আইপিএল- যার পুরো নাম কিনা ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ। ভারতীয় ক্রিকেট বোর্ডের অবাধ্য হয়ে শুরু হওয়া আইসিএলকে কাউন্টার দিতে আইপিএল এর জন্ম। ২০০৭ সালে অনুষ্ঠিত প্রথম টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। এর মাত্র ১ বছর পর ২০০৮ সাল থেকে আইপিএল শুরু হয়।
বিশ্ব ক্রিকেটে আইপিএল এর প্রভাব ব্যাপক। সুনীল গাভাস্কার থেকে শুরু করে এবিডি ভিলিয়ার্স পর্যন্ত আইপিএলকে বিশ্বকাপের চেয়ে বড় টুর্নামেন্ট বলে আখ্যা দিয়েছেন। আইপিএল খেলার কারণে জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা মাঠে ভারতীয় ক্রিকেটারদের সাথে নরম আচরণ করে- এমন অভিযোগ তুলেছিলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক। আইপিএল নিয়ে এমন তর্ক-বিতর্ক লিখে শেষ করা যাবে না। কিন্তু দিন শেষে আধুনিক ক্রিকেট বদলে দিতে আইপিএলের ভূমিকা অস্বীকার করার কোন উপায় নেই। আইপিএলের জের ধরেই ভারত হয়ে উঠেছে বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি।
এখন প্রায় প্রতিটি দেশই নিজেদের ঘরোয়া টি-২০ লীগ আয়োজন করে। কিন্তু টাকা ও প্রভাব বিবেচনা করলে আইপিএল এর ধারের কাছে কেউ নেই। তাই আইপিএল নিয়ে অনেকেরই আগ্রহ আছে। সেটি বিবেচনায় রেখে আইপিএল চ্যাম্পিয়ন লিস্ট পাঠকদের জন্য তুলে ধরছি।
এখন পর্যন্ত আইপিএল এর ১৪টি আসর অনুষ্ঠিত হয়েছে। আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংস। মুম্বাই ইন্ডিয়ানস ৫বার আইপিএল এর শিরোপা জিতেছে, ধোনির অধিনায়কত্বে চেন্নাই সুপার কিংসও ৫বার আইপিএল জিতেছে। এছাড়া কলকাতা নাইট রাইডার্স আইপিএল শিরোপা জিতেছে ২বার। রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ, ডেকান চার্জাস, গুজরাট টাইটানস আইপিএল শিরোপা জিতেছে একবার করে।
আইপিএল চ্যাম্পিয়ন লিস্ট
সাল | বিজয়ী | রানার-আপ |
---|---|---|
২০০৮ | রাজস্থান রয়্যালস | চেন্নাই সুপার কিংস |
২০০৯ | ডেকান চার্জার্স | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর |
২০১০ | চেন্নাই সুপার কিংস | মুম্বাই ইন্ডিয়ানস |
২০১১ | চেন্নাই সুপার কিংস | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর |
২০১২ | কলকাতা নাইট রাইডার্স | চেন্নাই সুপার কিংস |
২০১৩ | মুম্বাই ইন্ডিয়ানস | চেন্নাই সুপার কিংস |
২০১৪ | কলকাতা নাইট রাইডার্স | কিংস ইলেভেন পাঞ্জাব |
২০১৫ | মুম্বাই ইন্ডিয়ানস | চেন্নাই সুপার কিংস |
২০১৬ | সানরাইজার্স হায়দ্রাবাদ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর |
২০১৭ | মুম্বাই ইন্ডিয়ানস | রাইজিং পুনে সুপার জায়ান্ট |
২০১৮ | চেন্নাই সুপার কিংস | সানরাইজার্স হায়দ্রাবাদ |
২০১৯ | মুম্বাই ইন্ডিয়ানস | চেন্নাই সুপার কিংস |
২০২০ | মুম্বাই ইন্ডিয়ানস | দিল্লি ক্যাপিটালস |
২০২১ | চেন্নাই সুপার কিংস | কলকাতা নাইট রাইডার্স |
২০২২ | গুজরাট টাইটানস | রাজস্থান রয়্যালস |
২০২৩ | চেন্নাই সুপার কিংস | গুজরাট টাইটানস |
প্লেয়ার হিসেবে রোহিত শর্মা এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৬ বার আইপিএল শিরোপা জিতেছেন। ৫বার জিতেছেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে, একবার জিতেছেন ডেকান চার্জার্সের হয়ে।
আইপিএলে সবচেয়ে সফল দল মুম্বাই হলেও সবচেয়ে বেশিবার ফাইনাল খেলেছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই এখন পর্যন্ত ৫বার আইপিএল জিতলেও, তারা রানার-আপ হয়েছে সর্বোচ্চ ৫বার। কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কখনোই আইপিএল চ্যাম্পিয়ন লিস্টে নিজেদের নাম লেখাতে পারে নি। ঘুরে ফিরে মুম্বাই, চেন্নাই, কলকাতার ঘরেই গেছে আইপিএলের শিরোপা।
আইপিএলে সবচেয়ে বেশি সিক্স মেরেছেন ইউনিভার্স বস ক্রিস গেইল। সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন লাসিথ মালিঙ্গা। আইপিএলে মালিঙ্গার সংগ্রহ ১৭০ উইকেট।
আইপিএল চ্যাম্পিয়ন লিস্টে আপনার প্রিয় দলকে খুঁজে পেয়েছেন তো?
আরও পড়ুন- ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকা (১৯৭৫-২০১৯)
আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে?
আরও পড়ুন- এশিয়া কাপ চ্যাম্পিয়ন লিস্ট