in ,

ফুটবল বিশ্বকাপ কোন দেশ কতবার নিয়েছে

ফুটবল বিশ্বকাপ জয়ী দলের তালিকা

ফুটবল বিশ্বকাপ কোন দেশ কতবার নিয়েছে
ফুটবল বিশ্বকাপ কোন দেশ কতবার নিয়েছে

“দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ”- ফুটবল বিশ্বকাপকে পরিচয় করিয়ে দিতে মাত্র এই একটি লাইনই যথেষ্ট। জনপ্রিয়তা, উত্তেজনা, আনন্দ সব মিলিয়ে এই টুর্নামেন্টের ধারের কাছেও নেই অন্য কোন আন্তর্জাতিক প্রতিযোগিতা। বলা হয়ে থাকে এই টুর্নামেন্ট চলাকালীন সময়ে সারা বিশ্বে অপরাধ কমে যায়। প্রতিটা দেশের অলিতে গলিতে ব্যাপক আয়োজন করে চলে বিশ্বকাপ দেখার ধুম।

ফুটবল বিশ্বকাপ শুরু হয় ১৯৩০ সালে। আর্জেন্টিনাকে হারিয়ে প্রথম ফুটবল বিশ্বকাপ জয়ী হয় উরুগুয়ে। এখন পর্যন্ত এই বিশ্বসেরা টুর্নামেন্টের ২২টি আসর অনুষ্ঠিত হয়েছে। ফুটবল বিশ্বকাপে সর্বশেষ বিজয়ী দল আর্জেন্টিনা। শ্বাসরুদ্ধকর এক ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ২০২২ ফুটবল বিশ্বকাপ জিতে নেয় আর্জেন্টিনা। ২০১৮ সালে ফ্রান্স বিশ্বকাপ জিতেছিল ক্রোয়েশিয়াকে হারিয়ে।

২০২৬ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তিন দেশ মিলিয়ে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা। বন্ধুদের সাথে আড্ডায় ঝড় তুলতে ২০২৬ বিশ্বকাপ শুরু হওয়ার আগে ফুটবল বিশ্বকাপ কোন দেশ কতবার নিয়েছে, বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতা কে, আর্জেন্টিনা-ব্রাজিল কোন দেশ কতবার ফুটবল বিশ্বকাপ ফাইনাল খেলেছে এমন খুটিনাটি অনেক তথ্য জেনে রাখুন।

ফুটবল বিশ্বকাপ জয়ী দলের তালিকা

সাল চ্যাম্পিয়ন রানার-আপ
২০২২ আর্জেন্টিনা ফ্রান্স
২০১৮ ফ্রান্স ক্রোয়েশিয়া
২০১৪ জার্মানি আর্জেন্টিনা
২০১০ স্পেন নেদারল্যান্ডস
২০০৬ ইতালি ফ্রান্স
২০০২ ব্রাজিল জার্মানি
১৯৯৮ ফ্রান্স ব্রাজিল
১৯৯৪ ব্রাজিল ইতালি
১৯৯০ ওয়েস্ট জার্মানি আর্জেন্টিনা
১৯৮৬ আর্জেন্টিনা ওয়েস্ট জার্মানি
১৯৮২ ইতালি ওয়েস্ট জার্মানি
১৯৭৮ আর্জেন্টিনা নেদারল্যান্ডস
১৯৭৪ ওয়েস্ট জার্মানি নেদারল্যান্ডস
১৯৭০ ব্রাজিল ইতালি
১৯৬৬ ইংল্যান্ড ওয়েস্ট জার্মানি
১৯৬২ ব্রাজিল চেকোস্লোভাকিয়া
১৯৫৮ ব্রাজিল সুইডেন
১৯৫৪ ওয়েস্ট জার্মানি হাঙ্গেরি
১৯৫০ উরুগুয়ে ব্রাজিল
১৯৩৮ ইতালি হাঙ্গেরি
১৯৩৪ ইতালি চেকোস্লোভাকিয়া
১৯৩০ উরুগুয়ে আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন লিস্টে আপনার পছন্দের দল কয়বার নাম লিখিয়েছে? ফুটবল বিশ্বকাপ জয়ী দলের তালিকা থেকে চলুন কে কতবার বিশ্বকাপ জিতেছে তার ব্যবচ্ছেদ করি।

কে কতবার ফুটবল বিশ্বকাপ নিয়েছে

ব্রাজিলকে ভালোবেসে অনেকে বলেন ফুটবল বিশ্বকাপের রং নাকি হলুদ। দলটির নাম ব্রাজিল বলেই এমন কথা শুনতে মোটেই বেমানান লাগে না। এখন পর্যন্ত ফুটবল বিশ্বকাপের সফলতম দল ব্রাজিল। ব্রাজিল সবচেয়ে বেশি ৫বার ফুটবল বিশ্বকাপ জিতেছে। ব্রাজিল বিশ্বকাপ ফাইনাল খেলেছে মোট ৭বার। এরমধ্যে ৫বারই কাপ নিয়ে ঘরে ফিরেছে তারা (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২)। ব্রাজিল রানার-আপ হয়েছে দুই বার (১৯৫০, ১৯৭০)।

