in

জেলা পরিষদের গঠন ও কার্যাবলী

জেলা পরিষদের গঠন ও কার্যাবলী
জেলা পরিষদের গঠন ও কার্যাবলী

জেলা পরিষদ বাংলাদেশের স্থানীয় স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোর একটি। নিম্নে জেলা পরিষদের গঠন ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হলো।

জেলা পরিষদের গঠন প্রণালি

বাংলাদেশ সরকার ৬ জুলাই ২০০০ সালে ‘জেলা পরিষদ আইন ২০০০’ প্রবর্তন করে। আইনের বিধান অনুযায়ী খাগড়াছড়ি পার্বত্য জেলা, রাঙামাটি পার্বত্য জেলা ও বান্দরবান পার্বত্য জেলাসমূহ ব্যতীত অন্য জেলায় জেলা পরিষদ গঠনের ব্যবস্থা নেওয়া হয়। একজন চেয়ারম্যান, পনেরো জন সদস্য এবং সংরক্ষিত আসনের পাঁচজন নারী সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত। একটি জেলা পরিষদের মেয়াদ বা কার্যকাল থাকবে পাঁচ বছর।

জেলা পরিষদের কার্যাবলী

জেলা পরিষদের কার্যাবলি দুই ধরনের, যথাঃ আবশ্যিক ও ঐচ্ছিক

আবশ্যিক কার্যাবলি

১। জেলার সকল উন্নয়ন কার্যক্রমের পর্যালোচনা;

২। উপজেলা পরিষদ ও পৌরসভা কর্তৃক প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা;

৩। সাধারণ পাঠাগারের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ;

৪। জনপথ, কালভার্ট ও ব্রিজ নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন;

৫। রাস্তার পাশে বৃক্ষরোপণ ও সংরক্ষণ;

৬। উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নকারী অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা;

৭। উপজেলা ও পৌরসভাকে সহায়তা, সহযোগিতা এবং উৎসাহ প্রদান;

৮। সরকার কর্তৃক জেলা পরিষদের ওপর অর্পিত উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন ও

৯। সরকার কর্তৃক আরোপিত অন্যান্য কাজ।

ঐচ্ছিক কার্যাবলি

জেলা পরিষদ ঐচ্ছিক কার্যাবলির অংশ হিসেবে শিক্ষা, সংস্কৃতি, সমাজকল্যাণ, অর্থনৈতিক উন্নয়ন, জনস্বাস্থ্য ও গণপূর্ত বিষয়ক বিস্তৃত কার্যক্রম গ্রহণ করে। শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ মঞ্জুরি প্রদান ও শিক্ষার উন্নয়নের সহায়ক অন্যান্য ব্যবস্থা গ্রহণ; জনসাধারণের জন্য ক্রীড়া ও খেলাধুলা কার্যক্রমের উন্নয়ন; তথ্যকেন্দ্র স্থাপন; জাতীয় দিবস উদযাপন; নাগরিক শিক্ষার প্রসার; দুস্থ ব্যক্তিদের জন্য কল্যাণকর আশ্রয় সদন, বিধবা সদন, এতিমখানা ও অন্যান্য প্রতিষ্ঠান স্থাপন; জুয়া, মাদকদ্রব্য সেবন, কিশোর অপরাধ ও অন্যান্য সামাজিক অনাচার ও বাল্যবিবাহ প্রতিরোধ; সালিশী ও আপোসের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ; অর্থনৈতিক উন্নয়নে আদর্শ কৃষি খামার স্থাপন, উন্নত কৃষি পদ্ধতি জনপ্রিয়করণ, কৃষি যন্ত্রপাতির সংরক্ষণ ও সরবরাহ, পতিত জমি চাষের জন্য ব্যবস্থা গ্রহণ, বাঁধ নির্মাণ ও মেরামত; সেচের পানি সরবরাহ, জমানো ও নিয়ন্ত্রণ; বনভূমি সংরক্ষণ, গ্রামাঞ্চলের শিল্পসমূহের জন্য কাঁচামাল সংগ্রহ এবং উৎপাদিত সামগ্রীর বাজারজাতকরণ, যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন, পানি নিষ্কাশন ও অন্যান্য জনহিতকর কাজ জেলা পরিষদের ঐচ্ছিক কার্যাবলির অন্তর্ভুক্ত। এভাবে জেলা পরিষদ স্থানীয় এলাকাবাসীর ধর্মীয়, নৈতিক ও বৈষয়িক উন্নতি সাধনের জন্য কাজ করে।

আরও পড়ুন- জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলি

আরও পড়ুন- ইউনিয়ন পরিষদ কি? ইউনিয়ন পরিষদের কার্যাবলী

আরও পড়ুন- উপজেলা পরিষদ কিভাবে গঠিত হয়?