১৮ ফেব্রুয়ারি শেষ হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) অষ্টম আসর। ফরচুন বরিশালকে হারিয়ে বিপিএল ২০২২ চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। এটি কুমিল্লার তৃতীয় বিপিএল শিরোপা। এখন পর্যন্ত বিপিএলে কে কতবার চ্যাম্পিয়ন হয়েছে তা আজকে আপনাদের জানাবো।
প্রতি বছর বিপিএলের মান নামতে নামতে এখন লজ্জায় মুখ লুকানোর মতো অবস্থা বাংলাদেশী ক্রিকেট ভক্তদের। দলের মালিকানার ঠিক নেই, দলের নামের ঠিক নেই, ব্রডকাস্টিং কোয়ালিটি নিম্নমানের, ধারাভাষ্য নিম্নমানের- এত কিছুর পরেও বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের ক্রিকেট উন্মাদনার কারণে বিসিব কর্তারা বছরের পর বছর পার পেয়ে যাচ্ছেন।
সে যাইহোক, বিপিএলে কে কতবার চ্যাম্পিয়ন হয়েছে সে প্রসঙ্গে ফিরি। বিপিএলের প্রথম আসর অনুষ্ঠিত হয় ২০১২ সালে। এখন পর্যন্ত বিপিএলের ৮টি আসর অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ঢাকা চ্যাম্পিয়ন হয়েছে ৩বার, কুমিল্লা ৩বার, রংপুর ১বার ও রাজশাহী ১বার।
দলের মালিকানা ঠিক না থাকায় বারবার নাম পরিবর্তন হয়েছে দলগুলোর। এক ঢাকার নামই পরিবর্তন হয়েছে তিনবার- ঢাকা গ্ল্যাডিয়েটরস, ঢাকা ডায়ানামাইটস, মিনিস্টার গ্রুপ অফ ঢাকা! সেই সাথে কোন দলের সুনির্দিষ্ট আইকন প্লেয়ার না থাকাটাও বিপিএলের নিম্নমুখী মানের অন্যতম একটি কারণ। একমাত্র কুমিল্লা ভিক্টোরিয়ানস দলই বিপিএলে অংশগ্রহণের শুরু থেকেই পেশাদারিত্বের সাথে দল পরিচালনা করে আসছে।
এক নজরে দেখে নিন বিপিএল চ্যাম্পিয়ন লিস্ট।
বিপিএলে কে কতবার চ্যাম্পিয়ন
আসর | চ্যাম্পিয়ন | রানারস-আপ |
---|---|---|
২০২২ | কুমিল্লা ভিক্টোরিয়ানস | ফরচুন বরিশাল |
২০২০ | রাজশাহী রয়্যালস | খুলনা টাইগার্স |
২০১৯ | কুমিল্লা ভিক্টোরিয়ানস | ঢাকা ডায়ানামাইটস |
২০১৭ | রংপুর রাইডার্স | ঢাকা ডায়ানামাইটস |
২০১৬ | ঢাকা ডায়ানামাইটস | রাজশাহী কিংস |
২০১৫ | কুমিল্লা ভিক্টোরিয়ানস | বরিশাল বুলস |
২০১৩ | ঢাকা গ্ল্যাডিয়েটরস | চিটাগাং কিংস |
২০১২ | ঢাকা গ্ল্যাডিয়েটরস | বরিশাল বার্নারস |
আরও পড়ুন- বিপিএল ২০২২ কে কোন দলে?