in ,

হুমায়ূন আহমেদের কবিতা – তিনি

হুমায়ূন আহমেদের কবিতা - তিনি
হুমায়ূন আহমেদের কবিতা - তিনি

তিনি – হুমায়ূন আহমেদ

এক জরাগ্রস্থ বৃদ্ধ ছিলেন নিজ মনে
আপন ভুবনে।
জরার কারণে তিনি পুরোপুরি বৃক্ষ এক।
বাতাসে বৃক্ষের পাতা কাঁপে
তাঁর কাঁপে হাতের আঙ্গুল।
বৃদ্ধের সহযাত্রী জবুথবু-
পা নেই,শুধু পায়ের স্মৃতি পড়ে আছে।
সেই স্মৃতি ঢাকা থাকে খয়েরি চাদরে।
জরাগ্রস্থ বৃদ্ধ ভাবে চাদরের রঙটা নীল হলে ভাল ছিল।
স্মৃতির রং সব সময় নীল।

আরও পড়ুন – হুমায়ূন আহমেদের অন্যান্য কবিতা।

আরও পড়ুন – হুমায়ূন আহমেদের প্রেমের উক্তি।