in ,

আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২ এর সময়সূচি

২০২২ টি-২০ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি

আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২ এর সময়সূচি
আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২ এর সময়সূচি

২০২১ টি-২০ বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই ২০২২ টি-২০ বিশ্বকাপ এর সময়সূচী প্রকাশ করেছে আইসিসি। ২০২২ সালে টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়।

টি-২০ বিশ্বকাপ ২০২২ শুরু হবে ১৬ অক্টোবর থেকে, ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর। গতবারের মতো এবারের টি-২০ বিশ্বকাপে সরাসরি অংশ নেবে ৮টি দল। বাকি ৪টি দলকে প্রথম রাউন্ড খেলে সুপার টুয়েলভে জায়গা করে নিতে হবে। বাংলাদেশ ২০২২ টি-২০ বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে কোয়ালিফায়ার থেকে উঠে আসা আইসিসির সহযোগী দেশগুলোর সাথে খেলতে হবে প্রথম রাউন্ড।

প্রথম রাউন্ডের জন্য ৮টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।

গ্রুপ এ- শ্রীলঙ্কা, নামিবিয়া, নেদারল্যান্ডস ও ইউএই

গ্রুপ বি- ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড

এই ৮টি দল থেকে ৪টি দল সুপার টুয়েলভে খেলবে।

সুপার টুয়েলভে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা পরেছে একই গ্রুপে। অন্য গ্রুপে আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তান।

গ্রুপ ১- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও

গ্রুপ ২- বাংলাদেশ, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে

টি-২০ বিশ্বকাপ ২০২২ এর সূচি

প্রথম রাউন্ড

তারিখ সময় দল
১৬ অক্টোবর ১০:০০ শ্রীলঙ্কা Vs নামিবিয়া
১৬ অক্টোবর ২:০০ নেদারল্যান্ডস Vs ইউএই
১৭ অক্টোবর ১০:০০ ও. ইন্ডিজ Vs স্কটল্যান্ড
১৭ অক্টোবর ২:০০ আয়ারল্যান্ড Vs জিম্বাবুয়ে
১৮ অক্টোবর ১০:০০ নামিবিয়া Vs নেদারল্যান্ডস
১৮ অক্টোবর ২:০০ শ্রীলঙ্কা Vs ইউএই
১৯ অক্টোবর ১০:০০ স্কটল্যান্ড Vs আয়ারল্যান্ড
১৯ অক্টোবর ২:০০ ও.ইন্ডিজ Vs জিম্বাবুয়ে
২০ অক্টোবর ১০:০০ শ্রীলঙ্কা Vs নেদারল্যান্ডস
২০ অক্টোবর ২:০০ নামিবিয়া Vs ইউএই
২১ অক্টোবর ১০:০০ ও.ইন্ডিজ Vs আয়ারল্যান্ড
২১ অক্টোবর ২:০০ স্কটল্যান্ড Vs জিম্বাবুয়ে

সুপার টুয়েলভ

তারিখ সময় দল
২২ অক্টোবর ১:০০ নিউজিল্যান্ড Vs অস্ট্রেলিয়া
২২ অক্টোবর ২:০০ ইংল্যান্ড Vs আফগানিস্তান
২৩ অক্টোবর ১০:০০ শ্রীলঙ্কা Vs আয়ারল্যান্ড
২৩ অক্টোবর ২:০০ ভারত Vs পাকিস্তান
২৪ অক্টোবর ১০:০০ বাংলাদেশ Vs নেদারল্যান্ডস 
২৪ অক্টোবর ২:০০ দ.আফ্রিকা Vs জিম্বাবুয়ে
২৫ অক্টোবর ২:০০ অস্ট্রেলিয়া Vs শ্রীলঙ্কা
২৬ অক্টোবর ১০:০০ ইংল্যান্ড Vs  আয়ারল্যান্ড
২৬ অক্টোবর ২:০০ নিউজিল্যান্ড Vs  আফগানিস্তান
২৭ অক্টোবর ৯:০০ দ. আফ্রিকা Vs বাংলাদেশ
২৭ অক্টোবর ১:০০ ভারত Vs  নেদারল্যান্ডস
২৭ অক্টোবর ২:০০ পাকিস্তান Vs  জিম্বাবুয়ে
২৮ অক্টোবর ১০:০০ আফগানিস্তান Vs আয়ারল্যান্ডস
২৮ অক্টোবর ২:০০ ইংল্যান্ড Vs অস্ট্রেলিয়া
২৯ অক্টোবর ২:০০ নিউজিল্যান্ড Vs শ্রীলঙ্কা
৩০ অক্টোবর ৯:০০ বাংলাদেশ Vs জিম্বাবুয়ে
৩০ অক্টোবর ১০:০০ পাকিস্তান Vs নেদারল্যান্ডস
৩০ অক্টোবর ২:০০ ভারত Vs দ. আফ্রিকা
৩১ অক্টোবর ১:০০ অস্ট্রেলিয়া Vs আয়ারল্যান্ড
১ নভেম্বর ৯:০০ আফগানিস্তান Vs শ্রীলঙ্কা
১ নভেম্বর ১:০০ ইংল্যান্ড Vs নিউজিল্যান্ড
২ নভেম্বর ৯:৩০ জিম্বাবুয়ে Vs নেদারল্যান্ডস
২ নভেম্বর ১:৩০ বাংলাদেশ Vs ভারত
৩ নভেম্বর ২:০০ পাকিস্তান Vs দ.আফ্রিকা
৪ নভেম্বর ৯:৩০ নিউজিল্যান্ড Vs আয়ারল্যান্ড
৪ নভেম্বর ১:৩০ অস্ট্রেলিয়া Vs আফগানিস্তান
৫ নভেম্বর ২:০০ ইংল্যান্ড Vs শ্রীলঙ্কা
৬ নভেম্বর ৫:৩০ দ. আফ্রিকা Vs নেদারল্যান্ডস
৬ নভেম্বর ৯:৩০ বাংলাদেশ Vs পাকিস্তান
৬ নভেম্বর ২:০০ ভারত Vs জিম্বাবুয়ে
৯ নভেম্বর ২:০০ সেমিফাইনাল ১
১০ নভেম্বর ১:৩০ সেমিফাইনাল ২
১৩ নভেম্বর ২:০০ ফাইনাল

*এখানে বাংলাদেশ সময় উল্লেখ করা হয়েছে। অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের সময়ের ব্যবধান ৫ ঘণ্টা। প্রতিটা ম্যাচই বাংলাদেশ সময় সকাল বা দুপুরে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন- ১১ বছরে ৯টি ক্রিকেট বিশ্বকাপ!!!

আরও পড়ুন- টি টোয়েন্টি বিশ্বকাপ কে কতবার নিয়েছে?

আরও পড়ুন- T20 বিশ্বকাপে সবচেয়ে বেশি রান