দুজন – জীবনানন্দ দাশ
‘আমাকে খোঁজো না তুমি বহুদিন – কতদিন আমিও তোমাকে
খুঁজি নাকো; – এক নক্ষত্রের নিচে তবু – একই আলো পৃথিবীর পারে
আমরা দুজনে আছি; পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়,
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়,
হয় নাকি? – বলে সে তাকাল তার সঙ্গিনীর দিকে;
আজ এই মাঠ সূর্য সহমর্মী অঘ্রাণ কার্তিকে
প্রাণ ভরে গেছে।
দুজনে আজকে তারা চিরস্থায়ী পৃথিবী ও আকাশের পাশে
এবার প্রথম এল মনে হয়- যেন কিছু চেয়ে কিছু একান্ত বিশ্বাসে।
আরও পড়ুন- সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা।
আরও পড়ুন- হেলাল হাফিজের প্রেমের কবিতা।
আরও পড়ুন- হুমায়ূন আহমেদের কবিতা।
আরও পড়ুন- হুমায়ূন আজাদের কবিতা।
আরও পড়ুন- কাজী নজরুল ইসলামের কবিতা।
আরও পড়ুন- জীবনানন্দ দাশের কবিতা