in

ভাবসম্প্রসারণঃ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ভাবসম্প্রসারণ
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ভাবসম্প্রসারণ

মানব জাতির ইতিহাস রক্তের ইতিহাস। কিন্তু আমাদের সবার মনে রাখা উচিৎ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। মানুষের মানুষের হানাহানি, বিভেদ সৃষ্টির শুধু থেকেই চলছে। কিন্তু খারাপের পাশাপাশি ভালো মানুষের সংখ্যাও কম নয়। কোন রকম বিভেদ নয় মানুষে মানুষে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই পারে মানব সভ্যতাকে আরও এগিয়ে নিয়ে যেতে। পৃথিবী থেকে ক্ষুধা, দারিদ্রতা দূর করতে।

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ভাবসম্প্রসারণ

মূলভাবঃ মানুষ সৃষ্টির সেরা জীব।এ জগতে যত প্রাণী আছে সবার মধ্যে মানুষ শ্রেষ্ঠ। মহান আল্লাহ মানুষকে যে জ্ঞান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন তা অন্য কোন প্রাণীর মধ্যে নেই।

সম্প্রসারিত ভাবঃ মানুষ পৃথিবীর সূচনালগ্ন থেকেই তার জ্ঞান, প্রতিভার মাধ্যমে পৃথিবী শাসন করছে। মহান আল্লাহ এ পৃথিবীতে কত রকমের প্রাণী  সৃষ্টি করেছেন কিন্তু মানুষকে দিয়েছেন বিদ্যা, বুদ্ধি, ন্যায়, অন্যায়বোধ যাতে করে মানুষ পৃথিবীতে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে। মানুষ তার জ্ঞান গরিমায় পৃথিবীর জলে স্থলে, অন্তরীক্ষে বিচরণ করে চলেছে দুর্বার গতিতে। মানুষ তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পৃথিবীর নানান সমস্যার সমাধান করছে প্রতিনিয়ত। আবিষ্কার করছে নানা রকমের যন্ত্র। ছুটে চলেছে পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্তে। মানুষ আদিকাল থেকেই নিজেদের বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে এ পৃথিবীটাকে নিজেদের বাসযোগ্য করে গড়ে তুলেছে।

মানুষের ভিতর আল্লাহ সব ধরনের অনুভূতি দিয়েছেন। তাই মানুষ একে অপরের বিপদে আপদে পাশে দাঁড়ায়, সাহায্য সহযোগিতা করে। জীবের প্রতি দয়া দেখায়। মানুষ আদিকাল থেকেই একতাবদ্ধ হয়ে বসবাস করে, যাতে যে কোন ধরনের বিপদ আপদ সবাই মিলে একসাথে মোকাবেলা করতে পারে। আমাদের বর্তমান সমাজও তাই। আমরা একটা সমাজে মিলে মিশে বসবাস করি যাতে একে অপরের বিপদ আপদে পাশে দাঁড়াতে পারি। একে অন্যের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে পারি।

মানুষ সভ্য জাতি হিসেবে নিজেদের গড়ে তুললেও, উন্নত দেশগুলো অনুন্নত দেশগুলোকে নানান উপায়ে শোষণ করছে। নিজেদের শক্তি কাজে লাগিয়ে দুর্বল দেশগুলোকে গ্রাস করে নিচ্ছে। এতে বহু মানুষ মারা যাচ্ছে, ঘরবাড়ি হারাচ্ছে, অনাহারে, অর্ধাহারে দিন কাটাচ্ছে। অনেক মানুষ নিজের দেশের নেতাদের দ্বারা নিজেরাই অত্যাচারিত হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে। বিশ্বের নানা দেশের অসহায় মানুষের আর্তনাদ আকাশ বাতাস ভারি করে তুলছে। গোটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য, একজন মানুষের অধিকার আদায়ের জন্য সবার উচিত ভেদাভেদ, বৈষম্য ভুলে গিয়ে একে অপরের প্রতি সহমর্মিতা দেখানো।

উন্নত দেশগুলোর মধ্যে অনেক দেশে বর্ণবাদ প্রকট আকার ধারণ করেছে, যেটা মোটেও কাম্য নয়। আমাদের বাইরের রূপটা যেমনই হোক না কেন, আমরা সবাই মানুষ। আমাদের সবার রক্ত লাল, আমাদের সবার ভেতরের অনুভূতি এক। তাই আমাদের সবার উচিত এসব বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।

যদিও বর্তমানে নানা রকমভাবে মানুষ দলে দলে ভাগ হয়ে যাচ্ছে। যাদের সার্মথ্য আছে তারা ধনী, যাদের সার্মথ্য নেই তারা গরিব। যারা সারাদিন পরিশ্রম করে, অন্যের জন্য খেটে মরে তারা শ্রমিক, দিনমজুর। ধনীরা প্রতিনিয়ত গরিবের হক নষ্ট করছে, তাদের অধিকার থেকে বঞ্চিত করছে। দিনে দিনে মানুষ শিক্ষিত হলেও তারা শিক্ষার অপব্যবহার করছে। মানুষের মনুষ্যত্ববোধ নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ একে অপরের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে। কিছু মানুষ লোভের বশবর্তী হয়ে নানা ধরনের খারাপ কাজ করে বেড়ায়। অন্য মানুষের ক্ষতি করে, মারামারি করে, রক্তপাত ঘটায়। মানুষের পক্ষে সবই সম্ভব। মানুষ চাইলে মারামারি, হানাহানি না করে, অন্যের ক্ষতি না করে, অন্যের অধিকার হরণ না করে নিজেরা নিজের মতো শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। কিন্তু ভালো খারাপ নিয়েই মানুষ। আমাদের সবার ভালোটা গ্রহণ করে খারাপটা ত্যাগ করা উচিত।মানুষ যদি অন্যের উপকার করে তবেই তো মানবতার প্রকাশ পায়।

মানুষে মানুষে যতই জাতিগত, ধর্ম, শ্রেণী, বর্ণের বিভেদ থাকুক না কেন, সবচেয়ে বড় সত্য হলো আমরা সবাই মানুষ। আমাদের সবার অনুভূতি এক, রক্ত একই রকমের। আমরা সবাই এক আকাশের নিচে বাস করি।আমাদের সবার উচিত মানুষ হিসেবে একে অপরকে সম্মান করা। মানুষ হিসেবে আমাদের একে অপরের উপর অনেক দায়িত্ব, কর্তব্য রয়েছে। আমাদের সবার উচিত একে অপরকে সাহায্য সহযোগিতা করা, বিপদে আপদে পাশে থাকা। একজন মানুষ হিসেবে এটাই আমাদের গুরুদায়িত্ব।

মন্তব্যঃ আমাদের পৃথিবীটা সুন্দর রাখার দায়িত্ব আমাদের। আমরা সবাই একসাথে মিলে মিশে এ পৃথিবীটাকে সুন্দর করে গড়তে পারি। যতই আমাদের ভাষা আলাদা হোক, ধর্ম আলাদা হোক বা আমাদের দেশ আলাদা হোক। আমাদের সবার একটাই পরিচয় আমরা মানুষ। আমাদের সবার উচিত একে অপরকে সম্মান করা, ভ্রাতৃত্বের বন্ধনে নিজেদের গড়ে তোলা।

গুরুত্বপূর্ণ সকল ভাবসম্প্রসারণ-

১। ভাবসম্প্রসারণঃ পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি

২। ভাবসম্প্রসারণঃ একতাই বল

৩। ভাবসম্প্রসারণ: কীর্তিমানের মৃত্যু নেই / মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়

৪। ভাবসম্প্রসারণঃ ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ

৫। ভাবসম্প্রসারণঃ দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপস্বরূপ

৬। ভাবসম্প্রসারণঃ দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য

৭। পরের অনিষ্ট চিন্তা করে যেই জন

৮। ভাবসম্প্রসারণ: সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই

৯। ভাবসম্প্রসারণঃ সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত

১০। ভাবসম্প্রসারনঃ আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে..

১১। ভাবসম্প্রসারণঃ অর্থই অনর্থের মূল

১২। ভাবসম্প্রসারণঃ পুষ্প আপনার জন্য ফোটে না।

১৩। ভাবসম্প্রসারণঃ গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন

১৪। ভাবসম্প্রসারণঃ লোভে পাপ, পাপে মৃত্যু

১৫। ভাবসম্প্রসারণঃ ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল

১৬। ভাবসম্প্রসারণঃ এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।

১৭। ভাবসম্প্রসারণঃ যে সহে সে রহে

১৮। ভাবসম্প্রসারণঃ গতিই জীবন, স্থিতিতে মৃত্যু

১৯। ভাবসম্প্রসারণঃ একবার না পারিলে দেখ শতবার

২০। ভাবসম্প্রসারণঃ যেমন কর্ম তেমন ফল

২১। ভাবসম্প্রসারণঃ যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পার অমূল্য রতন

২২। ভাবসম্প্রসারণঃ ইচ্ছা থাকলে উপায় হয়

২৩। ভাবসম্প্রসারণঃ জ্ঞানহীন মানুষ পশুর সমান

২৪। ভাবসম্প্রসারণঃ রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে

২৫। ভাবসম্প্রসারণঃ ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।