অগ্রিম ঈদ মোবারক স্ট্যাটাস নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। সব উৎসবে আমরা আমাদের সকল কাছের মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে ভালোবাসি। বর্তমানে, সোশ্যাল মিডিয়ার বদৌলতে দূরে অবস্থানরত অনেক প্রিয়জনের সাথে শুভেচ্ছা বিনিময় সেকেন্ডের ব্যাপার মাত্র৷ আর বর্তমানে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ঈদের স্ট্যাটাস। ঈদের খুশি সবার সাথে ভাগ করে নিতে ঈদ মোবারক মেসেজ কিংবা ঈদের স্ট্যাটাসের বিকল্প নেই। তেমনি সব মনোমুগ্ধকর ২০২২ “ঈদ স্ট্যাটাস (Eid Status) নিয়ে সাজানো আমাদের আজকের আয়োজন।
“ঈদ-উল-ফিতুর ও ঈদ-উল-আযহা ” ইসলাম ধর্মালম্বীদের সবচেয়ে বড় দুটো উৎসব। এক মাস সিয়াম সাধনের পর অবশেষে শান্তির বার্তা দিয়ে আসে খুশির ঈদ৷ অন্যদিকে, ঈদ-উল-আযহা জীবনকে শেখায় ত্যাগের মহিমা৷
ঈদ মোবারক স্ট্যাটাস ০১
ঈদ এর চাঁদ ঐ আকাশে
মুচকি হেসে বলে,
গাইবো মরা ঈদের গান
সব ভেদাভেদ ভুলে৷
ছোট ঐ তারা গুলো
করছে ঝকমক,
সবাই মিলে বলছে ওরা
ঈদ মোবারক।
ঈদ মোবারক স্ট্যাটাস ০২
সবাই মিলে গাইবো মোরা,
ঈদের খুশির গান।
সব ভেদাভেদ ভুলে আজ,
সাজবে সকল প্রাণ।
থাকবে না কোন দ্বন্ধ,
হিংসা আর হ্রেষ।
মিষ্টি মুখের মিষ্টি হাসিতে,
ঈদ কাটবে বেশ।
ঈদ মোবারক।
ঈদ মোবারক স্ট্যাটাস ০৩
রংধনুর ঐ সাত রং,
বলছে কানে কানে।
ঈদ এসেছে, ঈদ এসেছে,
দোলা লাগিয়ে প্রাণে৷
খুশির হাওয়ায় সকলে
যেন খুঁজে পায় সুখ,
এ কামনায় জানায় আমি,
ঈদ মোবারক।
ঈদ মোবারক স্ট্যাটাস ০৪
সকলের সব দুঃখ যেন
মুছে যায় খুশির ঈদে,
সবাই যেন মিলেমিশে,
ঈদ কাটায় আনন্দেতে।
ঈদ মোবারক বলছি তাই,
খুশিমাখা আবেশেতে।
ঈদ মোবারক স্ট্যাটাস ০৫
ঈদ মোবারক, ঈদ মোবারক
বলছে হেসে চাঁদটি,
এসো বন্ধু আমার বাড়ি,
নিয়ে সঙ্গী সাথী।
খেতে দেবো মন্ডা, মিঠাই
আর সাথে সেমাই।
সকলের ঈদ ভালো কাটুক,
এ কামনা জানায়।
ঈদ মোবারক স্ট্যাটাস ০৬
ভুলে সব রাগ অভিমান
অতীতের দ্বন্ধ।
চলো সকলে প্রাণ খুলে,
করি ঈদে আনন্দ।
বছরের এই একটি দিনে,
সকল মুখে হাসি৷
ঈদ মোবারক, ঈদ মোবারক
শুভেচ্ছা রাশি রাশি৷
ঈদ মোবারক স্ট্যাটাস ০৭
আসবিনা বন্ধু আমার বাড়ি?
ঈদ যে ঘরে দরজা নাড়ে।
তোর জন্য আছে শাড়ি,
রংটা তার মিষ্টি ভারী।
দুই বন্ধুতে প্রাণ খুলে,
কইবো মনের কথা।
ঈদ মোবারক বলবে ঐ,
সবুজ রং এর তোতা।
ঈদ মোবারক স্ট্যাটাস ০৮
সেমাই না ফিরনী?
ফান্টা নাকি কোক?
গলা ছেড়ে বলছি আজ
ঈদ মোবারক।
নাটক নাকি মুভি?
কিংবা আঁকা ছবি!
