in ,

পাকিস্তানি ক্রিকেটারদের মাসিক বেতন কত?

পাকিস্তানি ক্রিকেটারদের মাসিক বেতন কত?
পাকিস্তানি ক্রিকেটারদের মাসিক বেতন কত?

পাকিস্তানি ক্রিকেটারদের মাসিক বেতন কত হবে সেই তালিকা সম্প্রতি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত বেশ কয়েক মাস ধরেই পাকিস্তানি ক্রিকেটাররা বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। পাকিস্তানি রুপির অস্বাভাবিক মূল্য পতন ও মুদ্রাস্ফীতি পাকিস্তানি ক্রিকেটারদের দাবিকে যৌক্তিক করে তুলেছিল।

পিসিবি তাদের কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে ২৫জন ক্রিকেটারকে। এই ২৫জনকে ভাগ করা হয়েছে চারটি ক্যাটাগরিতে।

ক্যাটাগরি এঃ ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে মাত্র তিনজন ক্রিকেটারকে। অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদি। এই ক্যাটাগরিতে মাসিক বেতন ৪৫ লাখ পাকিস্তানি রুপি (প্রায় ১৫ হাজার ৯০০ মার্কিন ডলার)।

ক্যাটাগরি বিঃ ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ছয়জন ক্রিকেটারকে। সহ-অধিনায়ক শাদাব খান, ইমাম উল হক, ফখর জামান, হারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ নাওয়াজ। বি ক্যাটাগরিতে মাসিক বেতন ৩০ লাখ পাকিস্তানি রুপি (প্রায় ১০ হাজার ৬০০ মার্কিন ডলার)।

ক্যাটাগরি সিঃ ‘সি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ইমাদ ওয়াসিম এবং আব্দুল্লাহ শফিককে। এই ক্যাটাগরিতে মাসিক বেতন

ক্যাটাগরি ডিঃ ‘ডি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ১৪ জন ক্রিকেটারকে। সরফরাজ আহমেদ, ইফতিখার আহমেদ, হাসান আলী, মোহাম্মদ হারিস, শান মাসুদ, সায়েম আইয়ুব, সাউদ শাকিল, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম, জামান খান, ইহসানউল্লাহ, শাহনেওয়াজ দাহানি, সালমান আঘা, উসামা মির ।

*সি ও ডি ক্যাটাগরির ক্রিকেটাররা মাসে ৭.৫ লাখ থেকে ১৫ লাখ পাকিস্তানি রুপি (২ হাজার ৬৫০ থেকে ৫৩০০ মার্কিন ডলার) বেতন পাবেন।

মাসিক বেতন বাড়ানোর পাশাপাশি বাবরদের ম্যাচ ফি’ও বাড়িয়েছে পিসিবি। টেস্ট, ওয়ানডে ও টি-২০ ম্যাচের ম্যাচ ফি বাড়ানো হয়েছে যথাক্রমে ৫০, ২৫ ও ১২.৫ পার্সেন্ট। এখন থেকে পাকিস্তানি ক্রিকেটাররা টেস্ট ম্যাচ খেলে ম্যাচ ফি পাবেন ১২ লাখ ৫০ হাজার পাকিস্তানি রুপি (প্রায় ৪ হাজার ৩৫৮ মার্কিন ডলার), ওয়ানডে ম্যাচে পাবেন ৬ লাখ ৪৪ হাজার ৬২০ পাকিস্তানি রুপি (প্রায় ২ হাজার ২৪৭ মার্কিন ডলার) এবং টি-২০ ম্যাচ খেলে পাবেন ৪ লাখ ১৮ হাজার ৫৮৪ পাকিস্তানি রুপি (প্রায় ১৪৫৯ মার্কিন ডলার)।

এসবের বাইরে পিসিবির বাৎসরিক আয় থেকেও ৩% শেয়ার পাবেন চুক্তিবদ্ধ ২৫ ক্রিকেটার। কিন্তু এই শেয়ার কীভাবে ২৫ ক্রিকেটারের মধ্যে ভাগ হবে সে ব্যাপারে কিছু জানায় নি পিসিবি

২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মোট তিন বছর এই চুক্তি কার্যকর থাকবে।

আরও পড়ুন- ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের প্রাইজমানি কত?