in

ভাবসম্প্রসারণঃ পুষ্প আপনার জন্য ফোটে না।

ভাবসম্প্রসারণঃ পুষ্প আপনার জন্য ফোটে না।
ভাবসম্প্রসারণঃ পুষ্প আপনার জন্য ফোটে না।

পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও- কথাটি বঙ্কিমচন্দ্রের। কথাটি শুনতে যত সহজ মনে হয়, কথাটি হৃদয়ঙ্গম তত সহজ নয়। তাই ভাবসম্প্রসারণের মাধ্যমে “পুষ্প আপনার জন্য ফোটে না…” কথাটি বিশ্লেষণ করতে হয়।

ভাবসম্প্রসারণঃ পুষ্প আপনার জন্য ফোটে না।

মূলভাবঃ সমাজের কল্যাণে, দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার মধ্যেই মানব জীবনের প্রকৃত স্বার্থকতা নিহিত। মানুষের কল্যাণে এগিয়ে আসা মানব জীবনের মূল ব্রত হওয়া উচিৎ। লিও টলস্টয় বলেছেন-
“জীবনের মূল মানেটা হলো নিজের সব কিছু দিয়ে মানবতার সেবা করা।”।

সম্প্রসারিত ভাবঃ পুষ্প বা ফুল সৃষ্টিকর্তার পবিত্র ও সুন্দরতম সৃষ্টিগুলোর একটি। কুড়ি থেকে যখন ফুল ফোটে তখন তার সুবাস আশপাশকে বিমোহিত করে। তেমনি মানুষ হচ্ছে সৃষ্টিকর্তার সর্বাপেক্ষা শ্রেষ্ঠ সৃষ্টি। সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করেছেন জগতের কল্যাণ সাধনের জন্য৷ পৃথিবীকে সুন্দর থেকে সুন্দরতম করে গড়ে তোলার জন্য মানুষের সৃষ্টি। কিন্তু আমাদের সমাজে এমন কিছু স্বার্থান্বেষী মানুষ রয়েছে যারা নিজেকে ছাড়া আর কিছু বোঝেনা। নিজের স্বার্থ উদ্ধারের জন্য তারা সাত সমুদ্রও পাড়ি দিতে পিছপা হয়না। কিন্তু অপরদিকে অন্যের বিপদে সাহায্যের জন্য এরা কখনো এগিয়ে আসেনা। বরং অন্যকে কষ্টে থাকতে দেখলে এরা একধরনের পাশবিক আনন্দ অনুভব করে। আবার এমন অনেক মানুষ আছে যারা অন্যের সুখ কিছুতেই সহ্য করতে পারবে না। এই ধরণের মানুষেরা চায় শুধু তারা ব্যতীর আর কেউ ভালো না থাকুক। অন্যের দুঃখে এরা সুখী। এরা সর্বদা সংঘাত সৃষ্টিতে ব্যস্ত থাকে। এ ধরনের মানুষ গিরগিটির মতো। মুহূর্তের মাঝে এরা নিজের রূপ বদলে ফেলতে পারে। এদের মুখে মধু হলেও অন্তর বিষে পরিপূর্ণ থাকে।

অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত করার মধ্যে মানব জীবনের মূল স্বার্থকতা নিহিত। অন্যকে সাহায্য করতে এগিয়ে আসার মন-মানসিকতা প্রমাণ করে একজন মানুষের ব্যক্তিত্ব। প্রকৃত মানুষ সে যে কিনা অপরের কষ্টে দুঃখ অনুভব করে। নিজের সাধ্যমতো চেষ্টা করে অপরের বিপদে পাশে এসে দাঁড়ানোর। পৃথিবীতে কখনো কারো জীবন সমান তালে চলেনা। আজ আলো কাল অন্ধকার। এটাই জীবনের নিয়ম। কেউ হলফ করে বলতে পারেনা যে কখনো তার জীবনে অন্যের সাহায্যের প্রয়োজন হবে না৷ আত্মবিশ্বাস আর অহংকার এক নয়। অহংকারী ব্যক্তি কারোরই প্রিয় হতে পারে না৷ আজ যদি আপনি অন্যের বিপদে এগিয়ে আসেন তবে সৃষ্টিকর্তা কাল আপনার বিপদের সময় কাউকে না কাউকে ঠিক পাঠিয়ে দেবেন। কারণ ভালো মন্দের বিচার এই দুনিয়াতেই হয়। আজ আমি যেমন কর্ম করবো কাল ঠিক তেমন ফলাফল আমার দোরগোড়ায় এসে হাজির হবে৷ ভালো কর্মের যেমন মিষ্টি তেমনি খারাপ কর্মের ফল ততটাই ভয়ংকর।

