[সিলেটসহ দেশের কয়েকটি এলাকায় বন্যার কারণে ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা শুরুর পরিবর্তিত তারিখ পরে জানানো হবে।]
২০২২ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ অনুযায়ী পরীক্ষা শুরু হবে ১৯ জুন ও শেষ হবে ৬ জুলাই।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ড চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি (রুটিন) প্রকাশ করেছে৷ সাধারণত বছরের ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও করোনা সংক্রমণের কারণে ২০২০ সাল থেকে পরীক্ষার সময়সূচিতে বেশ কিছু পরিবর্তন এসেছে৷
করোনার কারণে ঠিক সময়ে পরীক্ষা হচ্ছে না বা কখনো কখনো বাতিল করতে হচ্ছে। ঠিক এই কারণের জেরে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও নির্ধারিত সময়ের অনেক পরে অনুষ্ঠিত হচ্ছে।
অন্যান্য বছর মূল পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনী পরীক্ষায় বসতে হতো৷ কিন্তু, করোনার ফলে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে এ বছর শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়নি। তাছাড়া চলতি বছর এসএসসিতে শিক্ষার্থীদের তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে না।
এসএসসি পরীক্ষার রুটিন ২০২২
এসএসসি পরীক্ষা শুরু- ১৯ জুন।
এসএসসি পরীক্ষা শেষ – ৬ জুলাই।
পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময় – সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
বিভাগভেদে যে সকল বিষয়ে পরীক্ষা দিতে হবেঃ
বাংলা, ইংরেজি, গণিত, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষিশিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা, পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ, উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান, জীববিজ্ঞান, অর্থনীতি।
চলুন, এবার কোন বিষয়ে পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হবে সেটি দেখে নেওয়া যাকঃ
১৯ জুন – বাংলা (আবশ্যিক) প্রথমপত্র ও সহজ বাংলা প্রথমপত্র
২০ জুন – বাংলা (আবশ্যিক) দ্বিতীয়পত্র ও সহজ বাংলা দ্বিতীয়পত্র
২২ জুন – ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্র
২৫ জুন – ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্র
[পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ২৫ জুনের এসএসসি পরীক্ষা ২৪ জুন অনুষ্ঠিত হবে]
২৭ জুন – গণিত (আবশ্যিক)
২৮ জুন – গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষিশিক্ষা (তত্ত্বীয়), সংগীত (তত্ত্বীয়), আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) এবং চারু ও কারুকলা (তত্ত্বীয়)
৩০ জুন – পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং
২ জুলাই – রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ
৪ জুলাই – ভূগোল ও পরিবেশ ৩ জুলাই, উচ্চতর গণিত (তত্ত্বীয়)
৫ জুলাই – হিসাববিজ্ঞান
৬ জুলাই – জীববিজ্ঞান (তত্ত্বীয়) এবং অর্থনীতি পরীক্ষা