জীবনানন্দ দাশ প্রকৃতি নিয়ে অসংখ্য কবিতা লিখেছেন। জীবনানন্দ দাশের প্রকৃতি নিয়ে কবিতার মধ্যে “বাতাসে ধানের শব্দ” উল্লেখযোগ্য। বাতাসে ধানের শব্দ কবিতাটি জীবনানন্দ দাশের “রূপসী বাংলা” কাব্যগ্রন্থের অন্তর্গত।
বাতাসে ধানের শব্দ – জীবনানন্দ দাশ
বাতাসে ধানের শব্দ শুনিয়াছি- ঝরিতেছে ধীরে ধীরে অপরাহ্ণ ভ’রে;
সোনালি রোদের রঙ দেখিয়াছি- দেহের প্রথম কোন প্রেমের মতন
রূপ তার- এলোচুল ছড়ায়ে রেখেছে ঢেকে গূঢ় রূপ- আনারস বন;
ঘাস আমি দেখিয়াছি; দেখেছি সজনেফুল চুপে চুপে পড়িতেছে ঝ’রে
মৃদু ঘাসে; শান্তি পায়; দেখেছি হলুদ পাখি বহুক্ষণ থাকে চুপ ক’রে,
নির্জন আমের ডালে দুলে যায়- দুলে যায়- বাতাসের সাথে বহুক্ষণ;
শুধু কথা, গান নয়- নীরবতা রচিতেছে আমাদের সবার জীবন
বুঝিয়াছি : শুপুরির সারিগুলো দিনরাত হাওয়ায় যে উঠিতেছে ন’ড়ে,
দিনরাত কথা কয়, ক্ষীরের মতন ফুল বুকে ধরে, তাদের উৎসব
ফুরায় না; মাছরাঙাটির সাথী ম’রে গেছে- দুপুরের নিঃসঙ্গ বাতাসে
তবু ওই পাখিটির নীল লাল কমলা রঙের ডানা স্ফুট হয়ে ভাসে
আম নিম জামরুলে; প্রসন্ন প্রাণের স্রোত- অশ্রু নাই- প্রশ্ন নাই কিছু,
ঝিলমিল ডানা নিয়ে উড়ে যায় আকাশের থেকে দূর আকাশের পিছু;
চেয়ে দেখি ঘুম নাই- অশ্রু নাই- প্রশ্ন নাই বটফলগন্ধ-মাখা ঘাসে।
আরও পড়ুন- সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা।
আরও পড়ুন- হেলাল হাফিজের প্রেমের কবিতা।
আরও পড়ুন- হুমায়ূন আহমেদের কবিতা।
আরও পড়ুন- হুমায়ূন আজাদের কবিতা।
আরও পড়ুন- কাজী নজরুল ইসলামের কবিতা।
আরও পড়ুন- জীবনানন্দ দাশের কবিতা