্থাপন করতে সক্ষম। যে সহে সে রহে।
মন্তব্যঃ মানব জীবনকে সার্থক করতে ধৈর্যশীলতা ও সহনশীলতা অর্জন করতে হবে। তবেই মানুষ তার চলার পথে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করার সক্ষমতা নিজের মধ্যে ধারণ করতে পারবে এবং আত্মশক্তিতে বলীয়ান হয়ে উঠতে পারবে।
গুরুত্বপূর্ণ সকল ভাবসম্প্রসারণ-
১। ভাবসম্প্রসারণঃ পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি
৩। ভাবসম্প্রসারণ: কীর্তিমানের মৃত্যু নেই / মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়
৪। ভাবসম্প্রসারণঃ ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ
৫। ভাবসম্প্রসারণঃ দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপস্বরূপ
৬। ভাবসম্প্রসারণঃ দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য
৭। পরের অনিষ্ট চিন্তা করে যেই জন
৮। ভাবসম্প্রসারণ: সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই
৯। ভাবসম্প্রসারণঃ সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত
১০। ভাবসম্প্রসারনঃ আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে..
১১। ভাবসম্প্রসারণঃ অর্থই অনর্থের মূল
১২। ভাবসম্প্রসারণঃ পুষ্প আপনার জন্য ফোটে না।
১৩। ভাবসম্প্রসারণঃ গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন
১৪। ভাবসম্প্রসারণঃ লোভে পাপ, পাপে মৃত্যু
১৫। ভাবসম্প্রসারণঃ ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল