ওয়ানডে বিশ্বকাপের ১২টি আসর এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের নিয়ে আজকের এই আয়োজন।
১৯৭৫ বিশ্বকাপ
১৯৭৫ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান গ্লেন টার্নার।

[ম্যাচ- ৪, রান- ৩৩৩, গড়- ১৬৬.৫০, স্ট্রাইক রেট- ৬৮.৫১, সেঞ্চুরি– ২, সর্বোচ্চ ইনিংস- ১৭১* ]
১৯৭৯ বিশ্বকাপ
১৯৭৯ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান গর্ডন গ্রিনিজ।

[ম্যাচ- ৪, রান- ২৫৩, গড়- ৮৪.৩৩, স্ট্রাইক রেট- ৬২.৩১, সর্বোচ্চ ইনিংস- ১০৬* ]
১৯৮৩ বিশ্বকাপ
১৯৮৩ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছিলেন ইংলিশ ব্যাটসম্যান ডেভিড গাওয়ার।

[ম্যাচ- ৭, রান- ৩৮৪, গড়- ৭৬.৮০, স্ট্রাইক রেট- ৮৪.৯৫, সেঞ্চুরি- ১, ফিফটি– ১]
১৯৮৭ বিশ্বকাপ
১৯৮৭ বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছিলেন গ্রাহাম গুচ।
[ম্যাচ- ৮, রান- ৪৭১, গড়- ৫৮.৮৭, স্ট্রাইক রেট- ৭০.২৯]
১৯৯২ বিশ্বকাপ
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ১৯৯২ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছিলেন নিউজিল্যান্ডের মার্টিন ক্রো।

[ম্যাচ- ৯, রান- ৪৫৬, স্ট্রাইক রেট- ৯০.৮৩, সেঞ্চুরি– ১, ফিফটি- ৪]
১৯৯৬ বিশ্বকাপ
১৯৯৬ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছিলেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার।

[ম্যাচ- ৭, রান- ৫২৩, গড়- ৮৭.১৬, স্ট্রাইক রেট- ৮৫.৮৭, সেঞ্চুরি– ২, ফিফটি-৩]
১৯৯৯ বিশ্বকাপ
১৯৯৯ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক রাহুল দ্রাবিড়।

[ম্যাচ- ৮, রান- ৪৬১, গড়- ৬৫.৮৬, স্ট্রাইক রেট- ৮৫.৫২, সেঞ্চুরি– ২, ফিফটি-৩]
২০০৩ বিশ্বকাপ
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০০৩ বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্ট সর্বোচ্চ রান করেন শচীন টেন্ডুলকার।

[ম্যাচ- ১১, রান- ৬৭৩, গড়- ৬১.১৮, স্ট্রাইক রেট- ৮৯.২৫, সেঞ্চুরি– ১, ফিফটি-৬, সর্বোচ্চ- ১৫২]
২০০৭ বিশ্বকাপ
২০০৭ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ম্যাথু হেইডেন।

[ম্যাচ- ১১, রান- ৬৫৯, গড়- ৭৩.২২, স্ট্রাইক রেট- ১০১.০৭, সেঞ্চুরি– ৩, ফিফটি-১]
২০১১ বিশ্বকাপ
ভারত ও বাংলাদেশে অনুষ্ঠিত ২০১১ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছিলেন তিলাকারত্নে দিলশান।

[ম্যাচ- ৯, রান- ৫০০, গড়- ৬২.৫০, স্ট্রাইক রেট- ৯০.৭৪, সেঞ্চুরি– ২, ফিফটি-২, সর্বোচ্চ- ১৪৪]
২০১৫ বিশ্বকাপ
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১৫ বিশ্বকাপে সবচেয়ে বেশি করেছেন মার্টিন গাপটিল।

[ম্যাচ- ৯, রান- ৫৪৭, গড়- ৬৮.৩৭, স্ট্রাইক রেট- ১০৪.৫৮, সেঞ্চুরি– ২, ফিফটি-১, সর্বোচ্চ- ২৩৭*]
২০১৯ বিশ্বকাপ
২০১৯ বিশ্বকাপে অল্পের জন্য শচীন টেন্ডুলকারের রেকর্ড ছোঁয়া হয় নি রোহিত শর্মার। ২০১৯ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত ৯ ম্যাচে করেছিলেন ৬৪৮।

[ম্যাচ- ৯, রান- ৬৪৮, গড়- ৮১.০০, স্ট্রাইক রেট- ৯৮.৩৩, সেঞ্চুরি– ৫, ফিফটি-১]
আরও পড়ুন- ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা দশ ব্যাটসম্যান
আরও পড়ুন- ওয়ানডে বিশ্বকাপে শচীন টেন্ডুলকারের যত রেকর্ড