in ,

সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা – ঘুম ভাঙার পর

সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা – ঘুম ভাঙার পর
সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা – ঘুম ভাঙার পর

ঘুম ভাঙার পর – সুনীল গঙ্গোপাধ্যায়

ঘুম ভাঙার পর যেন আমার মন ভালো হয়ে যায়।
হলুদ-তেল মাখা একটি সকাল,
ঝর্নার জলে বৃষ্টিপাতের মতন শব্দ
ঝুল বারান্দার সামনের বাগানে কেউ হাসছে
শীতের রোদ্দুরের মতন।

কিছু ভাঙছে, কিছু খসে যাচ্ছে
বইয়ের পাতায় কার আঙুল, এখুনি যাবে অন্য পাতায়।
দিগন্ত থেকে ভেসে আসছে বিসর্জনের সুর
ঘুম ভাঙার পর যেন আমার মন ভালো হয়ে যায়।

আরও পড়ুন- সুনীল গঙ্গোপাধ্যায়ের অন্যান্য কবিতা।

আরও পড়ুন- হেলাল হাফিজের প্রেমের কবিতা। 

আরও পড়ুন- হুমায়ূন আহমেদের কবিতা।  

আরও পড়ুন- হুমায়ূন আজাদের কবিতা।

আরও পড়ুন- কাজী নজরুল ইসলামের কবিতা।