ফুটবল বিশ্বকাপ, ইউরো, কোপা আমেরিকা প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয়। কিন্তু প্রতি বছর ফুটবল ভক্তদের বাঁচিয়ে রাখে যেই টুর্নামেন্টটি তার নাম নিঃসন্দেহে উয়েফা চ্যাম্পিয়নস লীগ। কম্পিটিটিভ ফুটবল, প্রিয় ক্লাব, সেই সাথে ইউরোপের সেরা ক্লাগুলোকে একে অন্যের সাথে লড়াই করতে দেখার কোন তুলনা হয় না।
ইউরোপিয়ান কাপ টুর্নামেন্টটির পরিবর্তিত রূপ উয়েফা চ্যাম্পিয়নস লীগ। ১৯৯২-১৯৯৩ সিজন থেকে ইউরোপিয়ান কাপ নিয়ম ও নাম পরিবর্তন করে উয়েফা চ্যাম্পিয়নস লীগ নামে হাজির হয়।
উয়েফা চ্যাম্পিয়নস লীগ চ্যাম্পিয়ন তালিকা থেকে দেখে নিন আপনার পছন্দের ক্লাব কয়বার, কোন সিজনে এই শিরোপা জিতেছিল।
উয়েফা চ্যাম্পিয়নস লীগ চ্যাম্পিয়ন লিস্ট
সিজন | চ্যাম্পিয়ন | রানার-আপ |
---|---|---|
২০২১-২০২২ | রিয়াল মাদ্রিদ | লিভারপুল |
২০২০-২০২১ | চেলসি | ম্যানচেস্টার সিটি |
২০১৯-২০২০ | বায়ার্ন মিউনিখ | পিএসজি |
২০১৮-২০১৯ | লিভারপুল | টটেনহাম |
২০১৭-২০১৮ | রিয়াল মাদ্রিদ | লিভারপুল |
২০১৬-২০১৭ | রিয়াল মাদ্রিদ | জুভেন্টাস |
২০১৫-২০১৬ | রিয়াল মাদ্রিদ | অ্যাটলেটিকো মাদ্রিদ |
২০১৪-২০১৫ | বার্সেলোনা | জুভেন্টাস |
২০১৩-২০১৪ | রিয়াল মাদ্রিদ | অ্যাটলেটিকো মাদ্রিদ |
২০১২-২০১৩ | বায়ার্ন মিউনিখ | বরুসিয়া ডর্টমুন্ড |
২০১১-২০১২ | চেলসি | বায়ার্ন মিউনিখ |
২০১০-২০১১ | বার্সেলোনা | ম্যানচেস্টার ইউনাইটেড |
২০০৯-২০১০ | ইন্টার মিলান | বায়ার্ন মিউনিখ |
২০০৮-২০০৯ | বার্সেলোনা | ম্যানচেস্টার ইউনাইটেড |
২০০৭-২০০৮ | ম্যানচেস্টার ইউনাইটেড | চেলসি |
২০০৬-২০০৭ | মিলান | লিভারপুল |
২০০৫-২০০৬ | বার্সেলোনা | আর্সেনাল |
২০০৪-২০০৫ | লিভারপুল | মিলান |
২০০৩-২০০৪ | পোর্তো | মোনাকো |
২০০২-২০০৩ | রিয়াল মাদ্রিদ | জুভেন্টাস |
২০০১-২০০২ | রিয়াল মাদ্রিদ | বায়ার্ন লেভারকুসেন |
২০০০-২০০১ | বায়ার্ন মিউনিখ | ভ্যালেন্সিয়া |
১৯৯৯-২০০০ | রিয়াল মাদ্রিদ | ভ্যালেন্সিয়া |
১৯৯৮-১৯৯৯ | ম্যানচেস্টার ইউনাইটেড | বায়ার্ন মিউনিখ |
১৯৯৭-১৯৯৮ | রিয়াল মাদ্রিদ | জুভেন্টাস |
১৯৯৬-১৯৯৭ | বরুসিয়া ডর্টমুন্ড | জুভেন্টাস |
১৯৯৫-১৯৯৬ | জুভেন্টাস | আয়াক্স |
১৯৯৪-১৯৯৫ | আয়াক্স | মিলান |
১৯৯৩-১৯৯৪ | মিলান | বার্সেলোনা |
১৯৯২-১৯৯৩ | মার্শেই | মিলান |
কে কতবার উয়েফা চ্যাম্পিয়নস লীগ জিতেছে?
চ্যাম্পিয়নস লীগে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত ৮বার চ্যাম্পিয়নস লীগ জিতেছে। এর মধ্যে টানা ৩বার চ্যাম্পিয়নস লীগ জেতা একমাত্র দলও তারা। ২০১৫-২০১৬, ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮ টানা এই তিন মৌসুম চ্যাম্পিয়নস লীগ জিতেছিল রিয়াল মাদ্রিদ। অবশ্য এর আগে টানা দুবার চ্যাম্পিয়নস লীগ জেতার রেকর্ডও ছিল রিয়ালের দখলে। ২০০১-২০০২, ২০০২-২০০৩ মৌসুমেও চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল।
চ্যাম্পিয়নস লীগে দ্বিতীয় সফলতম দল বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। এই দুটি ক্লাবই সমান ৪বার চ্যাম্পিয়নস লীগের শিরোপা জিতেছে। এসি মিলান চ্যাম্পিয়ন লীগ জিতেছে ৩বার। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, চেলসি ২বার করে চ্যাম্পিয়নস লীগ জেতার স্বাদ পেয়েছে। এছাড়া মার্শেই, আয়াক্স, জুভেন্টাস, বরুসিয়া ডর্ট্মুন্ড, পোর্তো, ইন্টার মিলান ১বার করে উয়েফা চ্যাম্পিয়নস লীগ জিতেছে।
ক্লাব | শিরোপা |
---|---|
রিয়াল মাদ্রিদ | ৮ |
বার্সেলোনা | ৪ |
বায়ার্ন মিউনিখ | ৪ |
মিলান | ৩ |
ম্যানচেষ্টার ইউনাইটেড | ২ |
লিভারপুল | ২ |
চেলসি | ২ |
মার্শেই | ১ |
আয়াক্স | ১ |
জুভেন্টাস | ১ |
বরুসিয়া ডর্টমুন্ড | ১ |
পোর্তো | ১ |
ইন্টার মিলান | ১ |
ক্লাবের গন্ডি ছাপিয়ে আমরা যদি দেশ হিসেব করি, তাহলে দেখবো চ্যাম্পিয়নস লীগে স্পেনের জয়জয়কার। অবশ্যই তা রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার কারণে। এখন পর্যন্ত স্পেনের ক্লাবগুলো ১১বার, ইংল্যান্ডের ক্লাবগুলো ৫বার, ইতালির ক্লাবগুলো ৫বার ও জার্মানির ক্লাবগুলো ৪বার চ্যাম্পিয়নস লীগ নিজেদের ঘরে তুলেছে।
দেশ | শিরোপা |
---|---|
স্পেন | ১২ |
ইংল্যান্ড | ৬ |
ইতালি | ৫ |
জার্মানি | ৪ |
আরও পড়ুন- কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট (১৯১৬-২০২১)
আরও পড়ুন- ইউরো কাপ কে কতবার জিতেছে