in ,

ইউরো কাপ কে কতবার জিতেছে

ইউরো চ্যাম্পিয়ন লিস্ট

ইউরো কাপ কে কতবার জিতেছে
ইউরো কাপ কে কতবার জিতেছে

ইউরো কাপ কে কতবার জিতেছে? সাধারণত যে বছর ইউরো অনুষ্ঠিত হয়, সে বছরেই কেবল ইউরো কাপ কে কতবার জিতেছে তা নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা দেখা যায়। কিন্তু প্রকৃত ফুটবলপ্রেমীদের তো ১২ মাসই ফুটবলের খবর রাখা চাই। তা না হলে আড্ডায় চায়ের কাপে ফুটবল নিয়ে ঝড় উঠবে কীভাবে? তাই চলুন ইউরো কাপ কে কতবার নিয়েছে তা একসাথে জেনে রাখি।

উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বা ইউরো শুধু হয়েছিল ১৯৬০ সালে। ইউরোপ সেরা নির্ধারণের এই টুর্নামেন্টটির নাম উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ হলেও একে ইউরো নামেই বেশিরভাগ মানুষজন চেনে। ইউরোপিয়ান ফুটবলের মান অন্য যেকোন মহাদেশের ফুটবলের তুলনায় অনেক বেশি এগিয়ে থাকায়, ইউরোকে ফুটবল বিশ্বকাপের পরে স্থান দেয়া হয়।

এখন পর্যন্ত ইউরোর ১৬টি আসর অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ইউরো ২০২০ এর শিরোপা জিতেছে ইতালি। নামে ইউরো ২০২০ হলেও কোভিড-১৯ ভাইরাসের কারণে টুর্নামেন্টটি ২০২১ সালে অনুষ্ঠিত হয়।

ইউরোর সবচেয়ে সফল দল হলো স্পেন ও জার্মানি। স্পেন ও জার্মানি ৩বার করে ইউরো জিতেছে। টানা দুবার ইউরো জেতা একমাত্র দল স্পেন। ২০০৮ ও ২০১২ ইউরো টানা জিতেছিল স্পেন। জার্মানি একমাত্র দল যারা কিনা ইউরোর ১৪টি আসরের প্রতিটিতেই অংশগ্রহণ করেছে।

ইউরো চ্যাম্পিয়ন লিস্টে আপনার পছন্দের দলের কয়বার নাম লিখিয়েছে তা নিজেই দেখে নিন।

ইউরো চ্যাম্পিয়ন লিস্ট

সাল চ্যাম্পিয়ন রানার-আপ
২০২০ (২০২১) ইতালি ইংল্যান্ড
২০১৬ পর্তুগাল ফ্রান্স
২০১২ স্পেন ইতালি
২০০৮ স্পেন জার্মানি
২০০৪ গ্রীস পর্তুগাল
২০০০ ফ্রান্স ইতালি
১৯৯৬ জার্মানি চেক রিপাবলিক
১৯৯২ ডেনমার্ক জার্মানি
১৯৮৮ নেদারল্যান্ড সোভিয়েত ইউনিয়ন
১৯৮৪ ফ্রান্স স্পেন
১৯৮০ ওয়েস্ট জার্মানি বেলজিয়াম
১৯৭৬ চেকোস্লোভাকিয়া ওয়েস্ট জার্মানি
১৯৭২ ওয়েস্ট জার্মানি সোভিয়েত ইউনিয়ন
১৯৬৮ ইতালি যুগোস্লাভিয়া
১৯৬৪ স্পেন সোভিয়েত ইউনিয়ন
১৯৬০ সোভিয়েত ইউনিয়ন যুগোস্লাভিয়া

ইউরো কাপ কে কতবার জিতেছে

চলুন ইউরো চ্যাম্পিয়ন লিস্ট আরেক বার কাঁটা ছেড়া করি। ইউরোর প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল সোভিয়েত ইউনিয়ন। এখন পর্যন্ত জার্মানি মোট ৬টি ইউরোর ফাইনাল খেলেছে। এরমধ্যে জার্মানি ইউরো জিতেছে ৩বার (১৯৯৬, ১৯৮০, ১৯৭২), বাকি ৩বার রানার-আপ হয়েছে। জার্মানি ছাড়া আর কোন দলই ৬বার ইউরো ফাইনাল খেলতে পারে নি।

স্পেন মোট ৪বার ইউরোর ফাইনাল খেলেছে। ৪বার ফাইনাল খেলে ৩বারই (২০১২, ২০০৮, ১৯৬৪) ইউরোর কাপ নিয়েছে স্পেন। ফ্রান্স ইউরো জিতেছে ২বার (২০০০, ১৯৮৪)। ইতালি ইউরো জিতেছে ২বার (২০২০, ১৯৬৮)। এছাড়া চেকোস্লোভাকিয়া (১৯৭৬), পর্তুগাল (২০১৬), ডেনমার্ক (১৯৯২), গ্রীস (২০০৪), নেদারল্যান্ড (১৯৮৮), সোভিয়েত ইউনিয়ন (১৯৬০) ১বার করে ইউরো জিতেছে।

ইউরো কাপ কে কতবার জিতেছে তার তালিকা তুলে ধরা হল-

দল শিরোপা ফাইনাল অংশগ্রহণ
জার্মানি ১৪
স্পেন ১১
ফ্রান্স ১০
ইতালি ১০
চেকোস্লোভাকিয়া
পর্তুগাল
ডেনমার্ক
গ্রীস
নেদারল্যান্ড ১০
সোভিয়েত ইউনিয়ন

ইউরো কাপ কে কতবার জিতেছে সেটি তো জানলেন। কিন্তু ইউরোর টপ গোল স্কোরার কে সেটি কি জানেন? ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদো ইউরোর ৫টি আসর খেলে গোল করেছে ১৪টি। দ্বিতীয় সর্বোচ্চ গোল করেছেন ফ্রান্সের মিশেল প্লাতিনি। প্লাতিনির গোল ৯টি। তবে জেনে অবাক হবেন যে, প্লাতিনি তার সবগুলো গোল করেছেন মাত্র একটি ইউরো খেলে। ১৯৮৪ ইউরোতে প্লাতিনি মাত্র ৫ম্যাচ খেলে এই ৯গোল করেছিলেন। সেখানে রোনালদো ২৫ ম্যাচ খেলে করেছেন ১৪ গোল।

প্লাতিনির অতিমানবীয় পারফর্মেন্সের কাছে রোনালদোকে কি কিছুটা ম্লান লাগছে?

আরও পড়ুন- কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট (১৯১৬-২০২১)