মানবতা এমন এক অন্তর্নিহিত বস্তু যা মানুষের অন্তরকে পবিত্র করে তাকে সততার সাথে বাঁচতে শেখায়৷ যে ব্যক্তির ভেতর প্রকৃত মানবতা রয়েছে সে সমাজের জন্য আশীর্বাদ স্বরূপ৷ তার মাধ্যমে সমাজের অনেক দুস্থ লোক উপকৃত হয়। একজন প্রকৃত মানবিক ব্যক্তি অন্য ব্যক্তিকে আলোর পথে আসতে উৎসাহিত করে। সে সমাজের আলোকবর্তিকার মতো। এমন পরোপকারী মানুষের ঝুলি সৃষ্টিকর্তা সর্বদা পূর্ণ করে রাখেন। অন্যের সাহায্যে এগিয়ে আসলে কখনো কেউ নিঃস্ব হয়ে যায় না। ধরা যাক, একটি শ্রেণিতে যত ছাত্র রয়েছে তারমধ্যে কিছু ছাত্র পড়াশোনায় অন্যদের তুলনায় কিছুটা দুর্বল। এখন যদি অন্য ছাত্ররা সেসব দুর্বল ছাত্রদের পড়াশোনায় সাহায্য করে তবে সেই ছাত্র যেমন ধীরে ধীরে পড়াশোনায় উন্নতি করতে পারবে, তেমনি অন্য দূর্বল ছাত্রদেরও জ্ঞানের ভান্ডার আরো বেশি পরিপূর্ণ হবে৷ “পুষ্প আপনার জন্য ফোটে না” \, এই কথাটি উপলব্ধি করতে পারলে আমরাও পুষ্পের মতো নিজেদের অন্যের সাহায্যে বিলাতে পারবো।

একইভাবে একটি দেশের বিত্তবানরা যখন দেশের অন্যান্য অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে আসবে তখন দেশ থেকে, সমাজ থেকে হিংসা বিদ্বেষের কালিমা মুছে গিয়ে আমরা পাবো সুন্দর এক সমাজ। বর্তমানে, গুটিকয়েক মানুষের জন্য মানুষ মানুষের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছে। অন্যের বিপদে সাহায্য করতে গিয়ে দুর্ভাগ্যবশত অনেককে বিপদের সম্মুখীন হতে হয়। ভালো মন্দ সবকিছুতেই আছে। তাই সবার উপরে আমাদের মানবিকতাকে স্থান দেওয়া উচিত, অন্যের সাহায্যে এগিয়ে আসার মনোভাব তৈরি করা উচিত। মহাত্মা গান্ধী বলেছেন, “আপনার কখনোই মানবতার উপর থেকে বিশ্বাস হারানো উচিত নয়। কারণ পুরো মানবজাতি হলো এক সমুদ্রের মতো এখানে দু-এক ফোটা নোংরা থাকলে কিন্তু পুরো সাগরটা দূষিত হয় না।”

মন্তব্যঃ প্রকৃত মানুষ সে যে কিনা অপরের কল্যাণে ব্রতী হয় অপরের সেবায় নিজেকে নিয়োজিত করে। সর্বদা নিজের স্বার্থ হাসিলে মগ্ন না থেকে আমাদের উচিত অপরের কল্যাণ সাধনের মানসিকতা গড়ে তোলা। আমাদের মনে রাখতে হবে “পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও।”

১। ভাবসম্প্রসারণঃ পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি

২। ভাবসম্প্রসারণঃ একতাই বল

৩। ভাবসম্প্রসারণ: কীর্তিমানের মৃত্যু নেই / মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়

৪। ভাবসম্প্রসারণঃ ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ

৫। ভাবসম্প্রসারণঃ দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপস্বরূপ

৬। ভাবসম্প্রসারণঃ দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য

৭। পরের অনিষ্ট চিন্তা করে যেই জন

৮। ভাবসম্প্রসারণ: সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই

৯। ভাবসম্প্রসারণঃ সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত

১০। ভাবসম্প্রসারনঃ আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে..

১১। ভাবসম্প্রসারণঃ অর্থই অনর্থের মূল