in ,

জীবনানন্দ দাশের প্রকৃতি নিয়ে কবিতাঃ ঘরের ভিতরে দীপ

জীবনানন্দ দাশের প্রকৃতি নিয়ে কবিতাঃ ঘরের ভিতরে দীপ
জীবনানন্দ দাশের প্রকৃতি নিয়ে কবিতাঃ ঘরের ভিতরে দীপ

জীবনানন্দ দাশ প্রকৃতি নিয়ে অসংখ্য কবিতা লিখেছেন। জীবনানন্দ দাশের প্রকৃতি নিয়ে কবিতার মধ্যে “ঘরের ভিতরে দীপ” উল্লেখযোগ্য। এই কবিতাটি জীবনানন্দ দাশের “রূপসী বাংলা” কাব্যগ্রন্থের অন্তর্গত।

ঘরের ভিতরে দীপ – জীবনানন্দ দাশ

ঘরের ভিতরে দীপ জ্বলে ওঠে- ধীরে ধীরে বৃষ্টি ক্ষান্ত হয় সন্ধ্যায়
যখন ঘরের দীপ জ্বলে ওঠে সন্ধ্যায়- ধীরে ধীরে বৃষ্টি ক্ষান্ত হয়
ভিজে চালে ডুমুরের পাতা ঝরে- শালিখ বসিয়া থাকে মুহুর্ত সময়
জানালার কাছে এসে, ভিজে জানালার কাছে- মৌমাছি বহুক্ষণ মৃদু গুমরায়
এইসব ভালো লাগে; এই ম্লান গন্ধ মৃদু স্বাদ চায়
পৃথিবীর পথে ঘুরে আমার হৃদয়
ডুমুরের পাতা ঝরে ভিজে চালে- ধীরে ধীরে বৃষ্টি ক্ষান্ত হয়
মলিন শাড়ির ঘ্রাণ ধূপ হাতে দুয়ারে দাঁড়ায়।

এইসব ভালোবাসি- জীবনের পথে ঘুরে এইসব ভালোবাসে আমার হ্রদয়
ঘরে আলো, বৃষ্টি ক্ষান্ত হ’ল সন্ধ্যায়
ঘোরের নরম দীপ জ্বলে ওঠে, ধীরে ধীরে বৃষ্টি ক্ষান্ত হয়
ভিজে চালে কদমের পাতা ঝরে- শালিখ বসিয়া থাকে মুহুর্ত সময়
মলিন শাড়ির ঘ্রাণ ধূপ হাতে দুয়ারে দাঁড়ায়
মৃদু আরো মৃদু হয়ে অবিরল বাতাসে হারায়।

আরও পড়ুন- জীবনানন্দ দাশের অন্যান্য কবিতা