in

ভাবসম্প্রসারণঃ ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।

ভাবসম্প্রসারণঃ ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।
ভাবসম্প্রসারণঃ ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।

ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি ভাবসম্প্রসারণ

মূলভাবঃ আদিকাল থেকেই পৃথিবীর বুকে মানুষ খাবারের জন্য সংগ্রাম করে আসছে। এই সংগ্রাম কখনো প্রকৃতির সাথে, কখনো হিংস্র বন্য প্রাণীর সাথে। খাদ্য মানুষের মৌলিক চাহিদাগুলোর একটি। পেটে ক্ষুধা থাকলে সব কিছুই নিরস লাগে। ক্ষুধার্ত মানুষের কাছে চাঁদের অপরূপ সৌন্দর্যও অর্থহীন লাগে।

সম্প্রসারিত ভাবঃ সৌন্দর্য কেবল তাদেরই স্পর্শ করে যাদের জীবন স্বাচ্ছন্দ্যে কাটে। যারা নিজেদের মৌলিক চাহিদাগুলো মেটাতে হিমশিম খায় তাদের কাছে সৌন্দর্যের কোনো কাব্যিক রূপ নেই। তাই যে চাঁদ ধনীদের কাছে পূর্ণিমার চাঁদ মনে হয়, সেই একই চাঁদ ক্ষুধার্ত মানুষের কাছে ঝলসানো রুটি। মানুষের পেটে ক্ষুধার জ্বালা থাকলে সবার আগে খাবারের কথা মনে পড়ে। চারিদিকে সব কিছুতেই খাবারের ছবি ভেসে ওঠে। সেই ক্ষুধার্ত মানুষটির কাছে তখন চাঁদ, সূর্য, নদী, পাহাড় পর্বত সব কিছুর সৌন্দর্যই মূল্যহীন। ক্ষুধার্ত মানুষের কাছে সব কিছুই নীরস, বিবর্ণ আর অর্থহীন।

দীর্ঘ সময় ধরে ক্ষুধার্ত থাকলে একজন সুস্থ সবল মানুষও অসুস্থ হয়ে পড়ে। তখন তার কাছে খাবারটাই মুখ্য।পেটের তাগিদে অনেক মানুষ খারাপ কাজে নেমে পড়ে, হিতাহিত জ্ঞান হারিয়ে অনৈতিক কাজ কর্ম করে। একজন মানুষ যদি তার পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিতে না পারে, তখন তার মাথায় শুধু খাবার কেনার টাকা উপার্জন করার কথাই ঘুরপাক খেতে থাকে। এমন অবস্থায় যে কতশত মানুষ ভালোমন্দ বিচার না করেই অন্যায় পথে নেমে যায় তার কোন হিসেব নেই।

আমাদের সমাজ এখন দুটি দলে ভাগ হয়ে গেছে, ধনী আর গরিব। ধনীদের টাকার পাহাড় দিনে দিনে বাড়ছে।আর তারা অসহায়, দীনহীন গরিব মানুষকে শোষণ করছে। আর এদিকে গরিব মানুষেরা দুবেলা দুমুঠো ভাত যোগাড় করতে হিমশিম খাচ্ছে। দুই বেলা ঠিকমতো খেতে না পাওয়া মানুষের কাছে খাবার ছাড়া অন্য কিছুর চিন্তা করা বিলাসিতার নামান্তর।

ধনীদের খাদ্যের অভাব বা অন্য চাহিদাগুলো পূরণের চিন্তা নেই বলে প্রকৃতির সব কিছুতে তারা সৌন্দর্য দেখতে পায়। সৌন্দর্য উপভোগ করা মৌলিক চাহিদা নয়, এ শুধুই মনের আনন্দ। যাদের কাছে জীবনের প্রয়োজন মেটানোটাই কষ্টকর তাদের কাছে সৌন্দর্যের কোনো গুরুত্ব নেই। আমাদের চারপাশে এই দৃশ্য কত অহরহ দেখা যায়, ছোট ছোট বাচ্চা শিশুশ্রমের মাধ্যমে নিজের আর পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করে।যে শিশু বয়সে হেসে খেলে বড় হওয়ার কথা সেই বয়সেই তাদের নিজেদের পেটে ভাতের যোগান দেওয়ার জন্য কত অমানুষিক পরিশ্রম করতে হয়। তাহলে এই শিশুটির কাছে কি পৃথিবীটা অপূর্ব সুন্দর মনে হবে, নাকি মনে হবে এই পৃথিবীটা নিষ্ঠুর, নির্মম!

