এশিয়ার ক্রিকেটে কে সেরা, তা নির্ধারণের জন্য ১৯৮৪ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের হাত ধরে শুরু হয় এশিয়া কাপ। এশিয়া মহাদেশে ক্রিকেট জনপ্রিয় করার লক্ষ্য নিয়ে খুবই স্বল্প পরিসরে ১৯৮৩ সালে যাত্রা শুরু করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। বর্তমানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এসিসি’র পূর্ণকালীন সদস্য। এছাড়া সহযোগী দেশ আছে আরও ২৪টি।
এশিয়া কাপ এখন পর্যন্ত ১৫বার অনুষ্ঠিত হয়েছে। যার প্রায় অর্ধেকবারই শিরোপা জিতেছে ভারত। ভারত এশিয়া কাপ জিতেছে মোটে ৭বার, শ্রীলঙ্কা এশিয়া কাপ জিতেছে ৬বার। ভারত-শ্রীলঙ্কার তুলনায় পাকিস্তানের অবস্থা শোচনীয়। পাকিস্তান এশিয়া কাপ জিতেছে মাত্র ২বার।
বাংলাদেশ কখনো এশিয়া কাপ জয়ের স্বাদ না পেলেও ফাইনাল খেলেছে মোটে ৩বার। এরমধ্যে ২০১২ সালে পুরো বাংলাদেশে কেঁদেছে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে হারার কষ্টে। ২০১৫ সালে একাধারে পাকিস্তান, ভারত ও সাউথ আফ্রিকাকে দেশের মাটিতে ৫০ ওভারের ক্রিকেটে সিরিজ হারানোর পর থেকে বাংলাদেশ ক্রিকেটে উন্নতির ছাপ স্পষ্ট ছিল। ২০১৬ ও ২০১৮ সালে অনুষ্ঠিত ২টি এশিয়া কাপেরই ফাইনাল খেলেছে বাংলাদেশ। দুবারই ফাইনালে হারতে হয়েছে ভারতের কাছে।
এশিয়া কাপ ৫০ ওভারের টুর্নামেন্ট হলেও, ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপ সামনে রেখে সে বছরের টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছিল টি-২০ সংস্করণে। সর্বশেষ এশিয়া কাপের ১৫তম আসর অনুষ্ঠিত হয়েছে ২০২২ সালে, সংযুক্ত আরব আমিরাতে। এই আসর শ্রীলঙ্কার আয়োজন করার কথা থাকলেও দেশের অর্থনৈতিক বিপর্যয়ের কারণে এই টুর্নামেন্ট শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।
এশিয়া কাপ চ্যাম্পিয়ন লিস্ট
সাল | চ্যাম্পিয়ন | রানার্স আপ | হোস্ট |
---|---|---|---|
১৯৮৪ | ভারত | শ্রীলঙ্কা | ইউএই |
১৯৮৬ | শ্রীলঙ্কা | পাকিস্তান | শ্রীলঙ্কা |
১৯৮৮ | ভারত | শ্রীলঙ্কা | বাংলাদেশ |
১৯৯০-৯১ | ভারত | শ্রীলঙ্কা | বাংলাদেশ |
১৯৯৫ | ভারত | শ্রীলঙ্কা | ইউএই |
১৯৯৭ | শ্রীলঙ্কা | ভারত | শ্রীলঙ্কা |
২০০০ | পাকিস্তান | শ্রীলঙ্কা | বাংলাদেশ |
২০০৪ | শ্রীলঙ্কা | ভারত | শ্রীলঙ্কা |
২০০৮ | শ্রীলঙ্কা | ভারত | পাকিস্তান |
২০১০ | ভারত | শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা |
২০১২ | পাকিস্তান | বাংলাদেশ | বাংলাদেশ |
২০১৪ | শ্রীলঙ্কা | পাকিস্তান | বাংলাদেশ |
২০১৬ | ভারত | বাংলাদেশ | বাংলাদেশ |
২০১৮ | ভারত | বাংলাদেশ | ইউএই |
২০২২ | শ্রীলঙ্কা | পাকিস্তান | ইউএই |
আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে?