in ,

কবি সাহিত্যিকদের ছদ্মনাম, জন্ম-মৃত্যু ও তাদের বিখ্যাত সাহিত্যকর্ম 

কবি সাহিত্যিকদের ছদ্মনাম
কবি সাহিত্যিকদের ছদ্মনাম
বিখ্যাত কবি সাহিত্যিকদের ছদ্মনাম দিয়ে লেখার প্রচলন বহু পুরোনো। কবি সাহিত্যিকদের ছদ্মনাম, জন্ম-মৃত্যু তারিখ ও তাদের বিখ্যাত সাহিত্যকর্ম- এই প্রশ্নসমূহ অনেক চাকরিপ্রার্থী পরীক্ষার্থীদের নিকট খুবই পরিচিত৷ পরীক্ষার্থীদের সুবিধার্থে আমাদের আজকের আয়োজন পরীক্ষায় আসে তেমন কিছু কবি সাহিত্যিকদের ছদ্মনাম, জন্ম-মৃত্যু তারিখ ও তাদের বিখ্যাত সাহিত্যকর্ম নিয়ে।

কবি সাহিত্যিকদের ছদ্মনাম

রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ৯টি – ভানুসিংহ ঠাকুর, অশপটচন্দ্র ভাস্কর, আন্নাকালী পাকড়াশী, দিকশূন্য ভট্টাচার্য, নবীনকিশোর শর্মন, ষষ্ঠীচরণ দেব শর্মা, বাণীবিনোদ বিদ্যাবিনোদ, শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী মধ্যমা।

জন্ম- ৭ মে ১৮৬১ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা, ব্রিটিশ ভারত ( পশ্চিমবঙ্গ, ভারত)।
মৃত্যু- ৭ আগস্ট ১৯৪১ (বয়স ৮০), জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা, ব্রিটিশ ভারত (পশ্চিমবঙ্গ, ভারত)।
উল্লেখযোগ্য রচনাবলিঃ গীতাঞ্জলি (১৯১০), রবীন্দ্র রচনাবলী, গোরা, আমার সোনার বাংলা, জনগণমন, ঘরে-বাইরে।

কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ৮টি- ধূমকেতু, নুরু, নরু, তারাক্ষাপা, নজরুল এছলাম, মোহম্মদ লোক হাসান, বাগনান, কহ্লন মিশ্র।
জন্ম- ২৪ মে ১৮৯৯।  চুরুলিয়া, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমানে পশ্চিম বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ, ভারত)
মৃত্যু- ২৯ আগস্ট ১৯৭৬ (বয়স ৭৭)। ঢাকা, বাংলাদেশ
উল্লেখযোগ্য সাহিত্যকর্মঃ চল্‌ চল্‌ চল্‌,  বিদ্রোহী নজরুলগীতি, অগ্নিবীণা (কাব্যগ্রন্থ), বাঁধন হারা, ধূমকেতু, বিষের বাঁশি।

কালি প্রসন্ন সিংহ

কালী প্রসন্ন সিংহের ছদ্মনাম হুতোম পেঁচা
জন্ম- ২৩ ফেব্রুয়ারি ১৮৪০ (কলকাতা, বাংলা, ব্রিটিশ ভারত)।
মৃত্যু- ২৪ জুলাই ১৮৭০ (বয়স ২৯)। কলকাতা, বাংলা, ব্রিটিশ ভারত
উল্লেখযোগ্য সাহিত্যকর্মঃ হুতোম প্যাঁচার নকশা (১৮৬১)।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কমলাকান্ত।
জন্ম- ২৬ জুন ১৮৩৮ ( ১৩ আষাঢ় ১২৪৫), ভারতের বর্তমান উত্তর চব্বিশ পরগণা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে।
মৃত্যু- ৮ এপ্রিল ১৮৯৪ (বয়স ৫৫), কলকাতা।
উল্লেখযোগ্য রচনাবলি- আনন্দমঠ, দুর্গেশনন্দিনী, রাজসিংহ।

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হাবু শর্মা।
জন্ম- ২৩ জুলাই, ১৮৯৮। লাভপুর, বীরভূম জেলা, বাংলা, ব্রিটিশ ভারত (পশ্চিমবঙ্গ, ভারত)।
মৃত্যু- সেপ্টেম্বর ১৪, ১৯৭১। কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত।
উল্লেখযোগ্য রচনাবলি- হাঁসুলীবাঁকের উপকথা (১৯৫১)।

প্রমথ চৌধুরী

প্রমথ চৌধুরীর ছদ্মনাম বীরবল।
জন্ম-  ৭ আগস্ট, ১৮৬৮। যশোর, ব্রিটিশ ভারত।
মৃত্যু- ২ সেপ্টেম্বর ১৯৪৬ (বয়স ৭৮)। কলকাতা, ব্রিটিশ ভারত।
উল্লেখযোগ্য রচনাবলি- বীরবলের হালখাতা (১৯১৬), চার-ইয়ারী কথা (১৯১৬)। প্রমথ চৌধুরী বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক হিসাবে প্রসিদ্ধ। সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিতরীতি প্রবর্তন করেন।

বলাইচাঁদ মুখোপাধ্যায়

বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল।
জন্মঃ ১৯ জুলাই ১৮৯৯। জেলা: পূর্ণিয়া, গ্রাম: মণিহার, বিহার, ভারত।
মৃত্যুঃ ৯ ফেব্রুয়ারি ১৯৭৯ (বয়স ৭৯), কলকাতা, ভারত।
উল্লেখযোগ্য রচনাবলিঃ সাত সমুদ্র তেরো নদী, আকাশবাসী, তুমি।

সুনীল গঙ্গোপাধ্যায়

সুনীল গঙ্গোপাধ্যায় লিখতেন নীললোহিত, সনাতন পাঠক, এবং নীল উপাধ্যায় ছদ্মনামে।
জন্মঃ ৭ সেপ্টেম্বর ১৯৩৪।  মাদারীপুর জেলা, ঢাকা, বাংলাদেশ।
মৃত্যুঃ ২৩ অক্টোবর ২০১২ (বয়স ৭৮)। কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত।
উল্লেখযোগ্য রচনাবলিঃ প্রথম আলো, পূর্ব-পশ্চিম, সেই সময়।

মোহিত লাল মজুমদার

মহিত লাল মজুমদারের ছদ্মনাম ছিল সত্য সুন্দর দাস।
জন্মঃ ২৬শে অক্টোবর, ১৮৮৮। কাঁচড়াপাড়া, হালিশহর, উত্তর চব্বিশ পরগণা, ভারত।
মৃত্যুঃ ২৬শে জুলাই, ১৯৫২। কলকাতা, ভারত।
উল্লেখযোগ্য রচনাবলিঃ দেবেন্দ্র-মঙ্গল, স্বপন-পসারী, বিস্মরণী, আধুনিক বাংলা সাহিত্য।

জসীমউদ্দিন

পল্লী কবি জসীমউদ্দিনের ছদ্মনাম ছিল জমীরউদ্দিন মোল্লা।
জন্মঃ ১ জানুয়ারি, ১৯০৩। তাম্বুলখানা, ফরিদপুর জেলা।
মৃত্যুঃ ১৪ মার্চ ১৯৭৬ (বয়স ৭৩)। ঢাকা, বাংলাদেশ।
উল্লেখযোগ্য রচনাবলিঃ নকশী কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট।

সৈয়দ মুজতবা আলী

সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম ছিল সত্যপীর/ মুসাফির/ প্রিয়দর্শী।
জন্মঃ ১৩ সেপ্টেম্বর ১৯০৪, করিমগঞ্জ, সিলেট।
মৃত্যুঃ ১১ ফেব্রুয়ারি ১৯৭৪ (বয়স ৬৯)।

