করোনা ভাইরাস ও অন্যান্য ইস্যুতে ৫ বছর পর সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হল টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১। ২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ৫বার ওয়ানডে বিশ্বকাপ জিতলেও এটি অস্ট্রেলিয়ার প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা।
দর্শক উন্মাদনা ও ব্যবসার প্রসারের কথা চিন্তা করে ২০০৭ সাল থেকে শুরু হয় আইসিসির এই মেগা ইভেন্ট। টি টোয়েন্টি বিশ্বকাপ প্রতি দুই বছরে একবার করে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নানা কারণে সেটি সম্ভব হয় নি। ২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সর্বশেষ টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। মাঝে বাদ পড়ে যাওয়া টি-২০ বিশ্বকাপের আরেকটি আসর অনুষ্ঠিত হবে আগামী বছরই, ২০২২ সালে। ক্রিকেট প্রেমীরা টানা ৩ বছর পাবেন তিন তিনটি বিশ্বকাপের স্বাদ।
ওয়ানডে বিশ্বকাপের তুলনায় টি টোয়েন্টি বিশ্বকাপের মর্যাদা একটু কমই বটে। কিন্তু দিন শেষে বিশ্বকাপ তো বিশ্বকাপই। তাই এই টুর্নামেন্টকে ঘিরে সব দল ও সমর্থকদের মাঝে আনন্দ-উত্তেজনার কোন কমতি থাকে না। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২বার টি-২০ বিশ্বকাপ ঘরে তুলেছে ক্যারিবিয়ান দেশ ওয়েস্ট ইন্ডিজ। ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া জিতেছে একবার করে। ভারত চ্যাম্পিয়ন হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে, ২০০৭ সালে। পাকিস্তান জিতেছিল ঠিক তার পরের আসরে, ২০০৯ সালে। এরপর ইংল্যান্ড ২০১০ সালে ও শ্রীলঙ্কা ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপ জিতেছে। ২০১২ ও ২০১৬ সালে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের পরপর দুটি টুর্নামেন্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।
ক্রিকেট বিশ্বকাপের বড় ভার্সনে যারা কিনা ৫বারের চ্যাম্পিয়ন, সেই অস্ট্রেলিয়া সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল। ২০১০ সালে তারা ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে হেরেছিল। বাকি একটি আসরেও অস্ট্রেলিয়া ফাইনালের মুখ পর্যন্ত দেখে নি। অবশেষে ২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপের শিরোপা জিতে অস্ট্রেলিয়া।
এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে শ্রীলঙ্কা। ৩বার ফাইনাল খেলে ১বার শিরোপার মুখ দেখেছে তারা। পাকিস্তান বরাবরই টি-২০ ফরম্যাটে ডার্ক হর্স। টি-২০ বিশ্বকাপের প্রথম দুই আসরে ফাইনালে খেলা পাকিস্তান, তৃতীয় আসরে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল সেমি ফাইনালে। টি টোয়েন্টি বিশ্বকাপ কে কতবার জিতেছে তার তালিকা একবার দেখে নিন।
টি টোয়েন্টি বিশ্বকাপ কে কতবার নিয়েছে
সাল | চ্যাম্পিয়ন | রানার্স আপ |
---|---|---|
২০০৭ | ভারত | পাকিস্তান |
২০০৯ | পাকিস্তান | শ্রীলঙ্কা |
২০১০ | ইংল্যান্ড | অস্ট্রেলিয়া |
২০১২ | ও.ইন্ডিজ | শ্রীলঙ্কা |
২০১৪ | শ্রীলঙ্কা | ভারত |
২০১৬ | ও.ইন্ডিজ | ইংল্যান্ড |
২০২১ | অস্ট্রেলিয়া | নিউজিল্যান্ড |
টি টোয়েন্টি বিশ্বকাপঃ টুর্নামেন্ট সেরা, সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট
সাল | টুর্নামেন্ট সেরা | সর্বোচ্চ রান | সর্বোচ্চ উইকেট |
---|---|---|---|
২০০৭ | শহীদ আফ্রিদি | ম্যাথু হেইডেন | উমর গুল |
২০০৯ | দিলশান | দিলশান | উমর গুল |
২০১০ | কেভিন পিটারসন | মাহেলা জয়বর্ধনে | ডার্ক ন্যানেস |
২০১২ | শেন ওয়াটসন | শেন ওয়াটসন | অজন্তা মেন্ডিস |
২০১৪ | বিরাট কোহলি | বিরাট কোহলি | আহসান মালিক ও ইমরান তাহির |
২০১৬ | বিরাট কোহলি | তামিম ইকবাল | মোহাম্মদ নবী |
২০২১ | ডেভিড ওয়ার্নার | বাবর আজম | ওয়ানিন্দু হাসারাঙ্গা |
প্রতি টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান
২০০৭ বিশ্বকাপ- ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া), রান- ২৬৫
২০০৯ বিশ্বকাপ- তিলকারত্নে দিলশান (শ্রীলঙ্কা), রান- ৩১৭
২০১০ বিশ্বকাপ- মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা), রান- ৩০২ রান
২০১২ বিশ্বকাপ- শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া), রান- ২৪৯
২০১৪ বিশ্বকাপ- বিরাট কোহলি (ভারত), রান- ২৯৫
২০১৬ বিশ্বকাপ- তামিম ইকবাল (বাংলাদেশ), রান- ২৯৫
২০২১ বিশ্বকাপ- বাবর আজম (পাকিস্তান), রান- ৩০৩
প্রতি টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট
২০০৭ বিশ্বকাপ- উমর গুল (পাকিস্তান), উইকেট- ১৩
২০০৯ বিশ্বকাপ- উমর গুল (পাকিস্তান), উইকেট- ১৩
২০১০ বিশ্বকাপ- ডার্ক ন্যানেস (অস্ট্রেলিয়া), উইকেট- ১৪
২০১২ বিশ্বকাপ- অজন্তা মেন্ডিস (শ্রীলঙ্কা), উইকেট- ১৫
২০১৪ বিশ্বকাপ- ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)/ আহসান মালিক (নেদারল্যান্ড), উইকেট- ১২
২০১৬ বিশ্বকাপ- মোহাম্মদ নবী (আফগানিস্তান), উইকেট- ১৬
২০২১ বিশ্বকাপ- ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), উইকেট- ১৬
আরও পড়ুন- আইপিএলে সাকিব আল হাসানের ক্যারিয়ার, আয়