ক্রিকেট খেলায় কোন দেশের শ্রেষ্ঠত্ব নির্ধারিত হয়ে কে কতবার বিশ্বকাপ নিয়েছে এই মাপকাঠিতে। তাই ক্রিকেট ভক্ত হিসেবে ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের তালিকা জেনে রাখা আপনার কর্তব্যের মধ্যেই পরে। তাই নয় কি? না হলে বন্ধুদের সাথে চায়ের কাপে ঝড় তুলবেন কীভাবে? পাছে কেউ আবার আপনার ক্রিকেট জ্ঞান নিয়ে প্রশ্ন করে বসে। চলুন ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকা নিয়ে একটু কাঁটা ছেড়া করি।
প্রথম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৭৫ সালে, ইংল্যান্ডের মাটিতে। এখন পর্যন্ত ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে মাত্র ১২বার। আপনি জানেন কি এক সময় ওয়ানডে ক্রিকেটে এক একটি ইনিংস খেলা হতো ৬০ ওভার করে? ১৯৮৭ সালের বিশ্বকাপ থেকে ৫০ ওভারের ইনিংসের প্রচলন ঘটে।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্রিকেট বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া (৫ বার)। ভারত ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ জিতেছে ২বার করে। পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড জিতেছে ১বার করে। বিশ্ব ক্রিকেটের অন্যতম দুই পরাশক্তি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড এখনো পর্যন্ত বিশ্বকাপ জয়ের স্বাদ পায় নি।
ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকা
সাল | বিজয়ী | রানার-আপ | হোস্ট |
---|---|---|---|
১৯৭৫ | ও.ইন্ডিজ | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড |
১৯৭৯ | ও.ইন্ডিজ | ইংল্যান্ড | ইংল্যান্ড |
১৯৮৩ | ভারত | ও.ইন্ডিজ | ইংল্যান্ড |
১৯৮৭ | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ভারত-পাকিস্তান |
১৯৯২ | পাকিস্তান | ইংল্যান্ড | অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড |
১৯৯৬ | শ্রীলঙ্কা | অস্ট্রেলিয়া | পাকিস্তান-ভারত |
১৯৯৯ | অস্ট্রেলিয়া | পাকিস্তান | ইংল্যান্ড |
২০০৩ | অস্ট্রেলিয়া | ভারত | দ. আফ্রিকা |
২০০৭ | অস্ট্রেলিয়া | শ্রীলঙ্কা | ও.ইন্ডিজ |
২০১১ | ভারত | শ্রীলঙ্কা | ভারত-বাংলাদেশ |
২০১৫ | অস্ট্রেলিয়া | নিউজিল্যান্ড | অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড |
২০১৯ | ইংল্যান্ড | নিউজিল্যান্ড | ইংল্যান্ড-ওয়েলস |
এ তো জানলেন ক্রিকেট বিশ্বকাপ কে কতবার নিয়েছে তার হিসাব। কিন্তু আপনি যদি ক্রিকেটের অন্ধ ভক্ত হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনার পছন্দের দল কত বার ফাইনাল খেলেছে, কত বার রানার-আপ হয়েছে সেটিও আপনার জানা চাই। চলুন তবে এক সাথে ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকা আরেকবার ব্যবচ্ছেদ করি।
অস্ট্রেলিয়া
ক্রিকেট বিশ্ব অসহায় হয়ে অস্ট্রেলিয়ার প্রবল দাপট সহ্য করেছে অন্তত ১৫টি বছর। সেই যে ১৯৯৬ বিশ্বকাপ থেকে শুরু। এরপর অস্ট্রেলিয়া ঝড় থেমেছে ২০১১ সালে এসে। অস্ট্রেলিয়া এখন পর্যন্ত ফাইনাল খেলেছে ৭বার। এরমধ্যে বিশ্বকাপ জিতেছে ৫বার (১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫), রানার-আপ হয়েছে ২বার (১৯৭৫, ১৯৯৬)। টানা তিনটি বিশ্বকাপ জেতা একমাত্র দলও কিন্তু অস্ট্রেলিয়া। ১৯৯৯, ২০০৩, ২০০৭ বিশ্বকাপে অজিদের চ্যালেঞ্জ জানাতে পারে নি অন্য কোন দল। অস্ট্রেলিয়ার এই রেকর্ড কত দিন টিকবে বলে আপনি মনে করেন?