অন্নদাশঙ্কর রায়

অন্নদাশঙ্করের ছদ্মনাম ছিল লীলাময় রায়।
জন্মঃ ১৫ মার্চ, ১৯০৪। ঢেঙ্কানল, বেঙ্গল প্রেসিডেন্সী, উড়িষ্যা, ভারত।
মৃত্যুঃ ২৮ অক্টোবর, ২০০২।

প্যারীচাঁদ মিত্র

প্যারীচাঁদ মিত্রের ছন্মনাম ছিল টেকচাঁদ ঠাকুর।
জন্মঃ ২২ জুলাই ১৮১৪, কলকাতা, বেঙ্গল প্রেসিডেন্সি।
মৃত্যুঃ ২৩ নভেম্বর ১৮৮৩ (বয়স ৬৯),কলকাতা, বেঙ্গল প্রেসিডেন্সি।
উল্লেখযোগ্য সাহিত্যকর্মঃ ১৮৫৭ খ্রি. প্রকাশিত আলালের ঘরের দুলাল তার শ্রেষ্ঠ এবং বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ছদ্মনাম– কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য।
জন্মঃ ২৬ সেপ্টেম্বর, ১৮২০। বীরসিংহ গ্রাম, হুগলি জেলা, বাংলা প্রেসিডেন্সি, ভারত।
মৃত্যুঃ ২৯ জুলাই, ১৮৯১ (বয়স ৭০)। কলকাতা, বেঙ্গল প্রেসিডেন্সি, ভারত।
উল্লেখযোগ্য রচনাবলিঃ বর্ণপরিচয় , কথামালা, বোধোদয়, আখ্যানমঞ্জরী ব্যাকরণ কৌমুদী, বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব (২ খণ্ডে), বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব (২ খণ্ডে)[১], অতি অল্প হইল(১৮৭৩), আবার অতি অল্প হইল (১৮৭৩), ব্রজবিলাস(১৮৮৪)।

বিভৃতিভূষণ বন্দ্যোপাধ্যায়

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম ছিল ক্বচিৎপ্রৌঢ়।
জন্মঃ ১২ সেপ্টেম্বর ১৮৯৪। মুরারিপুর গ্রাম, উত্তর চব্বিশ পরগণা জেলা, ভারত।
মৃত্যুঃ ১ নভেম্বর, ১৯৫০ (বয়স ৫৬)। ঘাটশিলা, বিহার (ঝাড়খণ্ড), ভারত।
উল্লেখযোগ্য রচনাবলিঃ পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইছামতী, অশনি সংকেত, মেঘমল্লার, তালনবমী, চাঁদের পাহাড়, দৃষ্টিপ্রদীপ,দেবযান।

বিমল মিত্র

ছদ্মনাম– জাবালি
জন্মঃ ১৮ মার্চ , ১৯১২, কলকাতা।
মৃত্যুঃ ২ ডিসেম্বর , ১৯৯১।
উল্লেখযোগ্য রচনাবলিঃ সাহেব বিবি গোলাম, কড়ি দিয়ে কিনলাম, বেগম মেরী বিশ্বাস।

আবুল ফজল

ছদ্মনাম – শমসের উল আজাদ
জন্মঃ ১ জুলাই ১৯০৩, সাতকানিয়া, চট্টগ্রাম জেলা।
মৃত্যুঃ ৪ মে, ১৯৮৩ (বয়স ৭৯)।
উল্লেখযোগ্য সাহিত্যকর্মঃ রাঙ্গা প্রভাত(১৩৬৪),চৌচির(১৯৩৪) ও মাটির পৃথিবী(১৩৪৭)।

