in ,

সুফিয়া কামালের কবিতা – বাসন্তী

সুফিয়া কামালের কবিতা

সুফিয়া কামালের কবিতা - বাসন্তী
সুফিয়া কামালের কবিতা - বাসন্তী

সুফিয়া কামাল বাংলাদেশের প্রধান নারী কবিদের একজন। সুফিয়া কামালের ছোটদের কবিতা, সুফিয়া কামালের মুক্তিযুদ্ধের কবিতা আজও সমান জনপ্রিয়। বাসন্তী সুফিয়া কামালের অসাধারণ একটি কবিতা।

বাসন্তী – সুফিয়া কামাল

আমার এ বনের পথে
কাননে ফুল ফোটাতে
ভুলে কেউ করত না গো
কোনদিন আসা-যাওয়া।
সেদিন ফাগুন-প্রাতে
অরুণের উদয়-সাথে
সহসা দিল দেখা
উদাসী দখিন হাওয়া।…
বুকে মোর চরণ ফেলে
বধুঁ মোর আজকে এলে
আজি যে ভরা সুখে
কেবলই পরাণ কাঁদে।

আরও পড়ুন – সুফিয়া কামালের অন্যান্য কবিতা।