in

আহ্নিক ও বার্ষিক গতি কি? আহ্নিক ও বার্ষিক গতির ফলাফল 

আহ্নিক ও বার্ষিক গতি
আহ্নিক ও বার্ষিক গতি কি?

আহ্নিক বার্ষিক গতি নিয়ে যা শিখবেনআহ্নিক গতি কি? || বার্ষিক গতি কি? || আহ্নিক গতির ফলাফল  || বার্ষিক গতির ফলাফল  || আহ্নিক বার্ষিক গতির মধ্যে পার্থক্য

আহ্নিক গতি কি?

পৃথিবী কমলালেবুর মত গোল, এই তথ্য আমাদের কারো অজানা নয়৷ ধরে নেওয়া যাক, গোলাকার পৃথিবীর মাঝ বরাবর একটি রেখা টেনে দেওয়া হল। এই রেখাটিকে বলা হয় মেরু রেখা। পৃথিবী পশ্চিম থেকে পূর্বদিকে তার নির্দিষ্ট গতিতে অবিরাম ঘুরতে থাকে৷ নিজ অক্ষের চারদিকে আবর্তিত হতে পৃথিবীর সময় লাগে ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড বা ২৪ ঘণ্টা অর্থাৎ এক দিন। এটিকে বলা হয় সৌরদিন। নির্দিষ্ট গতিতে পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে দিনে একবার আবর্তিত হওয়া আহ্নিক গতি নামে পরিচিত।

পৃথিবী পুরোপুরি গোল না। এ কারণে এর পৃষ্ঠ সব জায়গায় সমান নয়। তাই, পৃথিবীপৃষ্ঠের সব স্থানের আবর্তন বেগও সমান নয়। নিরক্ষ রেখায় পৃথিবীর পরিধি সবচেয়ে বেশি। এ জন্য নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগও সবচেয়ে বেশি। লক্ষ্য করলে দেখা যায়, পৃথিবীর এক প্রান্তে দিনতো অন্য প্রান্তে রাত। এটি হয় শুধুমাত্র আহ্নিক গতির কারণে। পৃথিবীর যে অংশ সূর্যের সামনে আসে সে অংশে দিন হলে অপর অংশে হয় রাত৷

বার্ষিক গতি কি?

পৃথিবী পশ্চিম থেকে পূর্বদিকে তার নির্দিষ্ট গতিতে ক্রমাগত পাক খেতে খেতে কক্ষপথ ধরে সূর্যের চারিদিকে আবর্তন করছে৷ এ গতিটাকে বলা হয় পৃথিবীর বার্ষিক গতি। এই আবর্তনে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট ৫৪ সেকেন্ড। বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়৷ বার্ষিক গতি না থাকলে ঋতু পরিবর্তন হতো না।

আহ্নিক গতির ফলাফল 

  • আহ্নিক গতির কারণে পৃথিবীতে দিন-রাত্রি হয়৷ নাহলে দেখা যেত পৃথিবীর এক প্রান্তে চিরকাল দিন থাকতো আর অন্য প্রান্তে সারা বছর রাত।
  • নদী বা সমুদ্রে দিনে দুবার জোয়ার হয় আর দুবার ভাটা৷ আহ্নিক গতির কারণে এই জোয়ার ভাটার সৃষ্টি।

বার্ষিক গতির ফলাফল 

  • বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয়৷
  • দিন ও রাতের সময়ের দৈঘ্যের পার্থক্য সাধারণত বার্ষিক গতির কারণে হয়ে থাকে৷
  • কর্কটসংক্রান্তি ও মকরসংক্রান্তির মধ্যে পার্থক্যের প্রধান কারণ হচ্ছে বার্ষিক গতি।
  • বার্ষিক গতির কারণে নক্ষত্রের স্থান পরিবর্তিত হয়।
  • বার্ষিক গতির ফলেই ঋতু পরিবর্তন হয়।

পৃথিবীর আহ্নিক বার্ষিক গতির মধ্যে পার্থক্য

১) আহ্নিক গতিতে পৃথিবী নিজের অক্ষের চারদিকে ঘােরে, অন্যদিকে  বার্ষিক গতিতে পৃথিবী সূর্যের চারদিকে পরিক্রমণ করে ।

২) আহ্নিক গতির কারণে একবার আবর্তন সম্পন্ন করতে পৃথিবীর ২৪ ঘণ্টা সময় লাগে প্রায় আর বার্ষিক গতির কারণে সূর্যের চারিদিকে একবার সম্পূর্ণ পরিক্রমণে সময় লাগে প্রায় ৩৬৫ দিন ৬ ঘণ্টা।

৩) আহ্নিক গতির কারণে পৃথিবীতে দিন – রাত্রি হয় আর বার্ষিক গতির কারণে পৃথিবীতে  ঋতু পরিবর্তন ঘটে ।

৪) আবর্তন গতির জন্য ভূ–পৃষ্ঠের ওপর যে কোন চলমান বস্তুর গতিবিক্ষেপ ঘটে। আর বার্ষিক গতির কারণে নক্ষত্রের স্থান পরিবর্তিত হয়।

আরও পড়ুন– জোয়ারভাটা কি? জোয়ারভাটা কেন হয়?