রোকনুজ্জামান খান

ছদ্মনাম– দাদা ভাই
জন্মঃ ৯ এপ্রিল ১৯২৫, পাংশা, রাজবাড়ী , বাংলা প্রদেশ, ব্রিটিশ ভারত।
মৃত্যুঃ ৩ ডিসেম্বর ১৯৯৯ (বয়স ৭৪)।

রাজশেখর বসু

ছদ্মনাম– পরশুরাম
জন্মঃ ১৬ মার্চ ১৮৮০। বামুনপাড়া গ্রাম, বর্ধমান জেলা, বাংলা প্রেসিডেন্সি, ভারত ।
মৃত্যুঃ এপ্রিল ২৭, ১৯৬০ (বয়স ৮০)। কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত।
উল্লেখযোগ্য রচনাবলিঃ চলন্তিকা অভিধান, গড্ডলিকা, কজ্জলী, হনুমানের স্বপ্ন, গল্পকল্প, ধুস্তরীমায়া ইত্যাদি গল্প, কৃষ্ণকলি ইত্যাদি গল্প, নীলতারা ইত্যাদি গল্প, আনন্দীবাঈ ইত্যাদি গল্প, চমৎকুমারী ইত্যাদি গল্প, কালিদাসের মেঘদূত, বাল্মীকি রামায়ণ (সারানুবাদ), কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকৃত মহাভারত (সারানুবাদ), শ্রীমদ্‌ভগবদ্‌গীতা।

নীহাররঞ্জন গুপ্ত

ছদ্মনাম– বানভট্ট
জন্মঃ ৬ জুন, ১৯১১। লোহাগড়া, নড়াইল জেলা নড়াইল, বাংলা প্রদেশ, ভারত।
মৃত্যুঃ ২০ ফেব্রুয়ারি ১৯৮৬ (বয়স ৭৪), কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত।

মীর মশাররফ হোসেন

ছদ্মনাম– গাজী মিয়া
জন্ম- ১৮৪৭ সালে  কুষ্টিয়া জেলায়।
মৃত্যু- ১৯ ডিসেম্বর ১৯১১।
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম: বসন্তকুমারী নাটক

বিমল ঘোষ

ছদ্মনাম– মৌমাছি
জন্মঃ ১৮ মার্চ, ১৯১০, বেলিয়াতোড়, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ, ভারত।
মৃত্যুঃ ৭ মার্চ ১৯৮২ (বয়স ৭২), কলকাতা , ভারত।
উল্লেখযোগ্য সাহিত্যকর্মঃ ইউরোপের অগ্নিকোণে, ”কামাল পরদেশী ও চেঙাবেঙা’।

শমরেশ বসু

ছদ্মনাম– কালকূট

চারুচন্দ্র মুখোপাধ্যায়

ছদ্মনাম– জরাসন্ধ

কালিকান্দ

ছদ্মনাম– অবধূত

হরিনাথ মজুমদার

ছদ্মনাম– কাঙাল হরিনাথ
জন্মঃ ২২ জুলাই, ১৮৩৩, কুষ্টিয়া জেলা।
মৃত্যুঃ ১৬ এপ্রিল, ১৮৯৬।

সতীনাথ ভাদুড়ী

ছদ্মনাম– চিত্র গুপ্ত
জন্মঃ ২৭ সেপ্টেম্বর ১৯০৬, ভাট্টাবাজার, পূর্ণিয়া, বিহার, ভারত।
মৃত্যুঃ ৩০ মার্চ ১৯৬৫।
উল্লেখযোগ্য সাহিত্যকর্মঃ জাগরী ১৯৪৫।

ডঃ মনিরুজ্জামান

ছদ্মনাম – হায়াৎ মামুদ

মঈনুদ্দিন আহমেদ

ছদ্মনাম– সেলিম আল দীন

অচিন্তাকুমার সেনগুপ্ত

ছদ্মনাম– নীহারিকা দেবী

কাজেম আল কোরায়েশী

ছদ্মনাম– কায়কোবাদ

লিখেছেন- পূজা ধর