in ,

জীবনানন্দ দাশের প্রকৃতি নিয়ে কবিতাঃ ঘাসের ভিতরে যেই

জীবনানন্দ দাশের প্রকৃতি নিয়ে কবিতাঃ ঘাসের ভিতরে যেই
জীবনানন্দ দাশের প্রকৃতি নিয়ে কবিতাঃ ঘাসের ভিতরে যেই

জীবনানন্দ দাশ প্রকৃতি নিয়ে অসংখ্য কবিতা লিখেছেন। জীবনানন্দ দাশের প্রকৃতি নিয়ে কবিতার মধ্যে “ঘাসের ভিতরে যেই” উল্লেখযোগ্য। ঘাসের ভিতরে যেই কবিতাটি জীবনানন্দ দাশের “রূপসী বাংলা” কাব্যগ্রন্থের অন্তর্গত।

ঘাসের ভিতরে যেই – জীবনানন্দ দাশ

ঘাসের ভিতরে যেই চড়ায়ের শাদা ডিম ভেঙ্গে আছে- আমি ভালোবাসি
নিস্তব্ধ করুণ মুখ তার এই- কবে যেন ভেঙেছিল- ঢের ধুলো খড়
লেগে আছে বুকে তার- বহুক্ষণ চেয়ে থাকি;- তারপর ঘাসের ভিতর
শাদা শাদা ধুলোগুলো প’ড়ে আছে, দেখা যায়; খইধান দেখি একরাশি
ছড়ায়ে রয়েছে চুপে; নরম বিষণ্ণ গন্ধ পুকুরের জল থেকে উঠিতেছে ভাসি;
কান পেতে থাকো যদি, শোনা যায়, সরপুঁটি চিতলের উদ্ভাসিত স্বর
মীনকন্যাদের মতো; সবুজ জলের ফাঁকে তাদের পাতালপুরী ঘর
দেখা যায়- রহস্যের কুয়াশায় অপরূপ- রুপালি মাছের দেহ গভীর উদাসী
চ’লে যায় মন্ত্রিকুমারের মতো, কোটাল- ছেলের মতো, রাজার ছেলের মতো মিলে
কোন এক আকাঙ্খার উদঘাটনে কত দূরে;- বহুক্ষণ চেয়ে থাকি একা;
অপরাহ্ণ এল বুঝি?- রাঙা রৌদ্রে মাছরাঙা উড়ে যায়- ডানা ঝিলমিলে;
এক্ষুনি আসিবে সন্ধ্যা,- পৃথিবীতে ম্রিয়মান গোধূলি নামিলে
নদীর নরম মুখ দেখা যাবে- মুখে তার দেহে তার কত মৃদু রেখা
তোমারি মুখের মতো : তবুও তোমার সাথে কোনোদিন হবে নাকো দেখা।

আরও পড়ুন- জীবনানন্দ দাশের অন্যান্য কবিতা