ইংল্যান্ড
বলা হয়ে থাকে ক্রিকেট খেলা শুরু হয়েছে ইংরেজদের হাত ধরে। অথচ সেই ইংল্যান্ডকেই কিনা বিশ্বকাপ জিততে অপেক্ষা করতে হয়েছে ২০১৯ সাল পর্যন্ত। ইংল্যান্ড এখন পর্যন্ত ফাইনাল খেলেছে মোট ৪বার। ২০১৯ সালে নিজেদের প্রথম ও একমাত্র বিশ্বকাপ ঘরে তুলেছে ইংলিশরা। এর আগে ১৯৭৯, ১৯৮৭, ১৯৯২ সালের বিশ্বকাপগুলোতে রানার-আপ হওয়ার কষ্ট নিয়ে খালি হাতে ফিরেছিল ইংল্যান্ড।
ভারত
ক্রিকেট বাণিজ্যের রাজধানী ভারত এখন পর্যন্ত ফাইনাল খেলেছে ৩বার। তিন ফাইনালের মধ্যে ২বার (১৯৮৩, ২০১১) বিজয়ীর তাকিলায় নাম উঠাতে পেরেছে তারা। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে রানার-আপ হয়েছিল ভারত।
নিউজিল্যান্ড
ক্রিকেট যদি হয় জেন্টাল ম্যানস গেম, তবে নির্দ্বিধায় নিউজিল্যান্ডকে এই খেলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা যায়। নিপাট ভদ্রলোকদের দল নিউজিল্যান্ড এখন পর্যন্ত বিশ্বকাপের ফাইনাল খেলেছে মাত্র ২বার। ২বারই তারা পরাজিতদের দলে। ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের ফাইনাল খেললেও বিশ্বকাপ জেতার স্বাদ নিউজিল্যান্ডের এখনো পাওয়া হয় নি।
পাকিস্তান
ক্রিকেট ভালোবাসেন কিন্তু পাকিস্তান ক্রিকেট দলের খেলা পছন্দ করেন না এমন মানুষ কি খুঁজে পাওয়া যাবে? একটা কথা মাঝে মাঝেই বলা হয়ে থাকে যে, ক্রিকেট হলো গৌরবময় অনিশ্চয়তার খেলা। আর এই কথাটি সত্য প্রমাণের পুরো দায়িত্বই যেন পাকিস্তান ক্রিকেট দল নিজেদের কাঁধে তুলে নিয়েছে। আনপ্রেডিক্টেবল পাকিস্তান এখন পর্যন্ত বিশ্বকাপ ফাইনাল খেলেছে মাত্র ২বার (১৯৯২, ১৯৯৯)। গ্রেট ইমরান খানের হাত ধরে ১৯৯২ সালের বিশ্বকাপ পাকিস্তান ঘরে তুলেছিল। এরপর ১৯৯৯ বিশ্বকাপের ফাইনালে অজিদের কাছে হেরে রানার-আপ হয়েছিল পাকিস্তান।
শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা এখন পর্যন্ত ফাইনাল খেলেছে মোটে ৩বার। পুরো বিশ্বকে চমকে দিয়ে ১৯৯৬ সালে প্রথম বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। এরপর ২০০৭, ২০১১ সালে টানা দুটা বিশ্বকাপ ফাইনাল খেললেও শিরোপার দেখা পায় নি এই দ্বীপ দেশটি।
ওয়েস্ট ইন্ডিজ
অস্ট্রেলিয়ার আগে ক্রিকেট বিশ্ব যে দেশটি শাসন করেছিল, সে দেশটির নাম ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট বিশ্বকাপের প্রথম তিন আসরের সব কটির ফাইনালে খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৭৫, ১৯৭৯- টানা দুই বিশ্বকাপ নিজেদের ঘরে তুলেছিল তারা। ১৯৮৩ সালের ফাইনালে ভারতের কাছে হেরে রানার-আপ হতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। এরপরে আর কখনো বিশ্বকাপ জেতা তো দূরের কথা, বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত যেতে পারে নি ক্যারিবীয়রা।
ক্রিকেট বিশ্বকাপ কে কতবার জিতেছে
দল | ফাইনাল | বিজয়ী | রানার-আপ |
---|---|---|---|
অস্ট্রেলিয়া | ৭ | ৫ (১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫) | ২ (১৯৭৫, ১৯৯৬) |
ইংল্যান্ড | ৪ | ১ (২০১৯) | ৩ (১৯৭৯, ১৯৮৭, ১৯৯২) |
ভারত | ৩ | ২ (১৯৮৩, ২০১১) | ১ (২০০৩) |
নিউজিল্যান্ড | ২ | ০ | ২ (২০১৫, ২০১৯) |
পাকিস্তান | ২ | ১ (১৯৯২) | ১ (১৯৯৯) |
শ্রীলঙ্কা | ৩ | ১ (১৯৯৬) | ২ (২০০৭, ২০১১) |
ও. ইন্ডিজ | ৩ | ২ (১৯৭৫, ১৯৭৯) | ১ (১৯৮৩) |
ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকায় আপনার পছন্দের দল কয়বার নাম লিখিয়েছে?
আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে?
আরও পড়ুন- এশিয়া কাপ চ্যাম্পিয়ন লিস্ট