in ,

হুমায়ূন আহমেদের কবিতা – অশ্রু

হুমায়ূন আহমেদের প্রেমের কবিতা

হুমায়ূন আহমেদের কবিতা - অশ্রু
হুমায়ূন আহমেদের কবিতা - অশ্রু

অশ্রু – হুমায়ূন আহমেদ

আমার বন্ধুর বিয়ে
উপহার বগলে নিয়ে
আমি আর আতাহার,
মৌচাক মোড়ে এসে বাস থেকে নামলাম
দু’সেকেন্ড থামলাম।।
টিপটিপ ঝিপঝিপ
বৃষ্টি কি পড়ছে?
আকাশের অশ্রু ফোঁটা ফোঁটা ঝরছে?

আমি আর আতাহার
বলুন কি করি আর?
উপহার বগলে নিয়ে আকাশের অশ্রু
সারা গায়ে মাখলাম।।
হি হি করে হাসলাম।।

আরও পড়ুন – হুমায়ূন আহমেদের অন্যান্য কবিতা।

আরও পড়ুন – হুমায়ূন আহমেদের প্রেমের উক্তি।