বিনোদন জগতে কালজয়ী চরিত্রের আবির্ভাব ঘটে কালেভদ্রে। মহানগরের ওসি হারুন কালকে জয় করতে পারবে কিনা সেটি কালই বলে দেবে। কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মহানগর ২ মুক্তির পর থেকে ওসি হারুনকে নিয়ে যেই উন্মাদনা চলছে তাতে ওসি হারুনের পক্ষে বাজি ধরা যেতে পারে। পরিচালক আশফাক নিপুণ দর্শকদের অনেক ধাঁধার মধ্যে রেখে মহানগর সিজন দুই শেষ করেছেন। সিজন তিনে ওসি হারুন কি খেলা দেখান দর্শকরা এখনই তা দেখার জন্য দিনক্ষণ গণনা শুরু করে দিয়েছেন।
প্রকৃতপক্ষে মহানগরের মূল নায়ক নির্মাতা আশফাক নিজেই। গল্পের এমন শক্ত গাঁথুনি থাকলে গল্পই হয়ে উঠে মূল চরিত্র। কিন্তু তারপরেও নির্মাতার ভাবনাকে পর্দায় পুরোপুরিভাবে ফুটিয়ে তোলার জন্যও প্রয়োজন একজন পরীক্ষিত যোদ্ধার। ওসি হারুন চরিত্রে মোশাররফ করিম নিজের শতভাগ ঢেলে দিয়ে আশফাকের কাজ অনেক সহজ করে দিয়েছেন। কিন্তু মোশাররফ করিমই কি হারুন চরিত্রে আশফাকের প্রথম পছন্দ ছিলেন?

“গল্পটা তো আমার মোটামুটি সাজানোই ছিল। ওসি হারুন ক্যারেক্টারে আমি মোশাররফ করিম ছাড়া আর কাউকেই দেখি নি।”
আশফাকের এই উত্তর থেকে বুঝতেই পারছেন মোশাররফ করিমই ছিলেন তার প্রথম পছন্দ। কিন্তু মোশাররফ করিমকে না পেলে কি করতেন তিনি?
“মোশাররফ করিম না হলে আমি মহানগরটা পিছাতাম হয়ত। আমি জানতাম মোশাররফ ভাই এটা করবেন। ওসি হারুন ক্যারেক্টারটা লেখার সময়ই আমার মনে হচ্ছিল।”
আশফাক আরও যোগ করেন, “Mossarraf Karim is a brilliant actor. উনি একটা যে কোন চরিত্রকে নেক্সট লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারেন। হারুন ক্যারেক্টারটার যে কানিংনেস, যে ধূর্ততা, আবার একই সাথে সে মজাও নিচ্ছে।”
“দুইটা কথা মনে রাখবেন, দুই ধরনের মানুষের কাছে সত্য গোপন করবেন না। এক. মা, দুই. পুলিশ। …………………………………. এই যে আমি ডায়ালগগুলো দিচ্ছি সেগুলোকে অন্যভাবে প্রেজেন্ট করা এটা আমার মনে হচ্ছিল যে, মোশাররফ করিম ছাড়া ওসি হারুন হবে না। এটা একদম আমার প্রথমেই মাথায় ছিল। যদি ডেটের ইস্যু হতো, তাহলে আমি হয়ত অন্য গল্প করতাম।”
ওসি হারুন কি বাংলাদেশের বিনোদন ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় চরিত্র হতে যাচ্ছে? প্রিয় পাঠক, আপনাদের কি মনে হয়?
আরও পড়ুন- চলছে মহানগর ঝড়!