in

ভাবসম্প্রসারণঃ একবার না পারিলে দেখ শতবার

ভাবসম্প্রসারণঃ একবার না পারিলে দেখ শতবার
ভাবসম্প্রসারণঃ একবার না পারিলে দেখ শতবার

ছোটবেলা থেকে হাতে গোনা যে কয়েকটি বাক্য আমাদের মাথায় গেঁথে আছে তাঁর একটি হলো “একবার না পারিলে দেখ শতবার”। এ কথাটি আমরা সবাই শুনেছি। কিন্তু এর মর্মার্থ কি আমরা সবাই ধরতে পেরেছি? একবার না পারিলে দেখ শতবার ভাবসম্প্রসারণটি নিম্নে তুলে ধরা হল।

একবার না পারিলে দেখ শতবার ভাবসম্প্রসারণ 

মূলভাবঃ কঠোর পরিশ্রম এবং অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে যে কোন কাজে সফলতা অর্জন করা যায়। কোন কাজে একবার ব্যর্থ হলে, দ্বিতীয়বার দ্বিগুণ উদ্যমের সাথে সেই কাজটি সম্পন্ন করার চেষ্টা করতে হবে। তবেই দিন শেষে সফলতার উচ্চ শিখরে পৌঁছানোর সম্ভব।

সম্প্রসারিত ভাবঃ মানব জীবন সংগ্রাম এর অপর নাম। মানব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ জন্মের পর থেকে মৃত্যু অবধি প্রতিনিয়ত অসংখ্য বাধা-বিপত্তি এবং প্রতিকূলতার সাথে টিকে থেকে মানুষকে জীবন সংগ্রামে জয়ী হতে হয়। এক্ষেত্রে কেবলমাত্র যারা জয়ী হতে পারে তারাই জীবনে সুখ, সমৃদ্ধি এবং প্রশান্তি লাভ করতে পারে। ফলে তারা জীবনকে উপভোগ করতে পারে। উল্টোদিকে জীবন সংগ্রামে পরাজিত সৈনিককে বয়ে বেড়াতে হয় ব্যর্থতা এবং পরাধীনতার গ্লানি। ফলে জীবন হয়ে ওঠে দুঃখ-দুর্দশাময়। জীবনের এই অনবদ্য সংগ্রামে সময়ের সাথে টিকে থাকার একমাত্র উপায় হল কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়।পরিশ্রম এবং অধ্যবসায় শব্দ দুটি একে অপরের পরিপূরক। একটিকে বাদ দিয়ে অপর শব্দটি কল্পনাতীত। প্রকৃতপক্ষে অধ্যবসায় সহকারে কর্ম সম্পাদনের জন্য প্রয়োজন কঠোর পরিশ্রমের; আর অধ্যাবসায় ছাড়া পরিশ্রম বৃথা। এই জন্যই জ্ঞানীগুণী ব্যক্তিরা বলে গেছেন, অধ্যবসায় সফলতার একমাত্র চাবিকাঠি।

