in ,

জীবনানন্দ দাশের প্রকৃতি নিয়ে কবিতাঃ তোমরা স্বপ্নের হাতে

জীবনানন্দ দাশের কবিতা - তোমরা স্বপ্নের হাতে
জীবনানন্দ দাশের কবিতা - তোমরা স্বপ্নের হাতে

জীবনানন্দ দাশ প্রকৃতি নিয়ে অসংখ্য কবিতা লিখেছেন। জীবনানন্দ দাশের প্রকৃতি নিয়ে কবিতার মধ্যে “তোমরা স্বপ্নের হাতে” উল্লেখযোগ্য। তোমরা স্বপ্নের হাতে কবিতাটি জীবনানন্দ দাশের “রূপসী বাংলা” কাব্যগ্রন্থের অন্তর্গত।

তোমরা স্বপ্নের হাতে – জীবনানন্দ দাশ

তোমরা স্বপ্নের হাতে ধরা দাও- আকাশের রৌদ্র ধুলো ধোঁয়া থেকে স’রে
এইখানে চ’লে এসো; পৃথিবীর পথে আমি বহুদিন তোমাদের কথা
শুনিয়াছি- তোমাদের ম্লান মুখ দেখিয়াছি- তোমাদের ক্লান্ত রক্তাক্ততা
দেখিয়াছি কত দিন- ব্যথিত ধানের মতো বুক থেকে পড়িতেছে ঝরে
তোমাদের আশা শান্তি, ম্লান মেঘে সোনালি চিলের মতো কলরব ক’রে
মিছে কেন ফেরো, আহা- পৃথিবীর পথ থেকে হে বিষণ্ণ, হে ক্লান্ত জনতা
তোমরা স্বপ্নের ঘরে চ’লে এসো- এখানে মুছিয়া যাবে হৃদয়ের ব্যথা
সন্ধ্যার বকের মতো চ’লে এসো ধূসর স্তনের মতো

চারিদিকে রাত্রিদিন কলরব ক’রে যায় দাঁড়কাক বাদুড়ের মতো
পৃথিবীর পথে ওই- সেখানে কি ক’রে তবে শান্তি পাবে মানুষ বলো তো?
এখানে গোধূলি নষ্ট হয় নাকো কোনোদিন;- কয়লার মতো রং- ম্লান
পশ্চিমের মেঘে ওই লেগে আছে চিরদিন; কড়ির মতন শাদা করুণ উঠান
প’ড়ে আছে চিরকাল; গোধূলি নদীর জলে রূপসীর মতো তার মুখখানা দেখে
ধীরে- ধীরে- আরো ধীরে শান্তি ঝরে, স্বপ্ন ঝরে আকাশের থেকে

আরও পড়ুন- জীবনানন্দ দাশের অন্যান্য কবিতা