শুরু হতে যাচ্ছে ২০২৩ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। ২০২৩ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ এই টুর্নামেন্টের ১৩ তম আসর। এই আসরে অংশগ্রহণ করতে যাচ্ছে ১০টি দেশ। খুব স্বাভাবিকভাবেই সবার মধ্যে বারুদের মতো উত্তেজনা ছড়িয়ে পড়ছে। কিন্তু আপনি কি জানেন ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের প্রাইজমানি কত?
২০২৩ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের জন্য মোট এক কোটি ডলার প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি। কোভিড-১৯ পরবর্তী সময়ে বিশ্ব অর্থনীতি তোলপাড় হয়ে গেলেও আইসিসি বাড়ায়নি প্রাইজ মানির পরিমাণ। ২০১৯ বিশ্বকাপেও প্রাইজমানি ছিল এক কোটি ডলার।
বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ মার্কিন ডলার (প্রায় ৪৪ কোটি টাকা), রানার্স আপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক ২০ লাখ মার্কিন ডলার (প্রায় ২২ কোটি টাকা)। সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দলের জন্য বরাদ্দ ৮ লাখ করে মোট ১৬ লাখ মার্কিন ডলার। এছাড়া গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া বাকি ছয় দল পাবে ১ লাখ করে মোট ৬ লাখ মার্কিন ডলার।
২০১৯ বিশ্বকাপের মতো ২০২৩ বিশ্বকাপেও রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের সাথে একটি করে ম্যাচ খেলবে। সে হিসেবে গ্রুপ পর্বে মোট ম্যাচ হবে ৪৫টি। সেরা ৪ দল যাবে সেমিফাইনালে। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য ৪০ হাজার ডলার করে পাবে বিজয়ী দলগুলো। এই হিসেবে গ্রুপ পর্বের জন্য আইসিসি বরাদ্দ করেছে মোট ১৮ লাখ মার্কিন ডলার।
আইসিসির দেয়া প্রাইজমানির বাইরে সেরা পারফর্মাদের জন্য প্রতি ম্যাচে স্পনসরদের থেকে নানা রকম আকর্ষণীয় পুরস্কার তো থাকছেই। পুরুষ ক্রিকেটারদের প্রাইজমানি ঘোষণার দিন আইসিসি আরও জানিয়ে দিয়েছে, এখন থেকে নারী ক্রিকেটাদের বিশ্বকাপেও সমপরিমাণ প্রাইজমানি বরাদ্দ থাকবে।
আরও পড়ুন- ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকা (১৯৭৫-২০১৯)