অধ্যবসায় ছাড়া ব্যক্তিজীবন তথা মানব জীবনে উন্নতি আশা করা অচিন্তনীয়। অধ্যবসায় এবং প্রচেষ্টার দ্বারাই অসাধ্যকে সাধন করা সম্ভব। কোন কাজে প্রথম চেষ্টায় সফলতা লাভ না করলেও হতাশ হলে চলবে না। বারবার দ্বিগুণ উদ্দ্যম এবং উত্তেজনার সাথে সেই কাজটি সম্পন্ন করার প্রচেষ্টা চালাতে হবে। সাফল্য বা সমৃদ্ধি কখনোই বিনা পরিশ্রমে লাভ করা সম্ভব নয়। জীবনকে সুন্দরভাবে সাজাতে এবং জীবনের সার্থকতা ও সঠিক সফলতা অর্জনের জন্য প্রয়োজন অক্লান্ত প্রচেষ্টার। পৃথিবীতে রাত্রির কালো আধার যেমন নেমে আসে, ঠিক তেমনি রাতের আঁধার শেষে সূর্যের আলো পৃথিবীতে আলোকিত করে তোলে। ঠিক একইভাবে অবিরাম চেষ্টার ফলে ধৈর্যশীল এবং অধ্যবসায়ী হওয়ার মাধ্যমে মানুষ অসফলতা এবং ব্যর্থতার গ্লানি থেকে বেরিয়ে এসে সফলতা এবং সমৃদ্ধির আলোকিত পথের অনুসারী হতে পারবে। অসফলতা বা হেরে যাওয়া থেকে শিক্ষা নিয়ে আবার প্রচেষ্টা করতে হবে সেই কাজটি সম্পাদন করার। হেরে যাওয়া থেকে ভয় পেয়ে কাজ করার উদ্দীপনাকে বাধা প্রদান করলে চলবে না। কোন কাজে হেরে গিয়ে তাকে এড়িয়ে যাওয়ার অর্থ হচ্ছে জীবনকে অসফলতার ভয়াবহ অন্ধকারের দিকে ধাবিত করা। একজন মানুষ কেবল তখনই পরাজিত হয়, যখন সে মানসিকভাবে হার মেনে নেয়। ইতিহাসের পাতায় সফল ব্যক্তিরা কখনোই পরাজয়কে গ্রহণ করেন নি। একের পর এক চেষ্টা করে গেছেন নিজের কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছানোর জন্য। একবার না পারিলে দেখ শতবার কথাটি এসেছে সফল মানুষদের জীবন পর্যবেক্ষণের মাধ্যমেই।

বিভিন্ন যুগে যুগে যারা ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন তারা প্রত্যেকেই ছিলেন অপরিসীম অধ্যবসায়ী। তারা তাদের জীবনে একবার অপরাগতার মুখ দেখার পর থেমে থাকেন নি বরং সে কাজটি সম্পাদন করার জন্য দ্বিগুণ উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে প্রতিনিয়ত চেষ্টা করেছেন। এর অনন্য উদাহরণ হলেন মহাকবি ফেরদৌসী। তার অনন্য কীর্তি মহাকাব্য “শাহনামা” হলো তার অক্লান্ত প্রচেষ্টা, কর্মনিষ্ঠা ও ত্রিশ বছরের অধ্যবসায়ে ফল। যা তাকে পৃথিবীর মানুষের কাছে করে তুলেছে অমর। স্কটল্যান্ড এর রাজা রবার্ট ব্রুস অধ্যবসায়ের এক অনন্য নজির স্থাপন করে গেছেন। তিনি ইংরেজ সৈন্যের সাথে পরপর সাতবার যুদ্ধে পরাজিত হয়েও থেমে থাকেনি। বরং অষ্টমবারের চেষ্টায় অসীম সাহসিকতা এবং অধ্যবসায় এর সাথে ইংরেজ সৈন্যদের কুপোকাত করে ছিনিয়ে এনেছিলেন বিজয়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন বলেছেন তার অপ্রতিম আবিষ্কারের পেছনে রয়েছে বহু বছরের নিরবিচ্ছিন্ন পরিশ্রম এবং অধ্যবসায়। দারিদ্রতার সাথে লড়াই করে এবং সঠিক প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচনা করে গেছেন অগ্নিবীণা, সাম্যবাদী, ঝিঙে ফুল, চক্রবাক, বাঁধনহারা, কুহেলিকা, বিষের বাঁশির মতো একের পর এক অদ্বিতীয় এবং অসাধারণ সৃষ্টি। তার এইসব অনবদ্য সৃষ্টির পেছনে রয়েছে অপরিশ্রান্ত অধ্যবসায়। জ্ঞানেন্দ্র মোহন দাস অধ্যবসায়ের সাহায্যেই বিশ বছরের একক প্রচেষ্টায় রচনা করেন পঞ্চাশ হাজারের বেশি শব্দ সংকলিত বাংলা ভাষার এক অনবদ্য অভিধান। অধ্যবসায়ের আরেক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করে গেছেন ইংরেজ প্রাবন্ধিক এবং দার্শনিক টমাস কার্লাইল। তাঁর রচিত ফরাসি বিপ্লবের ইতিহাসের প্রথম খণ্ডটি কোন কারণে আগুনে পুড়ে যায় কিন্তু তাতে তিনি থেমে থাকেনি। বরং এই ব্যর্থতাকে অগ্রাহ্য করে নতুন করে তৈরি করেন পান্ডুলিপি। তার দুরূহ অধ্যবসায়ের মাধ্যমে কেবল সম্ভব হয়েছে এটি, যা তাকে আজও অবিস্মরণীয় করে তুলেছে বিশ্ববাসীর কাছে। ইতিহাসের পাতায় অধ্যবসায়ের এমন ভুরি ভুরি উদাহরণ আছে। যারা একবার ব্যর্থতা লাভের পরে নিজের লক্ষ্য থেকে লক্ষ্যচ্যুত হয়ে পড়েন নি, বরং অধ্যবসায়ের সাথে আত্মবিশ্বাসী হয়ে লক্ষ্যের দিকে এগিয়ে গেছেন।

