in ,

বারিমন্ডল কাকে বলে? বারিমন্ডল বলতে কী বোঝায়?

বারিমন্ডল কাকে বলে? বারিমন্ডল বলতে কী বোঝায়?
বারিমন্ডল কাকে বলে? বারিমন্ডল বলতে কী বোঝায়?

নিম্নে বারিমন্ডলের সংজ্ঞা তুলে ধরা হল-

বারিমন্ডল

Hydrosphere এর বাংলা প্রতিশব্দ বারিমন্ডল। Hydro শব্দের অর্থ পানি এবং Sphere শব্দের অর্থ মন্ডল। আমরা জানি পৃথিবীর সর্বত্র রয়েছে পানি। এ বিশাল জলরাশি পৃথিবীর বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন অবস্থায় থাকে। যেমন- কঠিন (বরফ), গ্যাসীয় (জলীয় বাষ্প) এবং তরল। বায়ুমণ্ডলের পানি রয়েছে জলীয়বাষ্প হিসেবে, ভূপৃষ্ঠে রয়েছে তরল ও কঠিন অবস্থায় এবং ভূপৃষ্ঠের তলদেশে রয়েছে ভূগর্ভস্থ তরল পানি। সুতরাং বারিমন্ডল বলতে বুঝায় পৃথিবীর সকল জলরাশির অবস্থানভিত্তিক বিস্তরণ।

পৃথিবীর সকল জলরাশির শতকরা ৯৭ ভাগ পানি রয়েছে সমুদ্রে (মহাসাগর, সাগর ও উপসাগর)। মাত্র ৩ ভাগ পানি রয়েছে নদী, হিমবাহ, ভূগর্ভস্থ, হ্রদ, মৃত্তিকা, বায়ুমণ্ডল ও জীবমন্ডলে। পৃথিবীর সমস্ত পানিকে দুই ভাগে ভাগ করা যায় যেমন- লবণাক্ত ও মিঠা পানি। পৃথিবীর সকল মহাসাগর, সাগর ও উপসাগরের জলরাশি লবণাক্ত এবং নদী, হ্রদ ও ভূগর্ভস্থ পানি মিঠা পানির উৎস।

আরও পড়ুন- বায়ুমন্ডলের স্তর কয়টি ও কি কি? বায়ুমন্ডলের স্তরবিন্যাস ও বৈশিষ্ট