in ,

প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব 

প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির উপায়
প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির উপায়

অতিরিক্ত জনসংখ্যা যেকোন দেশের জন্য বোঝাস্বরূপ। কারণ প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যা সরাসরি প্রভাব ফেলে।

প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব

ক্রমবর্ধমান হারে জনসংখ্যা বৃদ্ধি আমাদের দেশের প্রধান সমস্যাগুলোর মধ্যে একটি। কোন দেশের জনসংখ্যা বৃদ্ধি পেলে সবচেয়ে বেশি প্রভাব পড়ে ভূমির উপর। কারণ, জনসংখ্যা বৃদ্ধি পেলে খাদ্য ও বাসস্থানের চাহিদা বৃদ্ধি পায়৷ খাদ্যের চাহিদা মেটানোর জন্য উৎপাদন বৃদ্ধি করতে হয়। আর উৎপাদন বৃদ্ধি মানে ভূমির ব্যবহার বৃদ্ধি পাওয়া। প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির প্রভাব নিম্নরূপঃ

ভূমির উপর প্রভাবঃ জনসংখ্যা বৃদ্ধির কারণে ভূমির অধিক ব্যবহার ও ভূমি খণ্ডিতকরণ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে উৎপাদনযোগ্য ভূমি দিন দিন কমে যাচ্ছে। তাছাড়া, ফসল উৎপাদন  বৃদ্ধির জন্য অতিরিক্ত কীটনাশক ব্যবহার মাটিকে দূষিত করার পাশাপাশি মাটিতে বসবাসরত অণুজীব, ক্ষুদ্রজীবদের জীবনচক্রে ব্যাঘাত ঘটাচ্ছে৷ ভূমির উপর জনসংখ্যার প্রভাব নিম্নে ছক আকারে উপস্থাপন করা হলঃ

পরিবেশের উপর প্রভাবঃ অতিরিক্ত জনসংখ্যার বাসস্থান চাহিদা মেটানোর জন্য গাছ কেটে যথেচ্ছা দালানকোঠা নির্মাণ আমাদের পরিবেশের জন্য হুমকিস্বরূপ। গাছপালা কেটে ভূমি উন্মুক্তের ফলে মাটির ক্ষয় বৃদ্ধি পায়৷ অধিক জনসংখ্যা বৃদ্ধির ফলে বন উজাড় করে স্কুল, কলেজ, রাস্তাঘাট, শিল্প-কারখানা নির্মাণ পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে৷

জলের উপর প্রভাবঃ পানির ওপর নাম জীবন। পানি ছাড়া জীব জগতের বেঁচে থাকা অসম্ভব। পৃথিবীর ৭০ ভাগ পানি হলেও তার ৯৭ ভাগ লবণাক্ত। জনসংখ্যা বৃদ্ধি মানে পানির ব্যবহার বৃদ্ধি পাওয়া। কারখানার বর্জ্য পানিতে নিক্ষেপ মানে জলজ উদ্ভিদ, কচুরিপানা, প্ল্যাংটন, শেওলা প্রভৃতি জন্মতে না পারা। এতে জলে বসবাসকারী মাছসহ অনেক জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হয়। ফলে, জলজ সম্পদ দিন দিন কমতে থাকে। পানির ব্যবহার ও ক্ষতিকর দিকগুলো নিম্নে তুলে ধরা হলোঃ

যেকোন দেশের ভূমি ও সম্পদ সীমিত। তাই, সকলের উচিত এক্ষুনি জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে নিজে সচেতন হওয়া ও সচেতনতা তৈরি করা।

আরও পড়ুন- নগরায়ন কাকে বলে? নগরায়নের প্রভাব ও অপরিকল্পিত নগরায়নের ফলে সৃষ্ট সমস্যা

আরও পড়ুন- মানব বসতি কাকে বলে? বসতির শ্রেণী বিভাগ। বসতি স্থাপনের নিয়ামকগুলো কি কি?