যে কোনো ধরনের পিছুটান বা লোক সমাজের নিন্দা তাদেরকে লক্ষ্যচ্যুত করতে পারেননি, তারা নতুন করে অধ্যবসায়ের মন্ত্রে উজ্জীবিত হয়ে নিজেদের কার্য সম্পাদনে সর্বদা সোচ্চার ছিলেন। এজন্যই নেপোলিয়ন বলেছেন, “Failure is the pillar of success”। কোন দেশ ও জাতির অগ্রগতির পথে অধ্যবসায়ের গুরুত্ব অপরিসীম। অধ্যবসায় কোন জাতিকে মার্জিত চারিত্রিক বৈশিষ্ট্য অর্জনে সক্ষম করে তোলে। ফলে সে জাতি তার স্বীয় কর্তব্য নিষ্ঠা সহকারে সম্পাদন করে, সামগ্রিকভাবে দেশ ও জাতির উন্নয়নে অপরিসীম ভূমিকা পালন করে।

মন্তব্যঃ আমাদের উচিৎ জীবনে কখনোই ব্যর্থতা বা প্রতিকূল পরিবেশকে আমাদের লক্ষ্যে পৌঁছানোর অন্তরায় হিসেবে ধরে না নিয়ে, নতুন উৎসাহ-উদ্দীপনার সাথে সেই প্রতিকূল পরিবেশকে মোকাবেলা করা। কাঙ্খিত সাফলতা অর্জন না করা পর্যন্ত আমাদের উচিৎ সেই কাজ ধৈর্য এবং অধ্যবসায়ের সাথে সম্পূর্ণ করার প্রয়াস চালিয়ে যাওয়া।

গুরুত্বপূর্ণ সকল ভাবসম্প্রসারণ-

১। ভাবসম্প্রসারণঃ পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি

২। ভাবসম্প্রসারণঃ একতাই বল

৩। ভাবসম্প্রসারণ: কীর্তিমানের মৃত্যু নেই / মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়

৪। ভাবসম্প্রসারণঃ ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ

৫। ভাবসম্প্রসারণঃ দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপস্বরূপ

৬। ভাবসম্প্রসারণঃ দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য

৭। পরের অনিষ্ট চিন্তা করে যেই জন

৮। ভাবসম্প্রসারণ: সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই

৯। ভাবসম্প্রসারণঃ সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত

১০। ভাবসম্প্রসারনঃ আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে..

১১। ভাবসম্প্রসারণঃ অর্থই অনর্থের মূল

১২। ভাবসম্প্রসারণঃ পুষ্প আপনার জন্য ফোটে না।

১৩। ভাবসম্প্রসারণঃ গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন

১৪। ভাবসম্প্রসারণঃ লোভে পাপ, পাপে মৃত্যু

১৫। ভাবসম্প্রসারণঃ ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল

১৬। ভাবসম্প্রসারণঃ এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।

১৭। ভাবসম্প্রসারণঃ যে সহে সে রহে

১৮। ভাবসম্প্রসারণঃ গতিই জীবন, স্থিতিতে মৃত্যু