ব্রাজিলের পরে বিশ্বকাপের সফলতম দল জার্মানি। জার্মানি ৪বার ফুটবল বিশ্বকাপ জিতেছে। মজার ব্যাপার হল, জার্মানি ব্রাজিলের চেয়ে বেশি ফাইনাল খেলেছে। জার্মানি মোট ৮বার বিশ্বকাপ ফাইনাল খেলেছে। এরচেয়ে বেশি ফাইনাল খেলার রেকর্ড অন্য কোন দেশের নেই। জার্মানি চ্যাম্পিয়ন হয়েছে ২০১৪, ১৯৯০, ১৯৭৪, ১৯৫৪ বিশ্বকাপে। আর রানার-আপ হয়েছে ২০০২, ১৯৮৬, ১৯৮২, ১৯৬৬ বিশ্বকাপে। যদিও সর্বশেষ দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছিল জার্মানি।

বিশ্বকাপে তৃতীয় সফলতম দল ইতালি। জার্মানির মতো ইতালি ৪বার ফুটবল বিশ্বকাপ জিতেছে। ইতালি মোট ৬বার ফুটবল বিশ্বকাপ ফাইনাল খেলেছে। এরমধ্যে ২০০৬, ১৯৮২, ১৯৩৮, ১৯৩৪ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ইতালি। রানার-আপ হয়েছে ১৯৯৪, ১৯৭০ বিশ্বকাপে। ইতালি যে দুইবার ফাইনাল হেরেছে, সেই দুইবারই জয়ী দলের নাম ব্রাজিল।

ম্যারাডোনা-মেসির আর্জেন্টিনা মোট ৬বার ফুটবল বিশ্বকাপ ফাইনাল খেলেছে। এরমধ্যে আর্জেন্টিনা বিশ্বকাপ নিয়েছে মোটে ৩বার। ১৯৭৮, ১৯৮৬, ২০২২ ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। আর্জেন্টিনা রানার-আপ হয় ১৯৩০, ১৯৯০, ২০১৪ বিশ্বকাপে।

লাতিন আমেরিকার আরেকদল উরুগুয়ে দুইবার বিশ্বকাপ জিতেছে। ১৯৩০, ১৯৫০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে।

ফ্রান্স দুইবার ফুটবল বিশ্বকাপ জিতেছে। ১৯৯৮, ২০১৮ বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। এছাড়া ফ্রান্স ২০০৬, ২০২২ বিশ্বকাপে রানার্স আপ হয়।

ইংল্যান্ড ও স্পেন মাত্র একবার করে বিশ্বকাপ জিতেছে। ১৯৬৬ বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড, ২০১০ বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় স্পেন।

কিছু হতভাগ্য দল আছে যারা একাধিক বার বিশ্বকাপের ফাইনাল খেললেও একবারও বিশ্বকাপ জিততে পারে নি। নেদারল্যান্ড ৩বার ফাইনাল খেলেছে। কিন্তু একবারও বিশ্বকাপ জিততে পারে নি। চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি দুটি করে ফাইনাল খেলেছে। কিন্তু বিশ্বকাপ জয়ের স্বাদ তাদেরও পাওয়া হয় নি। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল কখনো বিশ্বকাপ জিততে পারে নি।

দল চ্যাম্পিয়ন সাল
ব্রাজিল ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২
জার্মানি ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০, ২০১৪
ইতালি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২, ২০০৬
আর্জেন্টিনা ১৯৭৮, ১৯৮৬, ২০২২
উরুগুয়ে ১৯৩০, ১৯৫০
ফ্রান্স ১৯৯৮, ২০১৮
ইংল্যান্ড ১৯৬৬
স্পেন ২০১০

বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতা

বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতা জার্মানির মিরোস্লাভ ক্লোজা (১৬ গোল)। দ্বিতীয় সর্বোচ্চ গোল ব্রাজিলিয়ান গ্রেট রোনালদোর (১৫ গোল)। বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা জার্মানির জার্ড মুলার (১৪ গোল)।

অন্যান্য ফুটবল গ্রেটদের মধ্যে পেলে বিশ্বকাপে গোল করেছে ১২টি। ফুটবল যাদুকর ম্যারাডোনা ৪ বিশ্বকাপ খেলে গোল করেছে ৮টি, পাশাপাশি এসিস্ট করেছে আরও ৮টি গোলে।

২০২২ বিশ্বকাপে মেসি নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। বিশ্বকাপে মেসির মোট গোল সংখ্যা ১৩টি। প্রথম ৪ বিশ্বকাপ খেলে মেসি গোল করেছিলেন মাত্র ৬টি। ২০০৬ বিশ্বকাপে একটি, ২০১৪ বিশ্বকাপে ৪টি, ২০১৮ বিশ্বকাপে একটি গোল করেন লিওনেল মেসি। অথচ এক ২০২২ কাতার বিশ্বকাপেই মেসির গোল সংখ্যা ৭টি। অপরদিকে মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো ৫ বিশ্বকাপ খেলে গোল করেছেন মাত্র ৮টি।

ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলদাতা 

মিরোস্লাভ ক্লোজা (জার্মানি) – ১৬ গোল

রোনালদো (ব্রাজিল) – ১৫ গোল

জার্ড মুলার (জার্মানি) – ১৪ গোল

জাস্ট ফন্টেইন (ফ্রান্স)- ১৩ গোল

লিওনেল মেসি- ১৩ গোল

পেলে (ব্রাজিল) – ১২ গোল

কিলিয়ান এমবাপ্পে- ১২ গোল

সানদোর ককসিস (হাঙ্গেরি) – ১১ গোল

জারজেন ক্লিনসম্যান (জার্মানি) – ১১ গোল

আরও পড়ুন- কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট (১৯১৬-২০২১)

আরও পড়ুন- ইউরো কাপ কে কতবার জিতেছে

আরও পড়ুন- উয়েফা চ্যাম্পিয়নস লীগ কে কতবার জিতেছে?