সব মিলিয়ে চারিদিকে আজ
ঈদ ঈদ কলোরব৷
ঈদ মোবারক স্ট্যাটাস ০৯
চাঁদ মামা চাঁদ মামা,
ঈদ মোবারক।
তোমার আলোতেই আজ
চারিদিকে ঈদ ঈদ কলোরব।
সারাবছর এই দিনটার
আশায় চেয়ে থাকা।
অবশেষে আজ আমরা পেলাম,
ঈদের চাঁদের দেখা।
ঈদ মোবারক স্ট্যাটাস ১০
শাওয়াল মাসে চাঁদ বলে আজ
এসেছে খুশির ঈদ।
খুশির জোয়ার লেগেছে প্রাণে।
আলোয় ঝিকিমিক।
অপেক্ষার পালার আজ অবশেষে,
হলো অবসান।
তাইতো মোরা গাইবো আজ,
খুশির ঈদের গান।
ঈদ মোবারক স্ট্যাটাস ১১
মেঘলা আকাশ, মেঘলা দিন
মেঘেরা যেন পথবিহীন,
রংধনু মেঘ হয়ে স্বপ্ন ছড়ায়,
ঈদ খুশির বার্তা ছড়ায়।
সকলের জীবন যেন,
হয় মধুময়।
ঈদের শুভেচ্ছা জানায়,
এ কামনায়।
ঈদ মোবারক স্ট্যাটাস ১২
শুনছো কি বৃষ্টির রিমঝিম গান।
ঈদের খুশিতে আজ
মাতোয়ারা প্রাণ।
ঈদ ঈদ রবে আজ
সেজেছে আকাশ।
চারিদিকে আজ শুধু।
খুশির রং এর রাশ।
ঈদ মোবারক স্ট্যাটাস ১৩
আয় ছেলেরা, আয় মেয়েরা
ডাকছে ঈদের চাঁদ,
আজ বসেছে খুশির মেলা,
সাথে তারার হাট।
পোলাও-কোরমা খাবো সবে,
গাইবো খুশির গান।
ঈদ এসেছে বলেরে ভাই,
মনটা আনচান।
ঈদ মোবারক স্ট্যাটাস ১৪
মেঘের কোলে রোদ হাসে,
আকাশে হাসে চাঁদ।
ঈদের ছোঁয়ায় স্নিগ্ধ আকাশ,
রঙ্গিন চারপাশ।
বলছে তারা গুনগুনিয়ে,
আজকে ঈদের দিন।
সবাই মিলে হেসে খেলে,
কাটাবো জীবন দুঃখহীন।
ঈদ মোবারক স্ট্যাটাস ১৫
চড়ুই পাখি কিচির-মিচির,
ঈদ মোবারক বলে যায়,
কোকিলটাও মনের সুখে,
ঈদের গান গায়।
প্রজাপতি উড়ে উড়ে,
ছড়ায় ঈদের সুবাস।
ফড়িং নাচে তিড়িংবিড়িং,
ভুলে সকল লাজ।
ঈদ মোবারক স্ট্যাটাস ১৬
ঈদ মানে খুশি,
অনাবিল আনন্দ।
ঈদ মানে সুখের হাসি,
মধুময় ছন্দ।
ঈদ মানে সকল মুখের
মিষ্টিময় হাসি।
ঈদের দিনে সকলকে জানাই,
শুভেচ্ছা রাশি রাশি।
ঈদ মোবারক স্ট্যাটাস ১৭
কাল আমাদের ছুটি,
কাল যে ঈদের দিন।
কালযে ঐ চাঁদের সাথে,
কাটবে রাত্রি-দিন।
পাড়া-পড়শি সকলে ভাই,
এসো আমার ঘরে।
সকলে গাইবো খুশির গান,
মন প্রাণ ভরে৷
ঈদ মোবারক স্ট্যাটাস ১৮
ঈদ এর খুশির দিনে,
চলো করি শপথ।
মিলেমিশে থাকবো সকলে,
আসুক না যতই ঝড়।
সবাইকে ঈদ মোবারক,
ধন্যবাদ রব।
ঈদ মোবারক স্ট্যাটাস ১৯
মনটা আজ আনচান,
গাইছে শুধু ঈদের গান।
প্রজাপতি মেলেছে ডানা,
নেইকো আজ কোন মানা।
মেহেদী রাঙ্গা হাতে,
হারিয়ে যাবো রঙ্গিন দুনিয়াতে।
ঈদ মোবারক স্ট্যাটাস ২০
দুঃখগুলো বন্দী করে,
পাঠিয়ে দিলাম অজানায়।
ঈদের দিনে শুধু হাসি,
ফিরনী আর সেমাই।
ছোটদের স্নেহ আর বড়দের দোয়া,
কাটবে দিন আনন্দে আর সাথে
খুশির ছোঁয়া।
ঈদ মোবারক স্ট্যাটাস ২১
আতা গাছে তোতা পাখি,
করছিস কেন ডাকাডাকি
ঈদে আসিস আমার বাড়ি,
না আসলে দেবো আড়ি।
তোর জন্য রাঁধবো পায়েস,
সাথে মিষ্টি এক হাড়ি।
আরও পড়ুন- হুমায়ূন আহমেদের প্রেমের উক্তি