৩৬ বছর পর ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপ ঘরে তুলেছে আর্জেন্টিনা। “ভামোস আর্জেন্টিনা”- বিশ্বকাপ চলাকালীন সময়ে নিশ্চয়ই আপনার চারপাশ থেকে বারবার এই শব্দযুগল আপনার কানে ভেসে এসেছে। শুধুমাত্র আর্জেন্টিনা নয়, বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের আলবিসেলেস্তে সাপোর্টাদের মুখে বারবার উচ্চারিত হয়েছে “ভামোস আর্জেন্টিনা”।
আপনার অনুসন্ধানী মন নিশ্চয়ই ভামোস আর্জেন্টিনা শব্দের অর্থ কী ও ভামোস আর্জেন্টিনা কেন বলা হয় এই দুটি প্রশ্নের উত্তর খুঁজে বেড়িয়েছে। চলুন এক সাথে জেনে নেই এসব প্রশ্নের উত্তর।
ভামোস শব্দের অর্থ কী?
ভামোস একটি স্প্যানিশ শব্দ। ভামোস শব্দের অর্থ “Let’s go” বা “চলো এগিয়ে যাই”। সাধারণত কাউকে অনুপ্রেরণা দিতে কিংবা উজ্জীবিত করতে ভামোস শব্দটি ব্যবহার করা হয়।
আর্জেন্টিনার জাতীয় ভাষা স্প্যানিশ। আর্জেন্টিনায় স্থানভেদে বিভিন্ন উচ্চারণে স্প্যানিশ ভাষা বলা হয়ে থাকে। যদিও অন্যান্য অনেক ভাষা, বিশেষ করে ইতালিয়ান ভাষা থেকে অনেক শব্দ স্প্যানিশ ভাষায় যুক্ত হয়েছে। আর্জেন্টিনায় ইংরেজি ভাষা খুব একটি জনপ্রিয় নয়। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসের পর্যটন এলাকায় ইংরেজি কিছুটা ব্যবহার করা হয়। কিন্তু আর্জেন্টিনার অন্যান্য শহরে ইংরেজি বলার প্রচলন নেই বললেই চলে।
ভামোস আর্জেন্টিনা কেন বলা হয়?
“ভামোস আর্জেন্টিনা” এই শব্দ যুগলের উৎপত্তি মূলত একটি গান থেকে। ১৯৭৪ সালে রাজনৈতিক স্লোগান হিসেবে এই গান প্রথম গাওয়া হয়। কিন্তু ফুটবল পাগল আর্জেন্টাইনরা নিজেদের পছন্দের ফুটবল ক্লাব বা দলকে উজ্জীবিত করতে এই গানটি গাওয়া শুরু করে। ১৯৭৮ ফুটবল বিশ্বকাপ আর্জেন্টিনায় অনুষ্ঠিত হয়। সেই সময় “ভামোস আর্জেন্টিনা” গানটি ব্যাপক জনপ্রিয় হয়। সেই থেকে এখন পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল দলকে উজ্জীবিত করতে “ভামোস আর্জেন্টিনা” বলে মাঠে ঝড় তোলে আলবিসেলেস্তে সমর্থকরা।
এই গানটির প্রথম চার লাইন-
“Vamos, vamos Argentina,
vamos, vamos a ganar,
que esta barra quilombera,
no te deja, no te deja de alentar”
“Lets go, Let’s go Argentina,
We’re going, We’re going to win,
for these raucous supporters,
won’t stop, won’t stop cheering you.”
“এগিয়ে চলো, এগিয়ে চলো আর্জেন্টিনা,
যাচ্ছি, আমরা যাচ্ছি জয় করতে,
এই কট্টর সমর্থকদের জন্য,
থামবে না, তোমাকে উজ্জীবিত করা বন্ধ করবে না।”
চাইলে পুরো গানটি শুনে নিতে পারেন ইউটিউব থেকে।
আলবিসেলেস্তে মানে কি?
যারা নিয়মিত পত্রিকা পড়েন কিংবা টেলিভিশনে নিউজ দেখেন তারা হয়ত খেয়াল করছেন মাঝে মধ্যেই আর্জেন্টিনা ফুটবল দলের সমার্থক শব্দ হিসেবে আলবিসেলেস্তে (Albiceleste) শব্দটি ব্যবহার করা হয়। আলবিসেলেস্তে শব্দের অর্থ সাদা এবং আকাশী নীল রঙের। আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি এবং আর্জেন্টিনার পতাকার স্ট্রাইপের রং আকাশী নীল এবং সাদা। তাই তারা লা আলবিসেলেস্তে নামে পরিচিত।
আরও পড়ুন- ফুটবল বিশ্বকাপ কোন দেশ কতবার নিয়েছে
আরও পড়ুন- কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট (১৯১৬-২০২১)
আরও পড়ুন- ইউরো কাপ কে কতবার জিতেছে
আরও পড়ুন- উয়েফা চ্যাম্পিয়নস লীগ কে কতবার জিতেছে?