ক্ষুধার জ্বালায় অনেক মানুষ ডাস্টবিনের ময়লা খাবার মুখে দেয়। আমাদের পুঁজিবাদী সমাজ গরিবের মুখের খাবার কেড়ে নেয় আর ধনীদের পকেট পুরে। ধনীদের না আছে কষ্ট, না আছে খাবারের চিন্তা। তাদের কাছে বিলাসিতা কারাটাই স্বাভাবিক বিষয়, আর গরীবের কাছে বিলাসিতা স্বপ্নমাত্র। দারিদ্র্যের নির্মম কষাঘাতে মানুষ কতই না অপরাধ করে বেড়ায়।

একজন ক্ষুধার্ত মানুষের কাছে খাবার ছাড়া অন্য সব কিছুই তুচ্ছ। প্রকৃতির রং, রূপ, সৌন্দর্য, ভালোবাসা এসব কিছু তার কাছে মূল্যহীন। ক্ষুধার জ্বালায় অস্থির মানুষ যেকোন অন্যায় কাজ করতেও দ্বিধা বোধ করে না।ক্ষুধার্ত মানুষের কাছে খাবার সংগ্রহ করা যখন সংগ্রামের, তখন তার কাছে বিলাসিতা করার চিন্তা অলীক।
মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ হলেই মানুষের মন তৃপ্ত থাকে। তখন মানুষ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে আনন্দ পায়, তার কাছে সব কিছু কাব্যিক মনে হয়।

মন্তব্যঃ ভরা পেটে একজন মানুষ যখন পূর্নিমার চাঁদের আলোয় নানা কিছুর স্বপ্ন দেখে, তখন কিছু মানুষ ঠিক একই আকাশের নিচে পূর্ণিমার চাঁদের আলোয় অনাহারে রাত পার করে। কত শত মানুষ দিনের পর দিন অভুক্ত থাকে, মানবেতর জীবনযাপন করে। তাদের কাছে তো পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটির মতোই।

গুরুত্বপূর্ণ সকল ভাবসম্প্রসারণ-

১। ভাবসম্প্রসারণঃ পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি

২। ভাবসম্প্রসারণঃ একতাই বল

৩। ভাবসম্প্রসারণ: কীর্তিমানের মৃত্যু নেই / মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়

৪। ভাবসম্প্রসারণঃ ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ

৫। ভাবসম্প্রসারণঃ দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপস্বরূপ

৬। ভাবসম্প্রসারণঃ দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য

৭। পরের অনিষ্ট চিন্তা করে যেই জন

৮। ভাবসম্প্রসারণ: সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই

৯। ভাবসম্প্রসারণঃ সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত

১০। ভাবসম্প্রসারনঃ আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে..

১১। ভাবসম্প্রসারণঃ অর্থই অনর্থের মূল

১২। ভাবসম্প্রসারণঃ পুষ্প আপনার জন্য ফোটে না।

১৩। ভাবসম্প্রসারণঃ গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন

১৪। ভাবসম্প্রসারণঃ লোভে পাপ, পাপে মৃত্যু

১৫। ভাবসম্প্রসারণঃ ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল

১৬। ভাবসম্প্রসারণঃ এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।

১৭। ভাবসম্প্রসারণঃ যে সহে সে রহে

১৮। ভাবসম্প্রসারণঃ গতিই জীবন, স্থিতিতে মৃত্যু

১৯। ভাবসম্প্রসারণঃ একবার না পারিলে দেখ শতবার

২০। ভাবসম্প্রসারণঃ যেমন কর্ম তেমন ফল

২১। ভাবসম্প্রসারণঃ যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পার অমূল্য রতন

২২। ভাবসম্প্রসারণঃ ইচ্ছা থাকলে উপায় হয়

২৩। ভাবসম্প্রসারণঃ জ্ঞানহীন মানুষ পশুর সমান

২৪। ভাবসম্প্রসারণঃ রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে