মানুষ এক চিমটি সুখ শান্তির খোঁজে এক জীবনের পুরোটা পার করে দেয়। কিন্তু তারপরেও আলস্য নামক এক ভয়ানক ব্যাধির কারণে বেশির ভাগ মানুষ সুখের সন্ধান পান না। কারণ তারা জানেনই না যে কর্মের মধ্যেই প্রকৃত সুখ বিরাজ করে। কর্মহীন আলস্যে ভরা জীবন অভিশাপের মতো। নিম্নে আলস্য এক ভয়ানক ব্যাধি ভাবসম্প্রসারণটি তুলে ধরা হলো।
আলস্য এক ভয়ানক ব্যাধি ভাবসম্প্রসারণ
মূলভাবঃ একমাত্র পরিশ্রমের মাধ্যমে জীবনে সফলতার সর্বোচ্চ চূড়ায় আহরণ করা সম্ভব। আলস্য মানব জীবনকে করে তুলে বিধ্বংসী। জীবনে সফলতা লাভের অন্যতম উপায় হচ্ছে আলস্য পরিত্যাগ করে নিরলস ভাবে নিজের লক্ষ্য অর্জনের প্রচেষ্টা করা।
সম্প্রসারিত ভাবঃ বিচিত্রময় এ জগতে নানা রকম বাধা বিপত্তি অতিক্রম করে মানুষকে বেঁচে থাকতে হয়। মানুষ টিকে থাকার জন্য কিংবা সফলতা অর্জনের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে থাকে। জীবনে বড় কিছু অর্জনের জন্য নানা ক্ষেত্রে নানা রকম বাধা বিপত্তি অতিক্রম করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের সর্বদা সচেষ্ট থাকতে হয়। পৃথিবীর অন্যান্য প্রাণীর তুলনায় মানুষের আকারে ছোট হলেও বুদ্ধিমত্তায় সর্বশ্রেষ্ঠ। মানুষকে অন্যান্য প্রাণী থেকে আলাদা করে তার আচার-আচরণ, মানবিকতা এবং কর্মদক্ষতা। মানুষের জীবন সব সময় সহজ সরল পথে চলে না। জীবন পথে চলতে গিয়ে মানুষকে মোকাবেলা করতে হয় নানা বাধা-বিপত্তির। মানব জীবনের দায়িত্ব ও কর্ম সম্পাদন করতে গিয়ে মানুষকে মোকাবেলা করতে হয় নানা রকম প্রতিকূলতার। আর এই প্রতিকূল পরিবেশ থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম এবং সাধনার।
পরিশ্রমী ব্যক্তি ধৈর্য ধরে সুনিশ্চিত পদক্ষেপ নেয়ার মাধ্যমে প্রতিকূল পরিবেশের বাধা-বিপত্তি অতিক্রম করে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারেন। তিনি তার কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কোন সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। আর যে ক্ষেত্রে সমস্যার নিয়ন্ত্রণ রাখা সম্ভব না সে ক্ষেত্রে তিনি পরিশ্রম, অধ্যবসায়, সাহস এবং সততার সাথে সমস্যা সমাধানে সচেষ্ট থাকেন। তিনি তার কাজের ক্ষেত্রে পরিশ্রম এবং ধৈর্যশীল হয়ে ধীর স্থিরভাবে ভেবেচিন্তে কর্মপন্থা নির্ধারণ করেন, ফলে সমস্যা মোকাবেলার পথে সাফল্য আসে। পরিশ্রমী ব্যক্তি তার পরিশ্রম দ্বারা জীবনকে করে তোলেন সফল এবং তার পরিশ্রমের প্রচেষ্টা তার জীবনকে করে মহিমান্বিত। যা তাকে গড়ে তোলে অনন্য, সকলের শ্রদ্ধা এবং সম্মানের পাত্র হিসেবে। অন্যদিকে অলস ব্যক্তি জীবন সংগ্রাম মোকাবেলাতে পিছিয়ে পড়ে। আলস্যে আক্রান্ত এই সব মানুষ প্রতিকূলতা মোকাবেলা না করে জীবন থেকে পালিয়ে বাঁচতে চান। যা ধীরে ধীরে তার জীবনকে অন্ধকারের দিকে ধাবিত করে। তার অলসতা একসময় তার মানসিক দূর্বলতার কারণ হয়ে উঠে।
আলস্য বা শ্রমবিমুখতা একটি ভয়ানক রোগ। আলস্য নতুন কোন কাজের উদ্দীপনাকে নিঃশেষ করে দেয়। এই জন্য কাজ করার উদ্দীপনা হারিয়ে একজন মানুষ হয়ে ওঠে অকর্মণ্য, অদক্ষ, ক্ষমতাশূন্য। ফলে জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা বাধাপ্রাপ্ত হয়। যে কোনো ধরনের ভয়ানক শারীরিক রোগ মানুষের বিভিন্ন অঙ্গকে যেমন বিকল করে দেয়, ঠিক তেমনভাবে অলস ব্যাক্তির মস্তিষ্ক এবং দেহ শ্রমবিমুখতা এর ফলে তার জীবনকে বিকল করে দেয়। অলস ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারেন না। তিনি তার অলসতার জন্য জীবন যুদ্ধে পিছিয়ে যান, ব্যক্তিজীবনে সফলতা পান না। সেই সাথে সমাজ এবং দেশের অগ্রগতিতেও সক্রিয় ভূমিকা রাখতে পারেন না। পক্ষান্তরে সকলে তাকে এড়িয়ে চলতে চায় এবং সকলের নিকট তিনি অবজ্ঞার পাত্র হিসেবে বিবেচিত হন। কর্মনিষ্ঠ জীবন সংগ্রামী মানুষ আলস্য পরিত্যাগ করার কারণে জীবনে সফলতা ও সৌভাগ্য অর্জন করতে পারে। বলা হয়ে থাকে, মহৎ কাজে সাফল্য রাতারাতি আসে না। তার জন্য চাই নিরলস শ্রম, অসীম ধৈর্য এবং আত্মত্যাগ। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ঐশ্বর্যমন্ডিত, সুন্দর এবং ঐতিহাসিক রোম নগরী একদিনে গড়ে ওঠেনি। তার পেছনে রয়েছে শত শত বছরের, হাজার হাজার মানুষের কঠোর সাধনা এবং সম্মিলিত প্রচেষ্টা। মানব জীবনের পথ ঠিক তেমনই।
মন্তব্যঃ অস্তিত্ব রক্ষার সংগ্রামে যারা বিজয়ী হতে চান এবং কর্মের দুর্গম পথ যারা আরোহন করতে চান তাদের প্রয়োজন নিরন্তর শ্রম, ধৈর্য এবং অধ্যবসায়ের। এক্ষেত্রে অলসতার কোন জায়গা নেই। মানব জীবনকে সুন্দর, মহিমান্বিত এবং সার্থক করার জন্য আলস্য বা শ্রমবিমুখতাকে ত্যাগ করা অপরিহার্য। তবেই মানুষ লাভ করতে পারবে আত্মশক্তি।
গুরুত্বপূর্ণ সকল ভাবসম্প্রসারণ-
১। ভাবসম্প্রসারণঃ পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি
৩। ভাবসম্প্রসারণ: কীর্তিমানের মৃত্যু নেই / মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়
৪। ভাবসম্প্রসারণঃ ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ
৫। ভাবসম্প্রসারণঃ দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপস্বরূপ
৬। ভাবসম্প্রসারণঃ দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য
৭। পরের অনিষ্ট চিন্তা করে যেই জন
৮। ভাবসম্প্রসারণ: সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই
৯। ভাবসম্প্রসারণঃ সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত
১০। ভাবসম্প্রসারনঃ আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে..
১১। ভাবসম্প্রসারণঃ অর্থই অনর্থের মূল
১২। ভাবসম্প্রসারণঃ পুষ্প আপনার জন্য ফোটে না।
১৩। ভাবসম্প্রসারণঃ গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন
১৪। ভাবসম্প্রসারণঃ লোভে পাপ, পাপে মৃত্যু
১৫। ভাবসম্প্রসারণঃ ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল
১৭। ভাবসম্প্রসারণঃ যে সহে সে রহে
১৮। ভাবসম্প্রসারণঃ গতিই জীবন, স্থিতিতে মৃত্যু
১৯। ভাবসম্প্রসারণঃ একবার না পারিলে দেখ শতবার
২০। ভাবসম্প্রসারণঃ যেমন কর্ম তেমন ফল
২১। ভাবসম্প্রসারণঃ যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পার অমূল্য রতন
২২। ভাবসম্প্রসারণঃ ইচ্ছা থাকলে উপায় হয়
২৩। ভাবসম্প্রসারণঃ জ্ঞানহীন মানুষ পশুর সমান
২৪। ভাবসম্প্রসারণঃ রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে
২৫। ভাবসম্প্রসারণঃ ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।
২৬। ভাবসম্প্রসারণঃ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই
২৭। ভাবসম্প্রসারণঃ তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন